বর্তমানে ভারতে শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কারণ বর্তমানে ছাত্রছাত্রীরা পুঁথিগত বিদ্যায় পারদর্শী হলেও তাদের প্র্যাক্টিক্যালি কাজের অভিজ্ঞতার অভাব রয়েছে। সেই জন্যই এবার ভারতের বিশেষ নামকরা সংস্থা হিন্দুস্থান পেট্রোলিয়াম (Hindustan Petroleum Corporation Limited)-এর তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণ দেওয়া হবে। এখানে সরাসরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। এছাড়া প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের প্রতিমাসে স্টাইপেন্ডও প্রদান করা হবে। আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
Hindustan Petroleum Corporation Limited (HPCL)-এর তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
পদের নাম (Name of the Post)
এখানে মূলত অ্যাপ্রেন্টিস পদে প্রশিক্ষণ দেওয়া হবে।
আরও পড়ুন: Canara Bank Recruitment 2025
বয়স সীমা (Age Limit)
এখানে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
বেতন (Salary)
এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের প্রতি মাসে ২৫,০০০ টাকা করে স্টাইপেন্ড প্রদান করা হবে। এই স্টাইপেন্ডের মোট টাকার মধ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৪৫০০ টাকা দেওয়া হবে। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (Hindustan Petroleum Corporation Limited)-এর তরফ থেকে বাকি ২০,৫০০ টাকা দেওয়া হবে।
আরও পড়ুন: আপনার কাছে পুরনো ২ টাকার নোট আছে? তাহলে ২০ লক্ষ টাকা ঢুকতে পারে আপনার অ্যাকাউন্টে!
আবেদন প্রক্রিয়া (Application Process)
এখানে আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম, ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার যথাযথ নথিপত্র প্রদান করে আবেদন জানাতে হবে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে মেরিট লিস্ট তৈরি করা হবে। এই মেরিট লিস্টে যাদের নামে গিয়ে থাকবে তাদেরকে প্রশিক্ষণের জন্য ডাকা হবে।
আরও পড়ুন: ভারতে লঞ্চ হলো OnePlus 13 এবং OnePlus 13R, জেনে নিন এদের দুর্দান্ত স্পেসিফিকেশন
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
এখানে আবেদন করার জন্য আবেদনকারী চাকরিপ্রার্থীদের সংশ্লিষ্ট বিভাগে ৬০ শতাংশ নম্বর নিয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে বিস্তারিতভাবে জানার জন্য অফিসার বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।
আবেদনের শেষ তারিখ (Last date of application)
এখানে আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৩ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত।
গুরুত্বপূর্ণ লিংক (Important Links)
Official Notification | Click Here |
আরও পড়ুন: WBSEDCL Recruitment 2024: সরাসরি চাকরির সুযোগ বিদ্যুৎ দপ্তরে! মাসিক বেতন ৫০,০০০ টাকা