BSNL 5G পরিষেবা কবে কোথায় চালু হচ্ছে? বড় আপডেট সামনে এলো

BSNL 5G: যারা বি এস এন এল (BSNL)-এ স্যুইচ করবেন ভাবছেন তাদের জন্য বিশেষ সুখবর। সরকারি সংস্থা বিএসএনএল (BSNL)-এর তরফ থেকে 5G পরিষেবা কবে লঞ্চ করা হচ্ছে সে বিষয়ে জানানো হয়েছে। সারা দেশে 5G পরিষেবা প্রদানের পরিকল্পনা অনেক আগেই নেওয়া হয়েছে এবার সেটা বাস্তবায়নের প্রক্রিয়া চালু হয়েছে।

কোম্পানির তরফ থেকে ইতিমধ্যেই এর কর্ম প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শীঘ্রই বিএসএনএল (BSNL) সংস্থা দিল্লির কাছাকাছি এলাকায় ১৮৭৬টি ৫জি টাওয়ার বসাতে চলেছে। এর জন্য ইতিমধ্যেই টেন্ডারও ডাকা হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী জানা গেছে সমস্ত দেশের মধ্যে প্রথম দিল্লিতেই প্রথম 5G পরিষেবা চালু করতে চলেছে এই সংস্থা। তারপর ধীরে ধীরে সমগ্র দেশে এই পরিষেবা বিস্তার করা হবে।

আরও পড়ুন: বিনে পয়সায় ২ কাঠা করে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, কারা পাবেন? জানুন বিস্তারিত

ইতিমধ্যেই বি এস এন এল (BSNL)-এর 4G পরিষেবা একাধিক জায়গায় চালু হয়েছে আর এর 5G পরিষেবা দ্রুত আসতে চলেছে। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে মকর সংক্রান্তির সময় এই পরিষেবা চালু করা হবে।

আরও পড়ুন: Job News: ৮১,১০০ টাকা পর্যন্ত বেতনে ITBP-তে চাকরির সুযোগ, কারা কীভাবে আবেদন করবেন? রইলো বিস্তারিত

দেশে 5G পরিষেবা চালু করার লক্ষ্যে এই সংস্থা টাটার সঙ্গে ১৯ হাজার কোটি টাকা দিয়ে চুক্তিবদ্ধ হয়েছে। ভারতের যে স্থানে প্রথম এই পরিষেবা চালু করা হবে সেটি হল দিল্লির চাণক্যপুরি, কনট প্লেস ও মিন্টো রোড এলাকায়।

আরও পড়ুন: Junk Jewellery: মাত্র ৪০ টাকায় পেয়ে যাবেন দারুণ গয়না! কোথায় কীভাবে পাবেন? জানুন বিস্তারিত

একাধিক টেলিকম সংস্থাগুলির রিচার্জের দাম বাড়িয়ে দেওয়ার পর থেকে অনেক গ্রাহক বিএসএনএল সংস্থায় চলে এসেছে আবার অনেকেই বি এস এন এল (BSNL) সংস্থার ভালো পরিষেবার অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন: Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট দিল নবান্ন, কী কী সুবিধা পাবেন?

পরিষেবা ভালো হলেই তারা বিএসএনএল (BSNL)-এ স্যুইচ করবে। আশা করা যায় বিএসএনএল সংস্থা (BSNL) তার পরিষেবা উন্নত করতে পারলে সমগ্র দেশে বিএসএনএল (BSNL) ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাবে।

আরও পড়ুন: Malda Tab Scam: ১০ হাজার টাকা এলো ট্যাব কেনার জন্য, অথচ পড়ুয়াদের অ্যাকাউন্টে ‘০’!

Leave a Comment