Traffic Challan: কী শাস্তি গাড়ির নম্বর প্লেট লুকিয়ে রাখলে? কত হাজার টাকা চালান দিতে হয়?

Traffic Challan: ট্রাফিক আইন বানানোই হয়েছে মানুষের নিরাপত্তার জন্য। প্রতিটি গাড়ির চালককেই সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে এবং পথ নিরাপত্তা বজায় রাখার জন্য এই ট্রাফিক নিয়ম মেনে চলার নিয়ম রয়েছে। তবে অনেক সময়তেই দেখা যায় কিছু কিছু গাড়ির চালক তাদের গাড়ির নম্বর প্লেট লুকিয়ে রেখে দেন। এই কাজটি করলেও ট্রাফিক আইনকে ভঙ্গ করা হয়। গাড়ির নম্বর প্লেট লুকিয়ে রাখার অপরাধে গাড়ির চালককে ট্রাফিক পুলিশ আটক করে কয়েক হাজার টাকা জরিমানা করতে পারেন।

কেরালায় অদ্ভুত ঘটনা

সম্প্রতি কেরালাতে এমন একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। কেরালায় এক ব্যক্তি তার বাইকের নম্বর প্লেট জরিমানা হওয়ার ভয়ে লুকিয়ে রেখেছে। তবে সেই নম্বর প্লেটটি ট্রাফিক পুলিশের কাছে ধরা পড়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটির ভিডিয়ো খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে দুইজন বাইক আরোহী ট্রাফিক পুলিশের সামনে দিয়ে দ্রুত গতিতে বাইক চালিয়ে নিয়ে যাচ্ছে। দুইজন বাইক আরোহীর মাথাতেই হেলমেট ছিল না। সেই সময় চালান কাটার জন্য ট্রাফিক পুলিশ ফোন বার করলে যিনি বাইকের পিছনে বসেছিলেন তিনি এক হাত দিয়ে বাইকের নম্বর প্লেট লুকিয়ে রেখে দেন।

আরও পড়ুন: Royal Enfield Classic 650: শীঘ্রই বাজারে আসছে রয়্যাল এনফিল্ডের এই বাইক! এর দাম, স্পেকস সহ বিস্তারিত জেনে নিন

কিন্তু ট্রাফিক পুলিশটি বুদ্ধি করে তাঁর নিজের ফোনের অত্যাধুনিক ক্যামেরা দিয়ে বাইকটির সামনের দিকের একটি ছবি তুলে নেন। এরপরে সেই ফটোটি তিনি তাঁর সহযোগীদের দেখান। সেই ছবি থেকেই বাইকটি সম্পর্কে তথ্য জানা যায়।

সেই কারণে বাইকের নম্বর প্লেট লুকিয়ে আসলেই কোনো লাভ নেই। বাইকের নম্বর প্লেট লুকিয়ে রাখা আসলে একটি আইন বিরোধী কাজ।

আরও পড়ুন: ২,৫০০ টাকা সস্তায় বিক্রি হচ্ছে ৬০০০mAh ব্যাটারিযুক্ত Vivo 5G ফোন! জানুন এর স্পেসিফিকেশন সহ কোথায় পাবেন

এই কাজের জন্য কত টাকা চালান কাটা হয়

ট্রাফিক আইন অনুযায়ী, নম্বর প্লেট লুকিয়ে রাখলে বা নম্বর প্লেটে কারচুপি করা হলে গাড়িটিকে বাজেয়াপ্ত করা হবে। এছাড়াও ৫ হাজার টাকার জরিমানা করা হবে।

কোনো চালক যদি জরিমানা কাটার ভয়েতে এই কাজটি করে থাকেন তাহলে তাঁর এই কাজটি করা থেকে বিরত থাকাই উচিত। এছাড়া প্রতিটি গাড়ির চালকের সমস্ত ট্রাফিক আইন মেনে চলা উচিত।

আরও পড়ুন: ২,৫০০ টাকা সস্তায় বিক্রি হচ্ছে ৬০০০mAh ব্যাটারিযুক্ত Vivo 5G ফোন! জানুন এর স্পেসিফিকেশন সহ কোথায় পাবেন

মোটরযান আইনের ৩৯/১৯২ বিধি অনুযায়ী, প্রেসার হর্ন বাজালে ১০ হাজার টাকা জরিমানা করা হতে পারে। এছাড়াও সাইলেন্স জোনে হর্ন বাজালে ২ হাজার টাকা জরিমানা করা হতে পারে।

আরও পড়ুন: মাধ্যমিক পাসেই ৫২ হাজারের বেশি শূন্যপদে ভারতীয় রেলে নিয়োগ চলছে, জানুন বিস্তারিত

Leave a Comment