Bike Mileage Boosting: বর্তমান যুগে বাইক বা স্কুটি প্রতিটি পরিবারেই জায়গা করে নিয়েছে। দুই চাকার গাড়ির ব্যবহার দিন দিন ভারতে বেড়েই চলেছে।
কিন্তু শুধুমাত্র বাইক কিনলেই তো চলবে না। বাইকের সঠিকভাবে যত্ন করলেই মাইলেজ বৃদ্ধি পাবে।
বাইক হল মধ্যবিত্ত মানুষদের জন্য সবথেকে বেশি ভরসার জিনিস। কিন্তু এমন অনেক সময় দেখা যায় যে কমে গিয়েছে বাইকের মাইলেজ।
নতুন যখন বাইক কেনা হয়েছিল তখন যেই স্পিডে বাইক ছুটত, সময় যেতে যেতে খানিকটা যেন সেই স্পিড কমে গিয়েছে। এর ফলে পেট্রোলের খরচও বেড়ে যায়।
অনেক কারণেই এই বাইকের মাইলেজ কমতে পারে। কিন্তু বিশেষজ্ঞদের মতামত, কেবলমাত্র বাইকের একটি অংশ বদলে দিলেই বাইকের মাইলেজ আবার বেড়ে যাবে। কিন্তু বাইকের কোনো অংশ বদল করার কথা উঠলেই মধ্যবিত্তদের পকেটে টান পড়ে।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী বাইকের যে অংশটি বদলালে মাইলেজ বাড়বে, তাতে খরচ কিন্তু খুব একটা বেশি হবে না। বাইকের মাইলেজ বৃদ্ধি করার জন্য এয়ার ফিল্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এয়ার ফিল্টার পুরনো বা নোংরা হয়ে গেলে বাইকের মাইলেজ কমে যায়। এর ফলে পেট্রোলের খরচ বেড়ে যায়।
আরও পড়ুন: Bank Jobs: এই ব্যাঙ্কে অনেকগুলি পদে ট্রেনি নিয়োগ চলছে, বাড়ল আবেদনের সময়সীমা, জানুন বিস্তারিত
৩০০০ থেকে ৫০০০ কিমি বাইক চালানোর পরেই পরিবর্তন করা উচিত এয়ার ফিল্টার। এছাড়াও কোনো নোংরা জায়গায় বাইক চালালে প্রচুর ধুলোবালি থাকে, সেক্ষেত্রেও আগে এয়ার ফিল্টার বদলানো উচিত। এই এয়ার ফিল্টার বদল করার জন্য খরচ পড়ে প্রায় ১০০ টাকা। যেটি অনেকটাই কম।
এয়ার ফিল্টার নোংরা থাকলে সেটি ইঞ্জিনে ধুলোবালি প্রবেশ করা আটকায় না। বরং এর ফলে ইঞ্জিনের অংশগুলিতে ঘর্ষণ বাড়ে। এই কারণে এয়ার ফিল্টার বারবার পরিবর্তন করলে ইঞ্জিনের আয়ু বৃদ্ধি পায়।
আরও পড়ুন: Job News: ITBP- তে SI এবং কনস্টেবল পদে চাকরির সুযোগ, কারা কীভাবে আবেদন করবেন? রইলো বিস্তারিত
নতুন এয়ার ফিল্টার ইঞ্জিনে আরও বেশি পরিমাণে তাজা বাতাস সরবরাহ করে থাকে। এছাড়াও এটি ইঞ্জিনের জ্বালানি দক্ষতা উন্নত করে। এর ফলে বাইকের মাইলেজ বৃদ্ধি পায়।