Vivo T3x 5G: ২০২৫ সালের শুরুতেই যদি আপনি নতুন 5G স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করে থাকেন তাহলে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে। আপনার জন্য Vivo T3x 5G ফোনটি একটি ভালো বিকল্প হতে পারে। আপনি Vivo T3x 5G ফোনটি ২৫০০ টাকা ছাড়ে পেয়ে যাবেন। এছাড়াও কোম্পানি Vivo স্মার্টফোনে No Cost EMI এবং এক্সচেঞ্জ অফার (Exchange Offer) দিচ্ছে। Vivo T3x 5G ফোনটি আপনি কত সস্তায় পেতে পারবেন, আসুন সেটি এক নজরে জেনে নেওয়া যাক।
Vivo T3x 5G ফোনটির দাম এবং অফার
ভারতে Vivo T3x 5G ফোনটির তিনটি ভ্যারিয়েন্ট পাওয়া যায়। Vivo T3x 5G ফোনটির তিনটি ভ্যারিয়েন্টের দামই কোম্পানি ১০০০ টাকা কমিয়ে দিয়েছে। এছাড়াও Vivo T3x 5G ফোনটিতে ১৫০০ টাকার ব্যাঙ্ক অফারও দেওয়া হচ্ছে। এর ফলে Vivo T3x 5G ফোনটি মোট ২৫০০ ছাড়ে আপনি পেতে পারবেন।
ফ্লিপকার্ট (Flipkart)-এর অফারে Vivo T3x 5G ফোনটির 4GB RAM+128GB মডেলের দাম রাখা হয়েছে 10,999 টাকা। 6 GB RAM+128 GB মডেলের দাম রাখা হয়েছে 12,499 টাকা। এছাড়াও, 8 GB RAM+128 GB মডেলের দাম রাখা হয়েছে 13,999 টাকা।
আরও পড়ুন: মাধ্যমিক পাসেই ৫২ হাজারের বেশি শূন্যপদে ভারতীয় রেলে নিয়োগ চলছে, জানুন বিস্তারিত
গ্রাহকরা তাদের পুরনো ফোনে এক্সচেঞ্জ অফারও পাবেন। এক্সচেঞ্জ অফারের ক্ষেত্রে আপনি ৯৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, গ্রাহকের পুরনো ফোনের অবস্থা এবং মডেলের উপর এক্সচেঞ্জ বোনাস নির্ভর করবে।
গ্রাহকরা ব্যাঙ্ক অফারে প্রায় সমস্ত ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড পেমেন্টে ছাড় পাবেন।
আরও পড়ুন: Aadhaar Card: আধার কার্ডে যে বিষয়গুলি বিনামূল্যে আপডেট করা যাবে না, ফি কত দিতে হবে
Vivo T3x 5G ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন
প্রসেসর:
Vivo T3x 5G ফোনটি Qualcomm Snapdragon 6 Gen 1 চিপসেট সহ আসে।
ডিসপ্লে:
Vivo T3x 5G ফোনটিতে 6.72-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে রয়েছে। এটির রিফ্রেশ রেট 120 Hz। এটি 2408×1080 পিক্সেল রেজোলিউশনে কাজ করে।
আরও পড়ুন: Honda Car: ১ লাখ টাকারও বেশি ছাড় হোন্ডার এই গাড়িতে! রইলো গাড়ির দাম, ফিচার্স সহ বিস্তারিত
ক্যামেরা:
Vivo T3x 5G ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। যার প্রাইমারি লেন্স 50MP-এর এবং ক্যামেরা 2 MP-এর। এছাড়াও Vivo T3x 5G ফোনটি ভিডিও কলিং এবং সেলফি’র জন্য 8MP সহ আসে।
আরও পড়ুন: মহিলারা মাসে ২১০০ টাকা পাবেন ১০০০ টাকার বদলে! নতুন বছরেই দারুণ খবর দিলেন মুখ্যমন্ত্রী
ব্যাটারি:
Vivo T3x 5G ফোনটিতে 6000 mAh ক্ষমতা সম্পন্ন ব্যাটারি রয়েছে।
আরও পড়ুন: RRB Teacher Job: ৭৫৩টি শূন্যপদে রেলওয়ে শিক্ষক নিয়োগ চলছে, কারা কীভাবে আবেদন করবেন?