UPI Rules 2025: ২০২৪ সাল দেখতে দেখতে শেষ। নতুন বছর শুরু হতে হাতে মাত্র আর দিন কয়েক বাকি। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ক্যালেন্ডারের সাথে সাথে বেশ কিছু নিয়মেরও পরিবর্তন ঘটবে। এর পাশাপাশি ইউপিআই (UPI)-এর মাধ্যমে আর্থিক লেনদেন করার নিয়মের ক্ষেত্রেও বদল ঘটবে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)-এর তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে UPI 123Pay-এর লেনদেনের সীমা পরিবর্তন করা হবে। আরবিআই (RBI) UPI123Pay-এর সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আরবিআই (RBI)-এর সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ইউজাররা UPI 123Pay ব্যবহার করে ৫০০০ টাকার পরিবর্তে ১০,০০০ টাকার লেনদেন করতে পারবেন। এতদিন পর্যন্ত UPI 123Pay ব্যবহার করে ইউজাররা সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত লেনদেন করতে পারতেন। ১ জানুয়ারি, ২০২৫ থেকে UPI 123Pay পরিষেবার নতুন নিয়ম কার্যকর হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, UPI 123Pay-এর মাধ্যমে ইউজাররা ইন্টারনেট ছাড়াই পেমেন্ট করতে পারেন। সেই জন্যই এই রকমের লেনদেন নিয়ন্ত্রণ করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) ভীষণ প্রকার চেষ্টা করছে। তবে এবার থেকে UPI 123Pay-এর নিয়মের ক্ষেত্রেও বদল আনা হল।
আরও পড়ুন: CBI হানা দিতেই ED অফিসারের বাড়িতে উদ্ধার টাকার পাহাড়! পরিমাণ জানলে চমকে যাবেন
UPI 123Pay-এর প্রকারভেদ
UPI 123Pay-এ সর্বোচ্চ ৪টি পেমেন্ট বিকল্প ইউজারদের দেওয়া হয়ে থাকে। এতে IVR নম্বর, মিসড কল, OEM- এম্বেডেড অ্যাপস, শব্দ ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করা হয়।
NPCI-এর মতে, যে সমস্ত ইউজাররা ফিচার ফোন ব্যবহার করেন তারা IVR নম্বরের মাধ্যমে UPI লেনদেন করতে পারেন। এর জন্য প্রথমে ব্যবহারকারীকে IVR নম্বরে (080-45163666, 08045163581, 6366200200) কল করতে হবে। এরপরে ব্যবহারকারীর UPI আইডি যাচাই করাতে হবে। এরপরে ব্যবহারকারীকে কলে দেওয়া নির্দেশ অনুসরণ করে আর্থিক লেনদেন সম্পূর্ণ করতে হবে।
আরও পড়ুন: WBPSC: রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ, কোন কোন বিষয়ে? রইলো বিস্তারিত
ভারতে বর্তমানে প্রায় ৪ কোটিরও বেশি মানুষ ফিচার ফোন ব্যবহার করেন। সেই জন্য ফিচার ফোন ব্যবহারকারীরা আর্থিক লেনদেনের ক্ষেত্রে আগের তুলনায় এখন অনেক বেশি সুবিধা পাবেন।
কবে থেকে UPI 123Pay পরিষেবা শুরু হয়েছিল?
২০২২ সালের মার্চ মাস থেকে UPI 123Pay ফিচার চালু হয়েছিল। ভারতের ছোট-বড়ো বিভিন্ন শহর এবং গ্রামে UPI পেমেন্টের চল দ্রুত ছড়িয়ে পড়ছে। RBI (Reserve Bank of India) এরকম পরিস্থিতিতে UPI পেমেন্টের সীমা দ্বিগুণ করেছে। এছাড়াও UPI পরিষেবা এখন শ্রীলঙ্কার মতো অনেক দেশেই চালু হয়েছে।