Fake Universities 2025: সম্প্রতি ২১টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে University Grants Commission (UGC)। এবার থেকে উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সময় অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের আরও বেশি সতর্ক থাকার নির্দেশ দিল ইউজিসি। UGC (University Grants Commission)-এর তরফ থেকে প্রকাশিত ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকায় যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলির নাম রয়েছে তার মধ্যে বেশ কিছু বিশ্ববিদ্যালয় রীতিমতো দাবি করে যে, সেখানে নির্দিষ্ট বিষয়ে পড়ানো হয় বা ডিগ্রি দেওয়া হয়। কিন্তু এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি University Grants Commission (UGC)-এর অধীনে নিবন্ধিত নয়। আসলে এই ধরনের বিশ্ববিদ্যালয়গুলি বিভিন্ন স্ট্রিমে ডিগ্রি কোর্সে ভর্তি হওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের প্রলোভন দেখায়। কিন্তু আসলে এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি UGC (University Grants Commission)-এর অধীনে নিবন্ধিত নয় (Fake University)। এই জন্য ভবিষ্যতে ছাত্র-ছাত্রীদের চাকরিক্ষেত্রে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। ইউজিসি (UGC)-এর নিয়ম অনুসারে, এই সমস্ত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানগুলিতে অ্যাকাডেমিক ও পরিকাঠামগত মানদণ্ড মানা হয়নি।
এই ভুয়ো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানগুলি কোনো নিয়ন্ত্রণের অধীনে নেই। এই কারণে এই প্রতিষ্ঠানগুলির পিছনে ছাত্র-ছাত্রীদের মূল্যবান সময় এবং কষ্টার্জিত অর্থ উভয়েরই অপব্যয় হয়ে থাকে।
এই জন্য UGC (University Grants Commission) ছাত্র-ছাত্রীদের জানিয়েছে, কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে সেই প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য প্রথমে দেখে নেওয়া উচিত। এরপর সেই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে প্রতিষ্ঠানটি University Grants Commission (UGC)-এর অধীনে নিবন্ধিত কিনা সেটিও যাচাই করে নেওয়া উচিত।
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিয়ে মাসে ৭০০০ টাকা ভাতা প্রত্যেক মহিলাকে দেবে মোদী সরকার, শুরু হলো আবেদন
University Grants Commission (UGC)-এর তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যে সমস্ত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানগুলি ইউজিসি আইন ১৯৫৬-এর অধীনে নিবন্ধিত, শুধুমাত্র সেই সমস্ত প্রতিষ্ঠানগুলিই ভারতে ডিগ্রি দেওয়ার অগ্রাধিকার রাখে।
ইউজিসি (UGC) আগের বছর অর্থাৎ ২০২৪ সালের মে মাসে এরকমই ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকায় এবারে কোনো বদল ঘটেনি। এই তালিকাটি সমাজমাধ্যমে আবার উঠে এসেছে। আসুন দেখে নিন এই তালিকায় কোন কোন প্রতিষ্ঠানের নাম রয়েছে।
আরও পড়ুন: Samsung Galaxy S25 Series ফোনের দাম ফাঁস হয়ে গেলো লঞ্চের আগেই, দাম কত হবে? কী কী ফিচার থাকবে?
(১) ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, দিল্লি
(২) এডিআর সেন্ট্রিক জুরিসডিকাল ইউনিভার্সিটি, দিল্লি
(৩) এআইআইপিএইচএস গভর্নমেন্ট ইউনিভার্সিটি, দিল্লি
(৪) ভোকেশনাল ইউনিভার্সিটি, দিল্লি
(৫) আইআইএসই, দিল্লি
(৬) কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, দিল্লি
(৭) আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়, দিল্লি
(৮) বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট, দিল্লি
(৯) ভারতীয় শিক্ষা পরিষদ, লক্ষ্ণৌ
(১০) বাইবল ওপেন ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া, ভাইজ্যাগ
(১১) গান্ধী হিন্দি বিদ্যাপীঠ, প্রয়াগ, এলাহাবাদ
(১২) ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি, গুন্টুর
(১৩) বড়গণভি সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি, বেলগাঁও
(১৪) আইআইইউপিএম, কোঝিকোড়ে
(১৫) সেন্ট জনস ইউনিভার্সিটি, কেরালা
(১৬) শ্রী বোধি অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন, পণ্ডিচেরি
(১৭) নেতাজি সুভাষ চন্দ্র বসু বিশ্ববিদ্যালয়, আলিগড়
(১৮) মহামায়া টেকনিক্যাল ইউনিভার্সিটি, নয়ডা
(১৯) রাজা আরাবিক ইউনিভার্সিটি, নাগপুর
(২০) ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ, কলকাতা
(২১) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন, কলকাতা