Honda Activa vs TVS Jupiter: টিভিএস জুপিটার নাকি হন্ডা অ্যাক্টিভা, কোন স্কুটারের মাইলেজ বেশি?

Honda Activa vs TVS Jupiter: ভারতীয় বাজারে সবচেয়ে জনপ্রিয় দুটি স্কুটার ব্র্যান্ড হল Honda Activa ও TVS Jupiter। মাইলেজ ও আরামদায়ক যাত্রার জন্য এই দুটি ব্র্যান্ডের স্কুটার এতো জনপ্রিয়। আজকের প্রতিবেদনে এই দুটি ব্র্যান্ডের স্কুটার-এর তুলনামূলক আলোচনা করা হল।

বেশি চাহিদা কেন রয়েছে

বেশীরভাগ ক্রেতা সব সময় মাইলেজ বেশি দেবে এবং দামেও কম হবে এমন দু-চাকার গাড়ি কিনতেই পছন্দ করেন। সেই অনুযায়ী Honda Activa এবং TVS Jupiter স্কুটার দুটি মাইলেজ ও দামের দিক থেকে একদম মনের মতো হয়েছে ক্রেতাদের। ভারতীয় বাজারে সর্বাধিক বিক্রি হওয়া স্কুটার হল এই দুটি মডেল।

হন্ডা অ্যাক্টিভা (Honda Activa) সম্পর্কে সাধারণ কিছু তথ্য

Honda Activa

Honda Activa স্কুটারটিতে রয়েছে একটি 4 স্ট্রোক SI। এছাড়া এই স্কুটারটিতে ইঞ্জিনের সাথে দেওয়া আছে অটোমেটিক (ভি-ম্যাটিক) ট্রান্সমিশন। Activa-তে ৫.৭৭ কিলোওয়াট শক্তি সম্পন্ন ইঞ্জিন আছে, যা ৮.৯০ নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে। Honda Activa স্কুটারের হুইলবেসটি হল ১২৬০ এমএম ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স হল ১৬২ এমএম।

আরও পড়ুন: মাত্র ৯১ টাকায় ৯০ দিন! Jio-কে টেক্কা দিতে ধামাকাদার প্ল্যান আনল BSNL

অ্যাক্টিভা (Honda Activa) কত মাইলেজ দেয় এবং এর দাম কত?

Honda Activa স্কুটারটি 51.23 kmpl মাইলেজ-এর কথা বলে। স্কুটারটির জ্বালানী ট্যাঙ্কের ধারন ক্ষমতা 5.3 লিটার, অর্থাৎ একবার জ্বালানী ট্যাঙ্ক পূর্ণ হয়ে গেলে, স্কুটারটি নিয়ে 270 কিলোমিটার পথ অতিক্রম করা যাবে।

দিল্লিতে এই Honda Activa স্কুটারটির এক্স-শোরুম মূল্য হল 76,684 টাকা থেকে 82,684 টাকা পর্যন্ত। দেশের অন্যান্য শহরে এই দামের তারতম্য হতে পারে।

আরও পড়ুন: Samsung S25 লঞ্চের আগে হুড়মুড়িয়ে পড়ল Samsung S23 Ultra এর দাম! হাফ দামে বিক্রি হচ্ছে Amazon-এ

টিভিএস জুপিটার (TVS Jupiter) সম্পর্কে সাধারণ কিছু তথ্য

TVS Jupiter

টিভিএস জুপিটার (TVS Jupiter) স্কুটারটিতে একটি সিঙ্গল-সিলিন্ডার ও ফোর স্ট্রোক ইঞ্জিন আছে। ইঞ্জিনটি ৬৫০০ rpm-এ ৫.৯ কিলোওয়াট শক্তি উৎপন্ন করে। স্কুটারটি ৫ হাজার rpm-এ ৯.৮ নিউটন মিটার টর্ক জেনারেট করে থাকে। এই স্কুটারটিতে একটি CVT অটোমেটিক ট্রান্সমিশন আছে। এই টিভিএস জুপিটার (TVS Jupiter) স্কুটারটিতে সামনের চাকায় ২২০ এমএম ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় একটি ১৩০ এমএম ড্রাম ব্রেক থাকে।

আরও পড়ুন: Teacher Recruitment: এয়ার ফোর্স স্কুল ব্যারাকপুরে শিক্ষক নিয়োগ চলছে, জানুন আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

টিভিএস জুপিটার (TVS Jupiter) কত মাইলেজ দেয় এবং এর দাম কত?

টিভিএস জুপিটার (TVS Jupiter) স্কুটারটি 53 kmpl মাইলেজ-এর কথা বলে। স্কুটারটির জ্বালানী ট্যাঙ্কের ধারন ক্ষমতা 5.1লিটার, অর্থাৎ একবার জ্বালানী ট্যাঙ্ক পূর্ণ হয়ে গেলে, স্কুটারটি নিয়ে 270 কিলোমিটার পথ অতিক্রম করা যাবে।

আরও পড়ুন: সরাসরি বর্ধমান মেডিকেল কলেজে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

TVS Jupiter-এর এক্স-শোরুম মূল্য ৭৪,৬৯১ টাকা থেকে শুরু হয়েছে। দেশের বিভিন্ন শহরে এর দামের তারতম্য হতে পারে।

এই দুই মডেলের মধ্যে কোনটি সবথেকে ভালো হবে?

Honda Activa ও TVS Jupiter-এর মাইলেজের তুলনামূলক আলোচনা দেখলে বোঝাই যাচ্ছে দুটি স্কুটারই 50 kmpl-এর বেশি মাইলেজ দেওয়ার দাবী করছে। এই দুটি স্কুটারের দামের পার্থক্য খুব বেশি নয়। এছাড়া ডিজাইন ও অন্যান্য কিছুর মধ্যে উভয়ের খুব বেশি তারতম্য নেই তাই এই দুটি মডেলের মধ্যে যেকোনো একটি ক্রেতা কিনতেই পারেন।

আরও পড়ুন: বিরাট সতর্কতা PhonePe এবং Google Pay ইউজারদের জন্য, আপনার যা জানা জরুরী

Leave a Comment