Aadhaar Card: আধার কার্ডে যে বিষয়গুলি বিনামূল্যে আপডেট করা যাবে না, ফি কত দিতে হবে

Aadhaar Card: যারা বিগত ১০ বছর ধরে আধার কার্ড আপডেট করেননি, তাদের জন্য সরকার এতদিন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সুবিধা দিচ্ছিল। এই সুবিধা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই পাওয়া যাচ্ছিল। তবে আধার কার্ডের একেকটি তথ্য আপডেট করার জন্য পরিষেবা মূল্য লাগে। আসুন জেনে নেওয়া যাক আধার কার্ডের কোন কোন তথ্য আপডেট করতে কত পরিষেবা মূল্য দিতে হয়?

কেন আধার কার্ডের প্রয়োজন

বর্তমানে ভারতে আধার কার্ড (Aadhaar Card) বাধ্যতামূলক। সরকারি বিভিন্ন সুবিধা থেকে শুরু করে স্কুলে ভর্তি হওয়া, ব্যাঙ্কের বিভিন্ন কাজ ইত্যাদি যাবতীয় কাজের জন্যই আধার কার্ড প্রয়োজন।

এই কারণে বর্তমানে আধার কার্ড শুধুমাত্র আপনার পরিচয়পত্র হিসেবেই কাজ করে না। আধার কার্ড এখন গুরুত্বপূর্ণ নথি হিসেবে কাজে লাগে।

আরও পড়ুন: Honda Car: ১ লাখ টাকারও বেশি ছাড় হোন্ডার এই গাড়িতে! রইলো গাড়ির দাম, ফিচার্স সহ বিস্তারিত

বর্তমানে আধার কার্ডের মতোই ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি নথিগুলিও খুবই গুরুত্বপূর্ণ। তবে ভারতে এই সমস্ত নথিগুলির মধ্যে আধার কার্ড সবথেকে বেশি ব্যবহৃত হয়। আমাদের দেশের মোট জনসংখ্যার মধ্যে প্রায় ৯০ শতাংশ মানুষের কাছেই আধার কার্ড আছে।

আধার কার্ড তৈরির সময় ভুল

অনেক মানুষই আধার কার্ড (Aadhaar Card) তৈরি করার সময় বেশ কিছু ভুল করে থাকেন। এই ভুলের জন্য তারা আধার কার্ড ব্যবহার করতে পারেন না। UIDAI (Unique Identification Authority of India) আধার কার্ডের তথ্য আপডেট করার সুযোগ দিয়ে থাকে। তবে আধার কার্ড হোল্ডারদের কিছু কিছু তথ্য আপডেট করার জন্য আধার কেন্দ্রের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আধার কার্ডের তথ্য আপডেট করার জন্য আধার কার্ড হোল্ডারদের একটি ফি দিতে হবে। আসুন জেনে নেওয়া যাক এক্ষেত্রে আধার কার্ড হোল্ডারদের কী করতে হবে।

আরও পড়ুন: মহিলারা মাসে ২১০০ টাকা পাবেন ১০০০ টাকার বদলে! নতুন বছরেই দারুণ খবর দিলেন মুখ্যমন্ত্রী

আপনাকে এই তথ্য আপডেট করার জন্য আধার কেন্দ্রেই যেতে হবে

বিশেষত দুই ধরনের তথ্য আধার কার্ডে থাকে। একটি হল জনসংখ্যা সংক্রান্ত তথ্য। অপরটি হল বায়োমেট্রিক তথ্য। অনলাইনের মাধ্যমে জনসংখ্যা সংক্রান্ত তথ্য আপডেট করা যায়। তবে বায়োমেট্রিক তথ্য আপডেট করতে গেলে আধার কেন্দ্রে গিয়েই সেটি আপডেট করতে হবে।

আরও পড়ুন: RRB Teacher Job: ৭৫৩টি শূন্যপদে রেলওয়ে শিক্ষক নিয়োগ চলছে, কারা কীভাবে আবেদন করবেন?

বায়োমেট্রিক তথ্য বলতে আধার কার্ড (Aadhaar Card) হোল্ডারের হাতের ১০টি আঙুলের ছাপ, মুখের ছবি, চোখের আইরিস স্ক্যান ইত্যাদিকে বোঝায়। বায়োমেট্রিক তথ্যের আওতায় এই সমস্ত জিনিস পড়ে।

বায়োমেট্রিক তথ্য আপডেট করতে গেলে আধার কার্ড হোল্ডারদের প্রথমে অনলাইনে আধার কেন্দ্রের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তারপরেই আধার কার্ড হোল্ডাররা আধার কেন্দ্রে গিয়ে তাদের আপডেট পেতে পারবেন।

আরও পড়ুন: Honda Activa vs TVS Jupiter: টিভিএস জুপিটার নাকি হন্ডা অ্যাক্টিভা, কোন স্কুটারের মাইলেজ বেশি?

ফি কত দিতে হবে

জনসংখ্যা সংক্রান্ত তথ্য এবং বায়োমেট্রিক সংক্রান্ত তথ্য আপডেট করার জন্য Unique Identification Authority of India (UIDAI)-এর তরফ থেকে পৃথক ফি রাখা হয়েছে।

জনসংখ্যা সংক্রান্ত তথ্য বা জাতি, লিঙ্গ, বয়স ইত্যাদি তথ্য আপডেট করার জন্য পৃথক ফি রাখা হয়েছে। জনসংখ্যা সংক্রান্ত তথ্যের পরিবর্তন করার জন্য আধার কার্ড হোল্ডারদের ফি বাবদ ৫০ টাকা দিতে হবে।

আরও পড়ুন: মাত্র ৯১ টাকায় ৯০ দিন! Jio-কে টেক্কা দিতে ধামাকাদার প্ল্যান আনল BSNL

তবে আধার কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক তথ্যের পরিবর্তন করতে গেলে আধার কার্ড হোল্ডারদের ফি বাবদ ১০০ টাকা দিতে হবে।

আরও পড়ুন: Samsung S25 লঞ্চের আগে হুড়মুড়িয়ে পড়ল Samsung S23 Ultra এর দাম! হাফ দামে বিক্রি হচ্ছে Amazon-এ

Leave a Comment