নিয়োগ দুর্নীতির অভিযোগে আবারও আদালতের দোরগোড়ায় কলেজ সার্ভিস কমিশন (West Bengal College Service Commission)। চাকরিপ্রার্থীরা এই নিয়োগ দুর্নীতির অভিযোগ জানিয়ে আদালতে দারস্ত হয়েছে। এর আগেও কমিশনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ জানানো হয়েছে আদালতে।
নিয়োগ সম্পর্কিত বিষয়ে কমিশন (WBCSC) একাধিকবার আদালতের প্রশ্নের সম্মুখে পড়েছে। এবারও তেমনি এক দুর্নীতির অভিযোগে একজন বঞ্চিত চাকরি প্রার্থী আদালতের দ্বারস্থ হয়।
চাকরিপ্রার্থীরা কলেজ সার্ভিস কমিশনের (West Bengal College Service Commission) বিরুদ্ধে এই মর্মে আদালতে অভিযোগ দায়ের করে যে কমিশন সংরক্ষিত তালিকায় গরমিল করে একজনকে বঞ্চিত করে অন্যদের চাকরি দিয়েছে।
যাকে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে তার নাম হলো জয়কৃষ্ণ গড়াই। অভিযোগ উঠেছে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে। বঞ্চিত ওই চাকরিপ্রার্থী আদালতে এই মর্মে অভিযোগ জানায় যে তাকে বঞ্চিত করে অন্য একজনকে সহকারী অধ্যাপক পদে চাকরি দেওয়া হয়েছে।
কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতির জয় সেনগুপ্ত কলেজ সার্ভিস কমিশনকে (West Bengal College Service Commission) এই বিষয়ে হলফনামা দিতে বলেছেন। এর আগেও একাধিকবার কলেজ সার্ভিস কমিশনের বিষয়ে আদালতে অভিযোগ জানানো হয়।
নিয়োগ সম্পর্কিত দুর্নীতির বিষয়টি সামনে রেখে কমিশনের বিরুদ্ধে আদালতে অভিযোগ জানানো হয়েছিল। এবারও একই রকম বিষয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) অভিযোগ জমা হয়েছে।