লঞ্চের আগেই প্রকাশ হলো OnePlus 13 ফোনের RAM, স্টোরেজ এবং দাম, কত হবে এর দাম? জানুন বিস্তারিত

নতুন বছরের শুরুতেই বিশ্ব বাজারে আসতে চলেছে OnePlus 13 ফোনটি। আশা করা যাচ্ছে ২০২৫ সালের ৭ জানুয়ারি OnePlus 13 ভারতের বাজারে আসবে। তবে লঞ্চ করার আগেই OnePlus 13 ফোনের ফিচার ও ভারতীয় বাজারে এই ফোনটির মূল্য কত থাকবে সেগুলি ফাঁস হয়ে গিয়েছে। আজকের প্রতিবেদনে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা রইল।

OnePlus 13 ফোনটির স্টোরেজ ও ভারতীয় বাজার মূল্য কত হবে?

জানা গিয়েছে OnePlus 13 ফোনটির দাম ভারতের বাজারে 67,000 টাকা এবং 70,000 টাকা থেকে শুরু হবে। ভারতে OnePlus 13 ফোনের দুটি ভ্যারিয়্যান্ট আনা হবে। ভারতে এই ফোনটি 12GB+256GB এবং 16GB+512GB স্টোরেজ সহ উপলব্ধ থাকবে। তবে বিশ্ব বাজারে আরও কিছু ভেরিয়্যান্ট আসতে পারে।

প্রসঙ্গত এর আগে OnePlus 12 ফোনটির ভারতীয় বাজার মূল্য ছিল 64,999 টাকা। এই ফোনটিও ভারতীয় বাজারে একই ভ্যারিয়‍্যান্টে এসেছিল।

আরও পড়ুন: Smartphone: ৭,০০০ টাকার কমেই কিনতে পারবেন এই নতুন স্মার্টফোন, জেনে নিন এর ফিচার সহ বিস্তারিত

এছাড়া OnePlus 13R ফোনটির বাজার মূল্য ও ফিচার সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। তবে সূত্র মারফত যেটুকু জানা গিয়েছে তা হল এই ফোনটি একটি ভ্যারিয়‍্যান্টে অর্থাৎ 12GB+256GB স্টোরেজ সহকারে ভারতের বাজারে আসবে। প্রসঙ্গত এর আগে OnePlus 12R ফোনটির কিন্তু একাধিক ভ্যারিয়‍্যান্ট ভারতের বাজারে এসেছিল।

শোনা যাচ্ছে OnePlus Ace5 ফোনটির রিব্র্যান্ড হিসেবে আসতে চলেছে OnePlus 13R ফোনটি। এই ফোনটির 12GB+256GB মডেলের বাজার মূল্য চীনে 2299 ইউয়ান, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় 26,900 টাকা।

আরও পড়ুন: Rail Ticket Booking: দালালরা নিমেষের মধ্যে ট্রেনের কনফার্মড টিকিট কীভাবে বুক করে জানেন?

OnePlus 13 ফোনটি ব্ল্যাক ইক্লিপস, মিডনাইট ওশান, ও আর্কটিক ডনের মতো তিনটি কালারে পাওয়া যাবে। অপরদিকে, OnePlus 13R ফোনটি অ্যাস্ট্রাল ট্রেইল এবং নেবুলা নোয়ার এই দুটি কালারে পাওয়া যাবে।

ওয়ানপ্লাস 13 সিরিজের ফোনগুলির আকর্ষণীয় বৈশিষ্ট্য

(1) ওয়ানপ্লাস 13 সিরিজের ফোনগুলিতে থাকবে বর্তমান সময়ের সবচেয়ে দ্রুতগামী Snapdragon 8 Elite প্রসেসর।

(2) ওয়ানপ্লাস 13 ফোনে দেওয়া হবে দুর্দান্ত IP69 ইনগ্রেস রেটিং।

আরও পড়ুন: ২০২৩ সালের TET-এর রেজাল্ট নিয়ে বিরাট ঘোষণা করলেন পর্ষদ সভাপতি

(3) ওয়ানপ্লাস 13 সিরিজের ফোনগুলিতে থাকবে 6000mAh এর বিরাট ব্যাটারি ব্যাকআপ।

(4) অন্যদিকে, OnePlus 13R ফোনে থাকবে Snapdragon 8 Gen 3 প্রসেসর, OxygenOS 15 ও 6000mAh এর বিরাট ব্যাটারি ব্যাকআপ।

আরও পড়ুন: RBI-এর নির্দেশে বন্ধ যে ৩ ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনারটাও কী আছে?

Leave a Comment