ভারতের সর্ববৃহৎ পাবলিক সেক্টর ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) তাদের গ্রাহকদের জন্য দুটি আর্কষনীয় নতুন স্কিম চালু করেছে। যেখান থেকে গ্রাহকরা বিশেষ ভাবে লাভবান হবেন। State Bank of India (SBI)-এর চালু করা এই দুটি স্কিম থেকেই গ্রাহকরা বেশ ভালো মানের সুদ পেতে পারবেন। SBI-এর এই দুটি স্কিমের নাম হল- ‘হর ঘর লাখপতি আরডি স্কিম’ ও ‘এসবিআই প্যাট্রনস এফডি স্কিম’।
‘হর ঘর লাখপতি’ (Har Ghar Lakhpati New Variant of Recurring Deposit Scheme) স্কিমটি হল একটি রেকারিং ডিপোজিট ভিত্তিক স্কিম। যেখানে যেকোনো বয়সী গ্রাহকরা ১ লক্ষ টাকা কিংবা তার বেশি টাকা সঞ্চয় করতে পারবেন। অপরদিকে ‘এসবিআই প্যাট্রনস’ (SBI Patrons) হল একটি ফিক্সড ডিপোজিট ভিত্তিক স্কিম, যা শুধুমাত্র প্রবীণ নাগরিক অর্থাৎ ৮০ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য চালু করা হয়েছে।
হর ঘর লাখপতি স্কিম (Har Ghar Lakhpati New Variant of Recurring Deposit Scheme)
State Bank of India (SBI)-এর জারি করা বিবৃতি থেকে জানা গিয়েছে যে ‘হর ঘর লাখপতি’ স্কিমটি গ্রাহকদের নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় অর্থ উপার্জনকে নিশ্চিত করে। এই স্কিমের মাধ্যমে গ্রাহক বিপুল পরিমাণ টাকা উপার্জন করতে পারেন। এই স্কিমে আবেদনের জন্য বয়সের তেমন বাধানিষেধ নেই, তবে নূন্যতম বয়সসীমা ৮ বছর রাখা হয়েছে। মূলত ভবিষ্যতে স্থায়ী সঞ্চয় নিশ্চিত করতে ও গ্রাহকদের সঞ্চয়ের প্রক্রিয়াকে সহজ করে, গ্রাহকদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে এই স্কিম বিশেষভাবে কার্যকরী।
আরও পড়ুন: সরাসরি বর্ধমান মেডিকেল কলেজে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত
এসবিআই প্যাট্রন স্কিম (SBI Patrons)
এসবিআই প্যাট্রন হল এমন একটি স্কিম যেটি শুধুমাত্র প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে করা হয়েছে। এই স্কিমে ৮০ বছর বা তার বেশি বয়সী নাগরিকরা আবেদন করতে পারবেন। এটি একটি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম। এই স্কিমটিতে উচ্চ হারে সুদ পাওয়া যাবে। SBI (State Bank of India)-এর জারি করা বিবৃতিতে জানা গিয়েছে যে এটি নতুন এবং পুরোনো দুই ধরনের FD বিনিয়োগকারীদের জন্য উপলব্ধ হবে।
প্রবীণ নাগরিকদের জন্য FD-এর সময়কাল ও সুদের হার
সময়কাল ৭ দিন থেকে ৪৫ দিন এবং সুদের হার ৪.০০%।
সময়কাল ৪৬ দিন থেকে ১৭৯ দিন এবং সুদের হার ৬.০০%।
সময়কাল ১৮০ দিন থেকে ২১০ দিন এবং সুদের হার ৬.৭৫%।
সময়কাল ২১১ দিন থেকে ১ বছরের কম এবং সুদের হার ৭.০০%।
সময়কাল ১ বছর থেকে ২ বছরের কম এবং সুদের হার ৭.৩০%।
সময়কাল ২ বছর থেকে ৩ বছরের কম এবং সুদের হার ৭.৫০%।
সময়কাল ৩ বছর থেকে ৫ বছরের কম এবং সুদের হার ৭.২৫%।
সময়কাল ৫ বছর এবং ১০ বছরের জন্য এবং সুদের হার ৭.৫০%।
আরও পড়ুন: বিরাট সতর্কতা PhonePe এবং Google Pay ইউজারদের জন্য, আপনার যা জানা জরুরী
সাধারণ ও প্রবীণ নাগরিকদের RD-এর সময়কাল ও সুদের হার
সময়কাল ১ বছর এবং সুদের হার ৬.৮০% থেকে ৭.৩০%।
সময়কাল ২ বছর এবং সুদের হার ৭.০০% থেকে ৭.৫০%।
সময়কাল ৩ বছর – ৪ বছর এবং সুদের হার ৬.৫০% থেকে ৭.০০%।
সময়কাল ৫ বছর – ১০ বছর এবং সুদের হার ৬.৫০% থেকে ৭.০০%।
আরও পড়ুন: বিরাট সতর্কতা PhonePe এবং Google Pay ইউজারদের জন্য, আপনার যা জানা জরুরী
SBI-এর অন্যান্য আকর্ষণীয় স্কিমসমূহ
SBI তার গ্রাহকদের জন্য নতুন কিছু স্কিম চালু করেছে যেগুলি গ্রাহকদের জন্য যথেষ্ঠ লাভজনক।
(1) প্রবীণ নাগরিকদের জন্য SBI-এর আরও একটি স্কিম হল SBI V-Care ডিপোজিট স্কিম। এই স্কিমটিতে ৫ বছর থেকে ১০ বছরের কম সময়সীমার জন্য বিনিয়োগ করা যাবে। এই স্কিমটিতে সুদের হার ৭.৫০%।
আরও পড়ুন: ২৫,০০০ টাকা পাবেন ফ্রী-তে HPCL-এ চাকরির ট্রেনিং করে, জানুন বিস্তারিত
(2) এই স্কিমগুলি ছাড়াও SBI ৪৪৪ দিনের জন্য একটি FD স্কিম এনেছে যে স্কিমটিতে সুদের হার ৭.৭৫%। এই স্কিমটিতে আবেদন করতে হলে ৩১ মার্চ, ২০২৫ তারিখের মধ্যে করতে হবে।
আরও পড়ুন: Canara Bank Recruitment 2025
(3) SBI অমৃত কলস হল প্রবীণ নাগরিকদের উপযোগী আরও একটি FD স্কিম যেখানে সুদের হার ৭.৬০%। এই স্কিমটিতে ৪০০ দিনের জন্য বিনিয়োগ করতে হবে। এই স্কিমটিতে আবেদন করতে হলে ৩১ মার্চ, ২০২৫ তারিখের মধ্যে করতে হবে।
আরও পড়ুন: আপনার কাছে পুরনো ২ টাকার নোট আছে? তাহলে ২০ লক্ষ টাকা ঢুকতে পারে আপনার অ্যাকাউন্টে!