Samsung S25 লঞ্চের আগে হুড়মুড়িয়ে পড়ল Samsung S23 Ultra এর দাম! হাফ দামে বিক্রি হচ্ছে Amazon-এ

আপনি কি স্যামসাং (Samsung) স্মার্টফোন পছন্দ করেন? কিংবা স্যামসাং স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন? আজকের প্রতিবেদনে একটি নতুন স্যামসাং স্মার্টফোন-এর খবর রইল। সূত্রের খবর স্যামসাং খুব তাড়াতাড়ি Galaxy S25 সিরিজ লঞ্চ করবে। তার আগেই Samsung S23 Ultra মডেলটি বিপুল ছাড় সহ বিক্রি হচ্ছে Amazon-এ। সীমিত সময়ের অফারে এই বিপুল ছাড়ে ফোনটি কিনতে চাইলে আজই অর্ডার করে দিন ফোনটি।

স্যামসাং (Samsung)-এর S23 Ultra মডেলটি আকর্ষণীয় ডিজাইন ও দারুণ পারফরম্যান্সের জন্য বিখ্যাত। এই ফোনটিতে আছে 6.8 ইঞ্চির AMOLED ডিসপ্লে যেটি 120 Hz সাপোর্টেড। এই ফোনটিতে আছে 200MP রেয়ার ক্যামেরা, 10MP-এর টেলিফোটো লেন্স, 10MP-এর পরিস্কোপ লেন্স, এছাড়া 12MP-এর আল্ট্রা ওয়াইড লেন্স। এ থেকেই বোঝা যায় অত্যন্ত ভালো মানের ছবি তোলা যাবে এই ক্যামেরার মাধ্যমে।

আরও পড়ুন: ভারতে লঞ্চ হয়েছে OPPO Reno 13 Pro 5G, 50MP সেলফি ক্যামেরা এতে আর কী কী আছে?

এই ফোনটিতে 12 GB Ram আছে এবং দুটি ভ্যারিয়েন্ট স্টোরেজ ক্যাপাসিটি, 256GB ও 512GB আপনি পেয়ে যাবেন। ফোনটিতে Snapdragon 8 Gen 2 প্রসেসর থাকছে। এছাড়া রয়েছে 5000 mAh-এর বড় ব্যাটারি ব্যাকআপ। যেটি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে থাকে। এর ফলে ফোনটি মাত্র ৩০ মিনিট চার্জ দিলেই ৬৫% চার্জ হয়ে যায়।

আরও পড়ুন: Samsung Galaxy S25 Series ফোনের দাম ফাঁস হয়ে গেলো লঞ্চের আগেই, দাম কত হবে? কী কী ফিচার থাকবে?

স্যামসাং S23 Ultra-এর উপর Amazon ৪৭% ছাড় দিচ্ছে

Samsung S23 Ultra ফোনের 12GB Ram ও 256GB স্টোরেজ বিশিষ্ট মডেলটির দাম হল ১ লক্ষ ৪৯ হাজার টাকা। Amazon-এ বর্তমানে এই ফোনটির উপর ৪৭% সেল দেওয়া হয়েছে। অর্থাৎ প্রায় অর্ধেক দাম কমে গিয়েছে ফোনটির। ছাড় দিয়ে বর্তমানে ফোনটির দাম হয়েছে ৭৯,৯৯৯ টাকা। এছাড়া নির্দিষ্ট কিছু কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে অতিরিক্ত ছাড় পাওয়া যেতে পারে। এছাড়াও আপনি ইএমআই (EMI)-এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন।

আরও পড়ুন: Teacher Recruitment: প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিং সংক্রান্ত পর্ষদের গুরুত্বপুর্ন নোটিশ, জানুন বিস্তারিত

Leave a Comment