Samsung Galaxy S25 Series ফোনের দাম ফাঁস হয়ে গেলো লঞ্চের আগেই, দাম কত হবে? কী কী ফিচার থাকবে?

স্যামসাং (Samsung) কোম্পানিটি আগামী 22 জানুয়ারি‌ তার আপকামিং Galaxy Unpacked 2025 ইভেন্টে Samsung Galaxy S25 Series লঞ্চ করতে চলেছে। তবে লঞ্চের আগেই Samsung‌ Galaxy S25 Series-এর ফোনগুলির ফিচার এবং মূল্য কত হবে, এই সমস্ত তথ্যগুলি ফাঁস হয়ে গিয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, Samsung Galaxy S24 সিরিজের তুলনায় Samsung Galaxy S25 সিরিজের দাম একটু বেশিই হবে। Samsung Galaxy S25 Series-এর দাম কত হবে সেটি আজকের প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy S25 Series-এর দাম লিক

Zanetti নামক একটি ইউরোপিয়ান অনলাইন শপিং সাইটে Samsung Galaxy S25, Samsung Galaxy S25+, Samsung Galaxy S25 Ultra ফোনগুলির দাম লিস্ট আকারে প্রকাশ করা হয়েছে।

Samsung Galaxy S25 ফোনের দাম

  • Samsung Galaxy S25 ফোনটির 128GB স্টোরেজ বিশিষ্ট মডেলটির দাম 973 ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় 86,000 টাকা) হবে।
  • Samsung Galaxy S25 ফোনটির 256GB স্টোরেজ বিশিষ্ট মডেলটির দাম 1,036 ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় 91,611 টাকা) হবে।
  • Samsung Galaxy S25 ফোনটির 512GB স্টোরেজ বিশিষ্ট মডেলটির দাম 1,162 ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় 1,02,753 টাকা) হবে।

আরও পড়ুন: Teacher Recruitment: প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিং সংক্রান্ত পর্ষদের গুরুত্বপুর্ন নোটিশ, জানুন বিস্তারিত

Samsung Galaxy S25+ ফোনের দাম

  • Samsung Galaxy S25+ ফোনটির 256GB স্টোরেজ বিশিষ্ট মডেলটির দাম 1,246 ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় 1,10,181 টাকা) হবে।
  • Samsung Galaxy S25+ ফোনটির 512GB স্টোরেজ বিশিষ্ট মডেলটির দাম 1,371 ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় 1,21,234 টাকা) হবে।

আরও পড়ুন: ভারতে লঞ্চ হয়েছে OPPO Reno 13 Pro 5G, 50MP সেলফি ক্যামেরা এতে আর কী কী আছে?

Samsung Galaxy S25 Ultra ফোনের দাম

  • Samsung Galaxy S25 Ultra ফোনটির 256GB স্টোরেজ বিশিষ্ট মডেলটির দাম 1,571 ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় 1,38,920 টাকা) হবে।
  • Samsung Galaxy S25 Ultra ফোনটির 512GB স্টোরেজ বিশিষ্ট মডেলটির দাম 1,696 ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় 1,49,973 টাকা) হবে।
  • Samsung Galaxy S25 Ultra ফোনটির 1TB স্টোরেজ বিশিষ্ট মডেলটির দাম 1,948 ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় 1,72,257 টাকা) হবে।

আরও পড়ুন: ৬,০০০ টাকা পর্যন্ত সস্তা হল এই দুটি Samsung Galaxy 5G ফোন! জানুন দাম সহ বিস্তারিত

আপকামিং Samsung Galaxy S25 Series এর স্মার্টফোনগুলির বিশেষত্ব হল Samsung Galaxy S25 Series-এর তিনটি মডেলেই Qualcomm Snapdragon 8 Elite চিপসেট দেওয়া হবে।

Leave a Comment