RRB Teacher Job: ৭৫৩টি শূন্যপদে রেলওয়ে শিক্ষক নিয়োগ চলছে, কারা কীভাবে আবেদন করবেন?

RRB Teacher Recruitment 2025: নতুন বছরে চাকরী প্রার্থীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে শিক্ষকতার জন্য সুযোগ খুঁজছেন তাদের জন্য সুখবর নিয়ে এল ভারতীয় রেল। সম্প্রতি রেলওয়ে নিয়োগ বোর্ড (Railway Recruitment Board) রেলওয়ের বিভিন্ন শিক্ষক পদে নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। শীঘ্রই শুরু হবে আবেদন গ্রহণের কাজ।

Railway Recruitment Board (RRB) শিক্ষক নিয়োগ সহ আরও কয়েকটি পদে নিয়োগের যে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি জারি করেছে সেখানে মোট শূন্যপদের সংখ্যা ৭৫৩টি।

নিয়োগ করা হবে পিজিটি (স্নাতকোত্তর শিক্ষক), টিজিটি (স্নাতক শিক্ষক), পিআরটি (প্রাথমিক শিক্ষক), সঙ্গীত শিক্ষক, মহিলা জুনিয়র স্কুল শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের মহিলা সহকারী শিক্ষক, ল্যাব সহকারী গ্রন্থাগারিক সহ বেশ কয়েকটি পদে।

আরও পড়ুন: Honda Activa vs TVS Jupiter: টিভিএস জুপিটার নাকি হন্ডা অ্যাক্টিভা, কোন স্কুটারের মাইলেজ বেশি?

শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন প্রশিক্ষিত ( বি.এড or ডি.এড or ডি.এল.এড) চাকরী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে পুরো বিজ্ঞপ্তিটি জারি হলে যোগ্যতামান ও আবেদন ফি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন: মাত্র ৯১ টাকায় ৯০ দিন! Jio-কে টেক্কা দিতে ধামাকাদার প্ল্যান আনল BSNL

এই নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 7 জানুয়ারী, 2025 থেকে এবং আবেদন চলবে 6 ফেব্রুয়ারী, 2025 পর্যন্ত।

আরও পড়ুন: Samsung S25 লঞ্চের আগে হুড়মুড়িয়ে পড়ল Samsung S23 Ultra এর দাম! হাফ দামে বিক্রি হচ্ছে Amazon-এ

Leave a Comment