Royal Enfield Classic 650: রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর এই বাইকটি নিয়ে প্রায় অনেকদিন ধরেই জল্পনা চলছে। তবে এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে Royal Enfield Classic 650 বাইকটি ভারতের বাজারে আসতে চলেছে।
রাজার বাইক
সারা বিশ্বজুড়ে রয়্যাল এনফিল্ডের বাইক নিয়ে সবাই রীতিমতো পাগলামো করে। তরুণ প্রজন্মের কাছে রয়্যাল এনফিল্ডের বাইকগুলি প্রাইড রাইড হিসেবেই খ্যাত। বর্তমানে রয়্যাল এনফিল্ড কোম্পানিটি একের পর এক নতুন বাইক লঞ্চ করছে।
এর আগেও রয়্যাল এনফিল্ড বিভিন্ন বাইক বাজারে আনলেও রয়্যাল এনফিল্ড ক্লাসিক (Royal Enfield Classic) হল রয়্যাল এনফিল্ডের সবথেকে জনপ্রিয় বাইক। এবার কোম্পানি ৩৫০ সিসির বাইকের আপগ্রেড সংস্করণ আনতে চলেছে। কোম্পানি এখন রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০ (Royal Enfield Classic 650) বাইকটি আনতে চলেছে। এই বাইকের দাম সম্বন্ধে শীঘ্রই ঘোষণা করা হতে পারে।

রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০ (Royal Enfield Classic 650) বাইকটির দাম কত হতে পারে?
কয়েক সপ্তাহ আগে Motoverse Event 2024-এ প্রথম Royal Enfield Classic 650 বাইকটি সামনে আনা হয়েছিল। এই বাইকটিকে এক ঝলক দেখেই বাইকাররা খুবই পছন্দ করেছে। Royal Enfield Classic 650 বাইকটির সম্ভাব্য দাম ৩.৬ লাখ টাকা (এক্স-শোরুম) হতে পারে। এই বাইকটি বিভিন্ন রঙে পাওয়া যাবে। বাইকের রং অনুযায়ী বাইকের দামেরও পরিবর্তন হতে পারে।
আরও পড়ুন: মাধ্যমিক পাসেই ৫২ হাজারের বেশি শূন্যপদে ভারতীয় রেলে নিয়োগ চলছে, জানুন বিস্তারিত
বেস বাইকের দাম কত হতে পারে?
সূত্র মারফত জানা যাচ্ছে, Royal Enfield Classic 650, Super Meteor 650 এবং Shotgun 650 এই তিনটি বাইকের মধ্যে Royal Enfield Classic 650 বাইকটি সবথেকে আকর্ষণীয় হতে চলেছে। Shotgun-এর টপ ভ্যারিয়েন্টের দাম প্রায় ৩.৬ লাখ টাকার কাছাকাছি। Super Meteor 650 এর দাম শুরু হয় ৩.৬৪ লাখ টাকা থেকে।
আরও পড়ুন: Honda Car: ১ লাখ টাকারও বেশি ছাড় হোন্ডার এই গাড়িতে! রইলো গাড়ির দাম, ফিচার্স সহ বিস্তারিত

Royal Enfield Classic 650-এর বৈশিষ্ট্য এবং ডিজাইন
Royal Enfield Classic 650-এর উন্নত বৈশিষ্ট্য এবং এর দুর্দান্ত রেট্রো লুকের জন্য এই বাইকটি বাইকারদের বেশ পছন্দ হয়েছে। বাইকাররা Motoverse Event 2024-এ এই বাইকটিকে দেখেই বাইকটির ক্লাসিক ডিজাইনের জন্য বাইকটির বেশ প্রশংসা করেছিল।
আরও পড়ুন: মহিলারা মাসে ২১০০ টাকা পাবেন ১০০০ টাকার বদলে! নতুন বছরেই দারুণ খবর দিলেন মুখ্যমন্ত্রী
Royal Enfield Classic বাইকটি একটি 650 সিসি টুইন ইঞ্জিন প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হবে। Royal Enfield Classic 650 বাইকটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
আরও পড়ুন: RRB Teacher Job: ৭৫৩টি শূন্যপদে রেলওয়ে শিক্ষক নিয়োগ চলছে, কারা কীভাবে আবেদন করবেন?