OPPO Reno 13 Pro 5G: ভারতের বাজারে অত্যন্ত জনপ্রিয় একটি মোবাইল সংস্থা Oppo তাদের নতুন Reno 13 Series-টি লঞ্চ করেছে। Oppo Reno 13 Series-এর দুটি ফোন OPPO Reno 13 5G ও OPPO Reno 13 Pro ফোন দুটি ভারতে লঞ্চ করা হয়েছে। ফোন দুটির আকর্ষণীয় লুক, ডিজাইন, পাওয়ারফুল ক্যামেরা সহজেই ক্রেতাদের মন জয় করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। আজকের প্রতিবেদনে Oppo Reno 13 Pro ফোনটির বিস্তারিত তথ্য আলোচনা করা হল।
OPPO Reno 13 Pro ফোনটির ভ্যারিয়েন্ট ও মূল্য
- ফোনটির 12GB RAM ও 256GB স্টোরেজ বিশিষ্ট মডেলটির মূল্য 49,999 টাকা।
- ফোনটির 12GB RAM ও 512GB স্টোরেজ বিশিষ্ট মডেলটির মূল্য 54,999 টাকা।
Oppo Reno 13 Pro ফোনটি ভারতীয় বাজারে 11 জানুয়ারি থেকে বিক্রি শুরু হবে।
আরও পড়ুন: ৬,০০০ টাকা পর্যন্ত সস্তা হল এই দুটি Samsung Galaxy 5G ফোন! জানুন দাম সহ বিস্তারিত
Oppo Reno 13 Pro ফোনটির ফিচারসমূহ
ডিসপ্লে
Oppo Reno 13 Pro ফোনটিতে আছে 6.83-ইঞ্চির 1.5K কার্ভড OLED ডিসপ্লে। যেটির আছে 2800×1272 পিক্সেল রেজোলিউশন। এটি 120Hz রিফ্রেশ রেট সম্পন্ন। এই ডিসপ্লে 1200 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস দিয়ে থাকে। এটি 3840Hz হাই-ফ্রিকোয়েন্সি PWM ডিমিং সাপোর্ট করে থাকে।
প্রসেসর
Oppo Reno 13 Pro ফোনটিতে প্রসেসর হিসেবে আছে MediaTek Dimensity 8350 4nm চিপসেট। ফোনটি 12GB LPDDR5X RAM ও 512GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ সহ পাওয়া যাচ্ছে।
ক্যামেরা
Oppo Reno 13 Pro ফোনটির রেয়ার ক্যামেরা OIS সহ 50MP মেইন সেন্সর, 8MP 112 ডিগ্রি আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 50MP 3.5X পেরিস্কোপ ক্যামেরা যুক্ত। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা আছে।
ব্যাটারি
Oppo Reno 13 Pro ফোনটিতে 5800mAh-এর ব্যাটারি আছে, যেটি 80W SuperVOOC ওয়্যারড এবং 50W AIRVOOC ওয়্যারলেস ফাস্ট চার্জিং সহ উপলব্ধ। ফোনটি IP66+IP68+IP69 রেটিং সার্টিফায়েড ফলে এটি জল ও ধূলো থেকে সুরক্ষিত।