এবার Jio গ্রাহকরা সারা বছর আনলিমিটেড ৫জি ডেটা পাবেন! কারা ও কীভাবে? জানুন বিস্তারিত

Jio Recharge Plan: ২০২৪ সাল শেষ হতে হাতে মাত্র আর দিন কয়েক বাকি। তার আগেই মুকেশ আম্বানি (Mukesh Ambani) জিও গ্রাহকদের একটি সুখবর দিলেন। নতুন বছর শুরু হওয়ার আগেই দেশের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা জিও (Jio) তার গ্রাহকদের জন্য ট্রু ৫জি গিফ্ট ভাউচার নিয়ে এলো। গ্রাহকরা ৬০১ টাকার ভাউচার দিয়ে যদি রিচার্জ করেন তাহলে তারা সারা বছর জুড়ে আনলিমিটেড ৫জি ডেটা পেয়ে যাবেন। যেসমস্ত গ্রাহকদের ৫জি স্মার্টফোন (5G Smartphone) রয়েছে, ২০২৫ সালে সেই সমস্ত গ্রাহকদের এই রিচার্জটি খুবই কাজে লাগবে।

প্রত্যেক জিও (Jio) গ্রাহক ৬০১ টাকার এই ভাউচার পাবেন না। যেসমস্ত জিও গ্রাহকের দৈনিক ১.৫ জিবি ৪জি ডেটা পাওয়া যাবে এমন রিচার্জ করা আছে, শুধুমাত্র সেই সমস্ত গ্রাহকেরাই এই ৬০১ টাকার ভাউচারের সুবিধা পেতে পারবেন।

জিও (Jio)-এর দৈনিক ১.৫ জিবির বেশি ৪জি ডেটার সুবিধা সম্পন্ন রিচার্জ প্ল্যান যেসমস্ত গ্রাহকদের কাছে আছে সেই সমস্ত গ্রাহকরাও এই ভাউচারের সুবিধা পাবেন। তবে জিও (Jio)-এর দৈনিক ১ জিবি ৪জি ডেটার রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে এই ভাউচারটির কোনো রকম সুবিধা পাওয়া যাবে না।

আরও পড়ুন: ১ জানুয়ারি থেকেই নতুন টাইম টেবিল পূর্ব রেলে, দেখে নিন লিস্ট

জিও (Jio)-এর ২৯৯ টাকা, ২৩৯ টাকা এবং ১৯৯ টাকার রিচার্জ প্ল্যানগুলিতে দৈনিক ১.৫ জিবি ৪জি ডেটা পাওয়া যায়। এই রিচার্জ প্ল্যানগুলির ক্ষেত্রে ভাউচারের সুবিধা পাওয়া যাবে।

তবে জিও (Jio)-এর ১৮৯৯ টাকার বার্ষিক রিচার্জ প্ল্যানে দৈনিক ১ জিবি ৪জি ডেটা পাওয়া যায়। এই বার্ষিক রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে ভাউচারের সুবিধা পাওয়া যাবে না।

আরও পড়ুন: Railway Jobs: নতুন বছরেই ৩২ হাজারেরও বেশি শূন্যপদে রেলে নিয়োগ! জানুন বিস্তারিত

কোনো জিও (Jio) গ্রাহক যদি ৬০১ টাকার ভাউচার দিয়ে রিচার্জ করে থাকেন তাহলে তার মাইজিও অ্যাপে (MyJio App) ১২টি আপগ্রেডেড ভাউচার জমা হবে। গ্রাহকরা নিজেদের প্রয়োজন মতো ভাউচারগুলি অ্যাক্টিভেট করে নিতে পারবেন।

আরও পড়ুন: Smartphone: ৭,০০০ টাকার কমেই কিনতে পারবেন এই নতুন স্মার্টফোন, জেনে নিন এর ফিচার সহ বিস্তারিত

ভাউচার অ্যাক্টিভেট করলেই গ্রাহকরা আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা পেয়ে যাবেন। এর সাথে গ্রাহকের দৈনিক ৪জি ডেটা লিমিট ৩ জিবি পর্যন্ত বেড়ে যাবে। প্রত্যেকটি ভাউচার ভ্যালিড থাকবে ৩০ দিনের জন্য।

আরও পড়ুন: Rail Ticket Booking: দালালরা নিমেষের মধ্যে ট্রেনের কনফার্মড টিকিট কীভাবে বুক করে জানেন?

Leave a Comment