UPI থেকে LPG-র দাম, এই বড় বদল হচ্ছে ১ জানুয়ারি ২০২৫ থেকে

Rule Change: ২০২৫ সাল শুরু হতে হাতে মাত্র আর গুটিকয়েক দিন বাকি। নতুন বছর, নতুন মাস শুরু হওয়ার সাথে সাথে নতুন কিছু নিয়মও আসতে চলেছে। এই নতুন নিয়ম আপনার পকেটে সরাসরি প্রভাব ফেলতে পারে। এই নতুন নিয়মের মধ্যে রয়েছে এলপিজি সিলিন্ডারের দাম, গাড়ির দাম, অ্যামাজন প্রাইম মেম্বারশিপ, পেনশন সংক্রান্ত নিয়ম, FD সংক্রান্ত নিয়ম, UPI 123Pay সংক্রান্ত নিয়ম, কৃষকদের ঋণ সংক্রান্ত নিয়ম ইত্যাদি। আসুন এই সমস্ত নিয়ম সম্পর্কে আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক।

এলপিজি সিলিন্ডারের দাম

তেল বিপণন সংস্থাগুলি প্রত্যেক মাসের শুরুতেই এলপিজি (LPG)-এর দাম পর্যালোচনা করে। তবে ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম বিগত কয়েক মাস ধরে পরিবর্তন হয়নি। কিন্তু বাণিজ্যিক প্রিন্টারের দাম ঘনঘন পরিবর্তন হতে দেখা যায়। সেই কারণে ভবিষ্যতে দামের আবার পরিবর্তন ঘটতে পারে।

গাড়ির দাম বৃদ্ধি

নতুন বছরে আপনি যদি গাড়ি কিনতে চান তাহলে সেটি অনেক খরচ সাপেক্ষ হয়ে যাবে। Hyundai, Maruti Suzuki, Honda, Mahindra, BMW, Mercedes-Benz, Audi-এর মতো বড়ো বড়ো অটোমোবাইল সংস্থাগুলি গাড়ির দাম ৩% বাড়িয়ে দেবে। এই সমস্ত অটোমোবাইল সংস্থাগুলি গাড়ির দাম বাড়ানোর কারণ হিসেবে উৎপাদন খরচ বেড়ে যাওয়াকে উল্লেখ করেছে। সেই জন্যই আপনি যদি নতুন বছরে গাড়ি কিনতে চান সেটি আপনার জন্য ভীষণ খরচ সাপেক্ষ হতে পারে।

আরও পড়ুন: School Teachers Rule 2025 : ২০২৫ থেকে কড়া নিয়ম শিক্ষকদের জন্য, কী নিয়ম? জেনে নিন

অ্যামাজন প্রাইম মেম্বারশিপ

অ্যামাজন প্রাইম মেম্বারশিপ (Amazon Prime membership) নিয়মের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। এই পরিবর্তনের কথা আগেই ঘোষণা করে দেওয়া হলেও কার্যকর হবে ১ জানুয়ারি থেকে। অ্যামাজন প্রাইম মেম্বারশিপের নতুন নিয়ম অনুযায়ী, একটি প্রাইম অ্যাকাউন্ট থেকে প্রাইম ভিডিও শুধুমাত্র দুটি টিভিতে স্ট্রিম করা যাবে। দুইয়ের বেশি টিভিতে প্রাইম ভিডিও দেখতে গেলে অতিরিক্ত সাবস্ক্রিপশন নিতে হবে। এতদিন পর্যন্ত প্রাইম সদস্যরা একটি অ্যাকাউন্ট থেকে প্রাইম ভিডিও পাঁচটি ডিভাইসে স্ট্রিম করতে পারতেন।

আরও পড়ুন: Ration Card: আর লাইনে দাঁড়াতে হবে না রেশন কার্ড নিয়ে, বড় বদল আসছে নতুন বছরেই

পেনশন সংক্রান্ত নিয়ম

পেনশনধারীদের জন্য নতুন বছরে একটি স্বস্তির খবর আসতে চলেছে। Employees Provident Fund Organisation (EPFO) পেনশন তোলার নিয়মগুলি ১ জানুয়ারি থেকে সরল করতে চলেছে। দেশের যেকোনো ব্যাঙ্ক থেকে পেনশনভোগীরা এখন থেকে পেনশন তুলতে পারবেন। এই পরিষেবাটি পাওয়ার জন্য পেনশনভোগীদের কোনোরকম নথি যাচাই করানোর প্রয়োজন পড়বে না। এর ফলে পেনশনভোগীরা আগের তুলনায় অনেকটাই সুবিধা পাবেন।

কৃষকদের ঋণ সংক্রান্ত নিয়ম

নতুন বছরের প্রথম দিন থেকেই কৃষকরা RBI এর গ্যারান্টি ছাড়াই ২ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারবেন। RBI (Reserve Bank of India) কৃষকদের জন্য সম্প্রতি গ্যারান্টি ছাড়াই ঋণের সীমা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছে। এর ফলে এবার থেকে কৃষকরা ১.৬ লাখ টাকার পরিবর্তে ২ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারবেন।

আরও পড়ুন: ২০০ টাকার কমে Unlimited 5G ডেটা দিচ্ছে Jio, সাথে প্রতিদিন 2 GB ইন্টারনেট এবং কলিংও

UPI 123Pay-এর নতুন লেনদেনের সীমা

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য UPI 123Pay পরিষেবাতে আর্থিক লেনদেনের সীমা আগামী ১ জানুয়ারি থেকে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতদিন পর্যন্ত UPI 123Pay পরিষেবাতে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত লেনদেন করা যেত। সীমা বাড়ানোর পর এবার থেকে এই পরিষেবাতে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে।

আরও পড়ুন: GK Quiz: বলুন তো, ATM পিন কেন ৪ সংখ্যার হয়? ৯৯ শতাংশ মানুষই সঠিক উত্তর জানে না

FD সংক্রান্ত নিয়ম

এনবিএফসি এবং এইচএফসিগুলির জন্য FD (Fixed deposit) সম্পর্কিত নিয়মের পরিবর্তন করেছে RBI (Reserve Bank of India)। ১ জানুয়ারি থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। ফিক্সড ডিপোজিটের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু প্রয়োজনীয় বিধান আনার জন্যই এই পরিবর্তনগুলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: Jio-র ২০২৫ সালের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান কোনটি? প্রচুর ডেটা সহ আর কী রয়েছে? জানুন বিস্তারিত

Leave a Comment