লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি মাইলস্টোন প্রকল্প। শুধুমাত্র মহিলাদের জন্য চালু করা এই প্রকল্প এরাজ্য থেকে শুরু করে সারা দেশে আলোড়ন ফেলে দিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেনি ও বিভিন্ন জনজাতির মহিলাদের প্রতি মাসে আর্থিক অনুদান দিয়ে থাকে রাজ্য সরকার (Government of West Bengal)।
এই প্রকল্পের মাধ্যমে এরাজ্যের সাধারণ শ্রেনির মহিলারা প্রতি মাসে এখন ১০০০ টাকা ও জনজাতি মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন। এই প্রকল্পের মাধ্যমে খুব উপকৃত হয়েছেন এরাজ্যের সাধারণ মানুষ। এবার এই প্রকল্প নিয়েই দেশের আরেক প্রান্ত থেকে এল এক নতুন খবর।
এই প্রকল্পটি নতুন আকারে চালু হতে চলেছে আরেক জায়গায়। সেখানে আর্থিক অনুদানের পরিমাণ ভবিষ্যতে বৃদ্ধি করে প্রতি মাসে ২১০০ টাকা করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: RRB Teacher Job: ৭৫৩টি শূন্যপদে রেলওয়ে শিক্ষক নিয়োগ চলছে, কারা কীভাবে আবেদন করবেন?
সেখানকার মহিলারা প্রকল্পটি চালু হলে প্রাথমিক পর্যায়ে প্রতি মাসে ১০০০ টাকা করে পাবেন। কিছুদিনের মধ্যেই এই অনুদানের পরিমাণ বৃদ্ধি করা হবে।
এই প্রকল্পে আবেদনের শর্ত হল আবেদনকারী মহিলার বাৎসরিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।
আরও পড়ুন: Honda Activa vs TVS Jupiter: টিভিএস জুপিটার নাকি হন্ডা অ্যাক্টিভা, কোন স্কুটারের মাইলেজ বেশি?
আবেদনকারীকে ১৮ বছর থেকে ৬০ বছর বয়স সীমার মধ্যে থাকতে হবে। তবে যেসব মহিলারদের চার চাকা গাড়ি রয়েছে তারা এই প্রকল্পে আবেদনের যোগ্য নন।
সমাজে পিছিয়ে পড়া আর্থিকভাবে দুর্বল মহিলারা যারা স্বনির্ভর হতে চান, শুধুমাত্র তাদের কথা মাথায় রেখেই সরকার এই প্রকল্পটি চালু করেছে।
আরও পড়ুন: মাত্র ৯১ টাকায় ৯০ দিন! Jio-কে টেক্কা দিতে ধামাকাদার প্ল্যান আনল BSNL
আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারের অনুরূপ যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেই প্রকল্পটিতে দিল্লি-র বৈধ ভোটাররাই আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: Samsung S25 লঞ্চের আগে হুড়মুড়িয়ে পড়ল Samsung S23 Ultra এর দাম! হাফ দামে বিক্রি হচ্ছে Amazon-এ