Jio vs Airtel Recharge Plans: দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা হল এয়ারটেল (Bharti Airtel)। এয়ারটেল সংস্থাটি তার গ্রাহকদেরকে একাধিক সস্তা রিচার্জ প্ল্যান অফার করে থাকে। আজকে আমরা আপনাদেরকে এয়ারটেল (Airte)-এর এমনই একটি রিচার্জ প্ল্যান সম্বন্ধে জানাবো যেই প্ল্যানের অধীনে গ্রাহকরা দৈনিক ২ জিবি ডেটা সহ আনলিমিটেড ভয়েস কলিংয়েরও সুবিধা পাবেন। জিও (Reliance Jio)-এর কাছেও এরকম একটি রিচার্জ প্ল্যান আছে। আসুন এই রিচার্জ প্ল্যানগুলি সম্বন্ধে জেনে নেওয়া যাক।
এয়ারটেল (Airte)-এর ৩৭৯ টাকার রিচার্জ প্ল্যান
এয়ারটেল (Airte)-এর ৩৭৯ টাকার রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা ১ মাসের ভ্যালিডিটি পেয়ে যাবেন। এই রিচার্জ প্ল্যানের অধীনে গ্রাহকরা দৈনিক ২ জিবি করে ডেটা পেয়ে যাবেন।
এছাড়াও এই প্ল্যানের অধীনে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি এসএমএস (SMS)-এর সুবিধাও পাবেন।
এয়ারটেল সংস্থাটি তার গ্রাহকদেরকে Airtel Xstream app, spam call alerts, free health services via Apollo 24/7 Circle, and a free monthly Hello Tune from the Wynk Music app ইত্যাদি অ্যাক্সেস করার সুবিধাও দিয়ে থাকে।
এই রিচার্জ প্ল্যানটিতে এয়ারটেল সংস্থাটি গ্রাহকদের আনলিমিটেড 5G অফার করে। তবে এক্ষেত্রে জেনে রাখা প্রয়োজন, আনলিমিটেড 5G-এর সুবিধা পেতে হলে গ্রাহকের কাছে 5G ডিভাইস থাকতে হবে এবং গ্রাহকের এলাকায় 5G নেটওয়ার্ক থাকতে হবে।
আরও পড়ুন: WBSEDCL Recruitment 2024: সরাসরি চাকরির সুযোগ বিদ্যুৎ দপ্তরে! মাসিক বেতন ৫০,০০০ টাকা
জিও (Jio)-এর ৪৪৮ টাকার রিচার্জ প্ল্যান
জিও (Jio)-এর কাছেও ২৮ দিনের ভ্যালিডিটি সম্পন্ন একটি রিচার্জ প্ল্যান রয়েছে। জিও (Jio)-এর এই রিচার্জ প্ল্যানটির মূল্য হল ৪৪৮ টাকা।
এই রিচার্জ প্ল্যানের অধীনে গ্রাহকরা দৈনিক ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি এসএমএস (SMS)-এর সুবিধা পেয়ে যাবেন। এই প্ল্যানটিতে আনলিমিটেড 5G-এর সুবিধাও পাওয়া যাবে।
আরও পড়ুন: UGC: NET বাধ্যতামূলক নয় অধ্যাপক হতে গেলে! কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কী কী বদল আনছে ইউজিসি
এছাড়াও অতিরিক্ত সুবিধা হিসেবে গ্রাহকরা Sony LIV, ZEE5, Lionsgate Play, Discovery+, Sun NXT সহ ১২টি OTT platforms অ্যাক্সেস করতে পারবেন।
জিও সংস্থাটির কাছে ২৮ দিনের বৈধতা যুক্ত একাধিক রিচার্জ প্ল্যান আছে। তবে সেই প্ল্যানগুলিতে OTT platforms অ্যাক্সেস করার সুবিধা দেওয়া হয় না।
আরও পড়ুন: ২১টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করল UGC; রয়েছে কলকাতার প্রতিষ্ঠানও, দেখে নিন তালিকা