২০০ টাকার কমে Unlimited 5G ডেটা দিচ্ছে Jio, সাথে প্রতিদিন 2 GB ইন্টারনেট এবং কলিংও

দেশের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থাগুলির মধ্যে সবথেকে বড় সংস্থা হল রিলায়েন্স জিও (Reliance Jio)। অন্যান্য টেলিকম সংস্থা যেমন এয়ারটেল (Bharti Airtel), ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)-এর তুলনায় জিও (Jio)-এর গ্রাহকও অনেক বেশি। জিও (Jio) সংস্থাটি তার গ্রাহকদেরকে বিভিন্ন রকমের রিচার্জ প্ল্যান অফার করে থাকে। যে সমস্ত গ্রাহকরা খুব অল্প খরচের মধ্যে দৈনিক ডেটা সহ আনলিমিটেড ৫জি রিচার্জ প্ল্যান খুঁজছেন সেই সমস্ত গ্রাহকদের জন্য জিও সংস্থাটি ২০০ টাকারও কম দামে একটি রিচার্জ প্ল্যান বাজারে এনেছে। এই রিচার্জ প্ল্যানটিতে জিও (Jio) সংস্থাটি দৈনিক ২ জিবি পর্যন্ত ডেটা তার গ্রাহকদেরকে দিচ্ছে।

জিও (Jio) সংস্থাটি তার গ্রাহকদেরকে এমন কিছু প্ল্যানের সুবিধা দিচ্ছে যাতে আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা পাওয়া যাবে। তবে কোনো গ্রাহকের যদি ৪জি স্মার্টফোন থাকে তাহলে সেই গ্রাহকের দৈনিক ডেটা যুক্ত প্ল্যান নেওয়া উচিত। জিও (Jio) সংস্থাটি ২০০ টাকারও কম দামে দৈনিক ডেটা যুক্ত প্ল্যানের সুবিধা দিচ্ছে।

দৈনিক ২ জিবি ডেটা যুক্ত জিও (Jio)-এর সব থেকে সস্তা রিচার্জ প্ল্যান

জিও (Jio) সংস্থাটি তার গ্রাহকদেরকে ১৯৮ টাকার একটি রিচার্জ প্ল্যান অফার করে থাকে। এই রিচার্জ প্ল্যানে দৈনিক ২ জিবি ডেটা পাওয়া যায়।

আরও পড়ুন: GK Quiz: বলুন তো, ATM পিন কেন ৪ সংখ্যার হয়? ৯৯ শতাংশ মানুষই সঠিক উত্তর জানে না

এই রিচার্জ প্ল্যানের অধীনে গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। এছাড়াও গ্রাহকরা দৈনিক ১০০টি এসএমএস (SMS)-এর সুবিধাও পাবেন।

এই প্ল্যানের অধীনে গ্রাহকরা আনলিমিটেড ৫জি ডেটার সুবিধাও পাবেন। তবে এক্ষেত্রে গ্রাহকের কাছে ৫জি স্মার্টফোন থাকতে হবে। পাশাপাশি গ্রাহকের এলাকায় ৫জি নেটওয়ার্কও থাকতে হবে।

আরও পড়ুন: Jio-র ২০২৫ সালের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান কোনটি? প্রচুর ডেটা সহ আর কী রয়েছে? জানুন বিস্তারিত

এছাড়াও অতিরিক্ত সুবিধা হিসাবে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশনও গ্রাহকরা পেয়ে যাবেন। জিও (Jio)-এর এই ১৯৮ টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি হল ১৪ দিন।

জিও (Jio)-এর ১৯৯ টাকার রিচার্জ প্ল্যান

জিও (Jio)-এর ১৯৯ টাকারও একটি রিচার্জ প্ল্যান রয়েছে। এই রিচার্জ প্ল্যানের অধীনে গ্রাহকদের দৈনিক ১.৫ জিবি ডেটার সুবিধা দেওয়া হয়ে থাকে। শুধু তাই নয় এই প্ল্যানের অধীনে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০ টি এসএমএস (SMS)-এর সুবিধাও পাবেন।

আরও পড়ুন: ৫০০০ টাকার নোট বাজারে আসতে চলেছে! নতুন বছরে ‘বিরাট’ ঘোষণা করলো RBI

এছাড়াও অতিরিক্ত সুবিধা হিসাবে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশনও গ্রাহকরা পেয়ে যাবেন। জিও (Jio)-এর ১৯৯ টাকার এই রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি হল ১৮ দিন।

আরও পড়ুন: লঞ্চের আগে লিক হলো Redmi 14C 5G ফোনের ভারতীয় দাম, জেনে নিন এর দাম সহ স্পেসিফিকেশন

Leave a Comment