Jio Recharge Plan: BSNL, Airtel-কে টেক্কা দিতে Jio আনল এই সস্তার রিচার্জ প্ল্যান

Jio Recharge Plan: জিও (Jio) সংস্থা গ্রাহকদের অধিক সুবিধা দেওয়ার জন্য প্রায় নতুন নতুন অফার নিয়ে আসে। জিও (Jio)-র কর্ণধার মুকেশ অম্বানি (Mukesh Ambani) নতুন মোবাইল ট্যারিফ প্ল্যান (Mobile Recharge) নিয়ে এসেছে। এই প্ল্যানে মিলবে একাধিক সুবিধা। নিম্নের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে এর সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

বাজারে জিও কম্পানি প্রথম আগমন ঘটে ২০১৬ সালে। এর আনুষ্ঠানিক নাম Reliance Jio Infocomm Limited। বর্তমানে এই সংস্থা ভারতের সবচেয়ে বেশি সংখ্যক গ্রাহক সংখ্যার অধিকারী। অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় নিত্যনতুন অফার ও পরিষেবা দিয়ে তারা গ্রাহকদের খুশি করে থাকে।

সম্প্রতি জিও (Jio) সংস্থা এমন একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে যা অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে হার মানাবে। জিও সংস্থা ৯১ টাকার একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে যা ২৮ দিনের বৈধতায় গ্রাহকদের দুর্দান্ত পরিষেবা দেবে।

আরও পড়ুন: IDBI Bank Recruitment 2024: ১,০০০টি শূন্যপদে IDBI ব্যাঙ্কে নিয়োগ চলছে, জানুন আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

অনেকেই কম দামে ভালো রিচার্জ প্ল্যান খুঁজে থাকেন। আবার এমনও অনেকে আছেন যারা শুধুমাত্র ফোন আসা-যাওয়ার জন্য রিচার্জ করতে চান। প্রাত্যহিক ডাটা তাদের খুব একটা প্রয়োজন হয় না। যারা এমন কোন রিচার্জ প্ল্যান খুঁজে থাকেন তাদের জন্য এই প্ল্যানটি সর্বোত্তম হবে।

আরও পড়ুন: Bike Mileage: আপনার বাইকের মাইলেজ কমে গিয়েছে? এই একটি জিনিস বদলে ফেলুন, ১০০ টাকা মাত্র খরচ!

জিও (Jio)-র ৯১ টাকার রিচার্জ প্ল্যান

জিও (Jio)-র ৯১ টাকার রিচার্জ প্ল্যানের সুবিধা স্বরূপ পাওয়া যাবে ২৮ দিনের বৈধতায় আনলিমিটেড ভয়েস কলিং, মোট ৩ জিবি ডেটা (প্রাত্যহিক ডেটা লিমিট ১০০ এমবি + ২০০ এমবি), ও মোট ৫০ এসএমএস।

আরও পড়ুন: Zomato Food Rescue: এবার আপনার ক্যানসেল করা অর্ডার অন্য কেউ পাবেন, খাবার নষ্ট রুখতে বিরাট পদক্ষেপ zomato’র!

এখানেই শেষ নয়, এই প্ল্যানে আরো একাধিক সুবিধা হিসেবে ইউজাররা Jio TV, Jio Cinema এবং Jio ক্লাউডের সাবস্ক্রিপশন পাবেন একদম বিনামূল্যে। তবে মনে রাখা দরকার এই প্ল্যানটি শুধুমাত্র Jio ফোন ব্যবহারকারীদের জন্য উপলব্ধ।

আরও পড়ুন: Bank Jobs: এই ব্যাঙ্কে অনেকগুলি পদে ট্রেনি নিয়োগ চলছে, বাড়ল আবেদনের সময়সীমা, জানুন বিস্তারিত

Leave a Comment