Job News: ৮১,১০০ টাকা পর্যন্ত বেতনে ITBP-তে চাকরির সুযোগ, কারা কীভাবে আবেদন করবেন? রইলো বিস্তারিত

ITBP Recruitment 2024-2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। Indo-Tibetan Border Police Force (ITBP) কর্তৃক কর্মী নিয়োগ করা হবে। কনস্টেবল এবং হেড কনস্টেবল পদে এখানে নিয়োগ করা হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

Indo-Tibetan Border Police Force (ITBP) কর্তৃক কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

এখানে Head Constable (Motor Mechanic) এবং Constable (Motor Mechanic) পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: SBI FD: ৭.৭৫ শতাংশ রিটার্ন নিশ্চিত স্টেট ব্যাঙ্কের এই স্কিমে বিনিয়োগ করলে, আরও কী কী সুবিধা পাবেন?

মোট শূন্যপদ (Total Vacancy)

সবগুলি পদ মিলিয়ে এখানে মোট ৫১টি শূন্যপদ রয়েছে।

  • Head Constable (Motor Mechanic) পদের জন্য ৭টি শূন্যপদ রয়েছে।
  • Constable (Motor Mechanic) পদের জন্য ৪৪টি শূন্যপদ রয়েছে।

বয়স সীমা (Age Limit)

  • এই পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ২২ জানুয়ারি, ২০২৫ তারিখের হিসাবে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে।
  • যেসমস্ত প্রার্থীদের ২৩ জানুয়ারি, ২০০০ এর আগে এবং ২২ জানুয়ারি, ২০০৭ এর পর জন্ম হয়েছে, তারা আবেদন করতে পারবেন না।
  • দশম শ্রেণীর সার্টিফিকেটে যে জন্ম তারিখ থাকবে সেটিই ধার্য করা হবে।

আরও পড়ুন: এবার Jio গ্রাহকরা সারা বছর আনলিমিটেড ৫জি ডেটা পাবেন! কারা ও কীভাবে? জানুন বিস্তারিত

বেতন (Salary)

  • Head Constable (Motor Mechanic) পদে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত হবে।
  • Constable (Motor Mechanic) পদে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত হবে।

আরও পড়ুন: ১ জানুয়ারি থেকেই নতুন টাইম টেবিল পূর্ব রেলে, দেখে নিন লিস্ট

আবেদন প্রক্রিয়া (Application Process)

এখানে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের ITBP-এর অফিসিয়াল ওয়েবসাইট recruitment.itbpolice.nic.in-এ গিয়ে আবেদন জানাতে হবে।

আবেদন ফি (Application Fee)

অসংরক্ষিত শ্রেণীর পুরুষ প্রার্থী, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০ টাকা দিতে হবে। তবে এসসি এবং এসটি প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না।

আরও পড়ুন: Railway Jobs: নতুন বছরেই ৩২ হাজারেরও বেশি শূন্যপদে রেলে নিয়োগ! জানুন বিস্তারিত

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

নিয়োগ প্রক্রিয়া নিম্নলিখিত পর্যায়ে সংগঠিত হবে:

(i) Physical Efficiency Test

(ii) Physical Standard Test

(iii) Verification of Original documents

(iv) Written Examination

(v) Practical Test

(vi) Detailed Medical Examination

(vii) Review Medical Examination

আরও পড়ুন: Smartphone: ৭,০০০ টাকার কমেই কিনতে পারবেন এই নতুন স্মার্টফোন, জেনে নিন এর ফিচার সহ বিস্তারিত

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

  • Head Constable (Motor Mechanic) পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
  • Constable (Motor Mechanic) পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম দশম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই ২৪ ডিসেম্বর, ২০২৪ থেকে শুরু হয়ে গিয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২২ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত।

আরও পড়ুন: Rail Ticket Booking: দালালরা নিমেষের মধ্যে ট্রেনের কনফার্মড টিকিট কীভাবে বুক করে জানেন?

গুরুত্বপূর্ণ লিংক (Important Links)

Official WebsiteClick Here

আরও পড়ুন: ২০২৩ সালের TET-এর রেজাল্ট নিয়ে বিরাট ঘোষণা করলেন পর্ষদ সভাপতি

Leave a Comment