রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (Railway Recruitment Board)-এর তরফ থেকে গ্রুপ-ডি এর একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। সবকটি পদ মিলিয়ে মোট ৩২ হাজার ৪৩৮ টি শূন্য পদ রয়েছে। অন্যতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। নিম্নে এই চাকরির একাধিক পদ সম্পর্কে আরো বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (Railway Recruitment Board)-এর তরফ থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম (Name of the Post)
গ্রুপ ডি এর একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
গ্রুপ ডি-র অধীনে মোট ৩২ হাজার ৪৩৮ টি শূন্য পদ রয়েছে। নিম্নে পদের নাম ও পদ অনুযায়ী শূন্য পদের বিবরণ বিস্তারিত আলোচনা করা হলো-
ক্রমিক নম্বর | পদের নাম | শূন্যপদের সংখ্যা |
১ | পয়েন্টসম্যান (বি) | ৫০৫৮টি |
২ | সহকারি (ট্রাক মেশিন) | ৭৯৯টি |
৩ | সহকারি | ৩০১টি |
৪ | ট্রাক মেনটেইনার গ্রেড ৪ ইঞ্জিনিয়ারিং | ১৩১৮৭ টি |
৫ | সহকারী (পি-উই) | ২৫৭টি |
৬ | সহকারী (C&W) | ২৫৮৭টি |
৭ | সহকারে টিআরডি ইলেকট্রিক্যাল | ১৩৮১ টি |
৮ | সহকারি (S&T) | ২০১২ |
৯ | সহকারি লোকো শেড (ডিজেল) | ৪২০টি |
১০ | সহকারী লোকো শেড (বৈদ্যুতিক) | ৯৫০টি |
১১ | সহকারী অপারেশন (ইলেকট্রিক্যাল) | ৭৪৪টি |
১২ | সহকারী TL&AC | ১০৪১ টি |
১৩ | সহকারী TL&AC (ওয়ার্কশপ) | ৬২৪টি |
১৪ | সহকারি (ওয়ার্কশপ-মেকানিক্যাল) | ৩০৭৭টি |
বয়সসীমা (Age Limit)
০১.০১.২০২৫ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
যারা এই চাকরির পদে আবেদন করতে চান তাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট indianrailways.gov.in-এ গিয়ে আবেদন করতে হবে।
আবেদন ফি (Application Fee)
সংশ্লিষ্ট চাকরির পদে আবেদন করার জন্য জেনারেল ও ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে। অপরদিকে এসসি, এসটি, পিএইচ এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি হিসেবে ২৫০ টাকা প্রদান করতে হবে
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
যেসব প্রার্থীরা সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করবে তাদের তিনটি পর্যায়ের নির্বাচন করা হবে। প্রথমত কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এরপর শারীরিক দক্ষতা এবং মেডিকেল পরীক্ষা ও নথি যাচাই করনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
সংশ্লিষ্ট চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম দশম শ্রেণী পাস হতে হবে পাশাপাশি এনসিটিভি (NCTV) ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট (NAC) থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ (Last date of application)
সংশ্লিষ্ট পদে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৩ জানুয়ারি ২০২৫ তারিখ থেকে। আর আবেদন করার শেষ তারিখ কবে তা পরবর্তীতে জানানো হবে।