Honda Car: ১ লাখ টাকারও বেশি ছাড় হোন্ডার এই গাড়িতে! রইলো গাড়ির দাম, ফিচার্স সহ বিস্তারিত

Honda Car Discount Offer: দারুণ অফার দেওয়া হচ্ছে হোন্ডার গাড়িতে। শুধুমাত্র হোন্ডাই (Honda Amaze) নয়, অনেক গাড়ি নির্মাতা সংস্থাই এই মাসে তাদের গাড়ির পুরো লাইন আপ দিয়ে দিয়েছে। এছাড়াও বেশ কিছু গাড়িতে ছাড়ের সুবিধাও দেওয়া হচ্ছে। গত মাসে জাপানি গাড়ি নির্মাতারা তাদের গাড়িতে তাদের গাড়িতে সাত বছরের ওয়্যারেন্টি বা সীমাহীন কিলোমিটারের এক্সটেন্ডেড ওয়্যারেন্টি দিয়ে থাকে। এর সাথে নগদ ছাড় এবং এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হয়ে থাকে।

হোন্ডা অ্যামেজে (Honda Amaze)-এ ছাড়

Honda Amaze

অনেক আগেই হোন্ডা অ্যামেজ (Honda Amaze)-এর সেকেন্ড জেনারেশনের মডেল ভারতের বাজারে এসে গেছে। ১.০৭ লাখ টাকার ছাড় দেওয়া হচ্ছে এই হোন্ডার গাড়িটিতে। ভারতের বাজারে এই গাড়ির থার্ড জেনারেশনের মডেলও এসেছে।

হোন্ডা অ্যামেজের সেকেন্ড জেনারেশনের মডেলের এক্স শোরুম দাম ৭.১৯ লাখ টাকা থেকে শুরু করে ৯.০৪ লাখ টাকা পর্যন্ত ধার্য করা হয়।

আরও পড়ুন: মহিলারা মাসে ২১০০ টাকা পাবেন ১০০০ টাকার বদলে! নতুন বছরেই দারুণ খবর দিলেন মুখ্যমন্ত্রী

হোন্ডা সিটি (Honda City)-তে ছাড়

Honda City

হোন্ডা সিটি (Honda City)-এর পেট্রোল ইঞ্জিন ভ্যারিয়েন্টে ছাড় দেওয়া হচ্ছে ৭০ হাজার টাকার। Honda City-এর এইচইভি স্ট্রং হাইব্রিড ভ্যারিয়েন্টে‌ ছাড় দেওয়া হচ্ছে ৯০ হাজার টাকা পর্যন্ত।

আরও পড়ুন: Samsung S25 লঞ্চের আগে হুড়মুড়িয়ে পড়ল Samsung S23 Ultra এর দাম! হাফ দামে বিক্রি হচ্ছে Amazon-এ

এই গাড়ির এক্স শোরুম দাম ১৪.১৮ লাখ টাকা থেকে শুরু করে ২৩.৬০ লাখ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে। হোন্ডা অ্যামেজ (Honda Amaze) ভারতের বাজারে ফক্সওয়াগন ভার্চুস, স্কোডা স্লেভিয়া, হুন্ডাই ভার্না-এর মতো গাড়ির সঙ্গে প্রতিযোগিতা করে।

আরও পড়ুন: RRB Teacher Job: ৭৫৩টি শূন্যপদে রেলওয়ে শিক্ষক নিয়োগ চলছে, কারা কীভাবে আবেদন করবেন?

Honda Elevate-তে ছাড়

Honda Elevate

Honda Elevate-এও ছাড় রয়েছে। ৮৬,১০০ টাকা পর্যন্ত এই গাড়িতে ছাড় পাওয়া যাচ্ছে। এই গাড়ির ব্ল্যাক এবং অ্যাপেক্স এডিশন ভারতের বাজারে আগামী ৭ জানুয়ারি লঞ্চ করা হবে। এই Honda Elevate-এর স্ট্যান্ডার্ড মডেলের দাম শুরু হয় ১১.৬৯ লাখ টাকা থেকে শুরু করে ১৬.৭০ লাখ টাকা পর্যন্ত যায়।

আরও পড়ুন: Honda Activa vs TVS Jupiter: টিভিএস জুপিটার নাকি হন্ডা অ্যাক্টিভা, কোন স্কুটারের মাইলেজ বেশি?

Honda-এর এই গাড়িটিতে ১.৫ লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন আছে। এর সাথে সিভিটি ট্রান্সমিশন এবং ম্যানুয়াল ট্রান্সমিশনের বিকল্প পাওয়া যায়। এই গাড়িটিতে যে ইঞ্জিনটি ইন্সটল করা আছে সেটি ১২১ এইচপি শক্তি উৎপন্ন করে।

আরও পড়ুন: মাত্র ৯১ টাকায় ৯০ দিন! Jio-কে টেক্কা দিতে ধামাকাদার প্ল্যান আনল BSNL

Leave a Comment