Bank Jobs: এই ব্যাঙ্কে অনেকগুলি পদে ট্রেনি নিয়োগ চলছে, বাড়ল আবেদনের সময়সীমা, জানুন বিস্তারিত

MSC Bank Recruitment 2024: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর। মহারাষ্ট্র স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক (Maharashtra State Cooperative Bank) কর্তৃক কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বেশ কয়েকটি শূন্যপদে এখানে নিয়োগ করা হবে। আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

মহারাষ্ট্র স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক (MSC Bank) কর্তৃক কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

Trainee Junior Officers and Trainee Associates পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: Job News: ITBP- তে SI এবং কনস্টেবল পদে চাকরির সুযোগ, কারা কীভাবে আবেদন করবেন? রইলো বিস্তারিত

মোট শূন্যপদ (Total Vacancy)

  • Trainee Junior Officers পদের জন্য মোট ২৫টি শূন্যপদ রয়েছে।
  • Trainee Associates পদের জন্য মোট ৭৫টি শূন্যপদ রয়েছে।

বয়স সীমা (Age Limit)

  • Trainee Junior Officers পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ন্যূনতম ২৩ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।
  • Trainee Associates পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন: IG Pankaj Dutta: প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত, বারাণসীর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি

আবেদন প্রক্রিয়া (Application Process)

প্রার্থীদের এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। MSC Bank-এর অফিসিয়াল ওয়েবসাইট www.mscbank.com-এ গিয়ে প্রার্থীদের আবেদন জানাতে হবে।

আবেদন ফি (Application Fee)

  • Trainee Junior Officers পদে আবেদন করার জন্য প্রার্থীদের আবেদন ফি বাবদ ১৭৭০ টাকা জমা করতে হবে।
  • Trainee Associates পদে আবেদন করার জন্য প্রার্থীদের আবেদন ফি বাবদ ১১৮০ টাকা জমা করতে হবে।

আরও পড়ুন: অনিয়ম হয়েছে সহকারি অধ্যাপক পদে নিয়োগে! আদালতে দ্বারস্থ চাকরি প্রার্থী, কী নির্দেশ দেওয়া হলো?

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

এই পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, প্রার্থীকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় একটি বিষয় হিসাবে মারাঠি থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ (Last date of application)

আবেদনের শেষ তারিখ ২৩ নভেম্বর, ২০২৪।

গুরুত্বপূর্ণ লিংক (Important Links)

Official WebsiteClick Here

Leave a Comment