৮ম পাসেই রাজ্য সরকারি চাকরির সুযোগ! এইভাবে আবেদন করুন

বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় (Bidhan Chandra Krishi Viswavidyalaya)-এ চাকরির সুযোগ। ২৯,০৩৪ টাকা বেতনে পিয়ন পদে কর্মী নিয়োগ করা হবে। সবকটি পদ মিলিয়ে মোট শূন্য পদ রয়েছে একটি। নূন্যতম অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের এই পদে নিয়োগ করা হবে। নিম্নে এই চাকরির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় (Bidhan Chandra Krishi Viswavidyalaya)-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম (Name of the Post)

পিয়ন পদে কর্মী নিয়োগ করা হবে।

আরও পড়ুন: IMD Weather Update: দিনে গরম, রাত-ভোরে ঠান্ডা! রাজ্যে শীত কবে থেকে? আবহাওয়ার বিরাট খবর

মোট শূন্যপদ (Total Vacancy)

সব মিলিয়ে মোট ১ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

বয়সসীমা (Age Limit)

এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স ১৮ বছরের বেশি হতে হবে।

বেতন (Salary)

সংশ্লিষ্ট পদে নিয়োগকারী প্রার্থীদের প্রতি মাসে ২৯,০৩৪ টাকা বেতন প্রদান করা হবে।

আরও পড়ুন: Jio Recharge Plan: BSNL, Airtel-কে টেক্কা দিতে Jio আনল এই সস্তার রিচার্জ প্ল্যান

আবেদন প্রক্রিয়া (Application Process)

এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে www.bckv.edu.in পোর্টালে। যেসব প্রার্থীরা এই চাকরির পদে আবেদন করতে ইচ্ছুক রয়েছেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র সংগ্রহ করে সেটি ভালোভাবে পূরণ করতে হবে। পাশাপাশি নির্দেশ মতো প্রয়োজনীয় নথি যোগ করে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে।

আরও পড়ুন: IDBI Bank Recruitment 2024: ১,০০০টি শূন্যপদে IDBI ব্যাঙ্কে নিয়োগ চলছে, জানুন আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

প্রয়োজনীয় নথিপত্র

এই চাকরির পদে আবেদন করতে প্রার্থীদের যেসব নথি পত্র লাগবে সেটি হল নিম্নরূপ-

১) বয়সের প্রমাণপত্র

২) পরিচয় পত্রের প্রমাণ হিসেবে ভোটার কার্ড/প্যান কার্ড/আধার কার্ড

৩) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ

৪) কাজের অভিজ্ঞতার শংসাপত্র

৫) শেষ বেতনের শংসাপত্র

৬) রঙিন পাসপোর্ট সাইজ ছবি

আবেদন ফি (Application Fee)

আবেদনের জন্য কোন আবেদন ফি লাগবে না।

আরও পড়ুন: Bike Mileage: আপনার বাইকের মাইলেজ কমে গিয়েছে? এই একটি জিনিস বদলে ফেলুন, ১০০ টাকা মাত্র খরচ!

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

এই চাকরির পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ৮ ম শ্রেণী পাস হতে হবে। পাশাপাশি অন্যান্য যোগ্যতা হিসেবে সংশ্লিষ্ট পদে কাজের বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন: Zomato Food Rescue: এবার আপনার ক্যানসেল করা অর্ডার অন্য কেউ পাবেন, খাবার নষ্ট রুখতে বিরাট পদক্ষেপ zomato’র!

ইন্টারভিউয়ের তারিখ (Date of Interview)

প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে আগামী ১৩ নভেম্বর ২০৩৪ তারিখে।

আরও পড়ুন: Bank Jobs: এই ব্যাঙ্কে অনেকগুলি পদে ট্রেনি নিয়োগ চলছে, বাড়ল আবেদনের সময়সীমা, জানুন বিস্তারিত

Leave a Comment