Bima Sakhi Yojana: পশ্চিমবঙ্গের অন্যতম জনমুখী প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar)। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণির মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা ও অনগ্রসর শ্রেণির মহিলারা প্রতি মাসে ১২০০ টাকা করে আর্থিক অনুদান বা ভাতা পেয়ে থাকেন। এই লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের বরাদ্দকৃত টাকা গ্রহীতাদের অ্যাকাউন্টে প্রতিমাসে সাধারণত ৫ থেকে ১০ তারিখের মধ্যে চলে যায়।
এবার মহিলাদের ক্ষমতায়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার (Government of India) একটি প্রকল্প নিয়ে এল। যেখানে আর্থিক অনুদান নয় সসম্মানে কাজ করে মাসে ৭০০০ টাকা উপার্জন করতে পারবেন মহিলারা। উপার্জনের ৭০০০ টাকা প্রতি মাসেই প্রকল্পের অন্তর্ভুক্ত মহিলাদের অ্যাকাউন্টে চলে যাবে।
এখানে যে প্রকল্পের কথা বলা হচ্ছে সেটি হল বিমা সখী যোজনা (Bima Sakhi Yojana)। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উদ্যোগে এই প্রকল্প শুরু হয়েছে। ইতিমধ্যে প্রায় ৫০,০০০ এর বেশি মহিলা এই বিমা সখী যোজনায় নিজের নাম নথিভুক্ত করেছেন। মহিলাদের আর্থিক ভাবে স্বনির্ভর করার মধ্যে দিয়ে উন্নত ভারত গড়ার লক্ষ্যেই এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকার নিয়েছেন।
আরও পড়ুন: Samsung Galaxy S25 Series ফোনের দাম ফাঁস হয়ে গেলো লঞ্চের আগেই, দাম কত হবে? কী কী ফিচার থাকবে?
বিগত একমাসের মধ্যেই এই প্রকল্পে নথিভুক্ত হয়েছেন ৫২,৫১১ জন মহিলা। যার মধ্যে ২৭,৬৯৫ জন বিমা সখী প্রকল্পের অধীন কাজ শুরু করে দিয়েছেন।
এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারী মহিলাকে নুন্যতম ১০ম শ্রেণী পাস হতে হবে। ১৮ থেকে ৭০ বছর বয়সী যে কোনো মহিলা এই প্রকল্পে আবেদন করার যোগ্য।
এই প্রকল্পের অধীন কাজ করার জন্য সহায়ক ভাতা দেওয়া হবে। এর সাথে ওই মহিলারা যে পলিসি বিক্রি করবেন তার উপর কমিশন থাকবে। যত পলিসি বিক্রি হবে তার উপর কমিশন বৃদ্ধি পেতে থাকবে।
আরও পড়ুন: ভারতে লঞ্চ হয়েছে OPPO Reno 13 Pro 5G, 50MP সেলফি ক্যামেরা এতে আর কী কী আছে?
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা এলআইসি (Life Insurance Corporation of India) ২ লক্ষ বীমা সখী নিয়োগ করবে আগামী তিন বছরের মধ্যে। এই প্রকল্পে নথিভুক্ত বেশীরভাগ মহিলাকে কাজে নিযুক্ত করা হয়ে গিয়েছে যাদের মধ্যে ১৪৫৮৩ জন ইতিমধ্যে পলিসি বিক্রির কাজ শুরু করেছেন বলে এলআইসি (LIC) সূত্রে খবর।
আরও পড়ুন: ৬,০০০ টাকা পর্যন্ত সস্তা হল এই দুটি Samsung Galaxy 5G ফোন! জানুন দাম সহ বিস্তারিত
এই প্রকল্পের অন্তর্ভুক্ত ও কাজে নিযুক্ত মহিলারা প্রথম বছরে প্রতি মাসে ৭,০০০ টাকা সহায়ক ভাতা, দ্বিতীয় বছরে প্রতি মাসে ৬,০০০ টাকা সহায়ক ভাতা ও তৃতীয় বছরে প্রতি মাসে ৫,০০০ টাকা সহায়ক ভাতা পেয়ে যাবেন। এর সাথে আলাদা কমিশন থাকবে।