ইউপিআই (UPI) অ্যাপ ব্যবহারকারীদের জন্য রইল সুখবর। আরও একবার মার্কেট শেয়ার ক্যাপ প্রয়োগের সময়সীমা বৃদ্ধি করা হল। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (National Payments Corporation of India) মঙ্গলবার এক নির্দেশ জারি করে জানিয়েছে শেয়ার ক্যাপ প্রয়োগের সময়সীমা আরও ২ বছর বৃদ্ধি করা হল। যা ফোনপে, গুগলপে-এর মতো প্ল্যাটফর্মগুলোর কাছে এক স্বস্তির ব্যাপার। নির্দেশে বলা হয়েছে বিভিন্ন বিষয় পর্যালোচনার পর থার্ড পার্টি অ্যাপের ক্ষেত্রে মার্কেট শেয়ার ক্যাপ মেনে চলার সময়সীমা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর করা হল। প্রসঙ্গত এই সময়সীমা এই নিয়ে তৃতীয়বারের জন্য বৃদ্ধি করা হল।
বিগত ২০২০ সালে ইউপিআই (Unified Payments Interface) পেমেন্ট অ্যাপগুলোকে ৩০ শতাংশ মার্কেট ক্যাপের মধ্যে রাখার লক্ষ্যেই প্রথম মার্কেট শেয়ার ক্যাপের প্রস্তাব রাখা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল একচেটিয়া ব্যবসার বদলে প্রতিযোগিতামূলক বাজার বজায় রাখা।
প্রসঙ্গত ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (National Payments Corporation of India) বা এনপিসিআই (NPCI) এই ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (Unified Payments Interface) বা ইউপিআই (UPI) ব্যবস্থাটিকে চালনা করে থাকে। এর মাধ্যমে সুসংহত ভাবে লেনদেন করতে পারেন ব্যবহারকারীরা। কিন্তু কোনো অ্যাপ এই ৩০ শতাংশের সীমার মধ্যেই আছে কিনা এটা বোঝার কি উপায় আছে প্রসঙ্গে এনপিসিআই (NPCI)-কে প্রশ্ন করা হলে তাদের বক্তব্য হল গত তিন মাসে ধারাবাহিকভাবে ইউপিআই (UPI)-এর মাধ্যমে হওয়া লেনদেনের ভিত্তিতে এই ৩০ শতাংশ সীমা নির্ধারণ করা যাবে।
আরও পড়ুন: ২৫,০০০ টাকা পাবেন ফ্রী-তে HPCL-এ চাকরির ট্রেনিং করে, জানুন বিস্তারিত
শেয়ার মার্কেট (Share Market)-এর দিকে নজর রাখলে দেখা যাবে বর্তমানে ফোনপে (PhonePe)-এর মার্কেট শেয়ার ভ্যালু ৪৭.৮ শতাংশ, অপরদিকে গুগলপে (Google Pay)-এর মার্কেট শেয়ার ভ্যালু ৩৭ শতাংশ। দেখা গিয়েছে প্রায় সিংহভাগ ইউপিআই লেনদেন এই দুটি অ্যাপ দ্বারাই হয়ে থাকে। তাই মার্কেট শেয়ার ক্যাপ এদের উপর লাগু হলে সমগ্র পরিষেবা ব্যাঘাত ঘটতে পারে। এছাড়া যদি সত্যিই ৩০ শতাংশ মার্কেট শেয়ার ক্যাপ প্রয়োগ করা হয় তবে পেমেন্ট অ্যাপগুলি নতুন গ্রাহক সংযুক্তি করতে পারবে না।
তবে এ প্রসঙ্গে আরো একটি খবর হল এনপিসিআই হোয়াটসঅ্যাপ পে-এর জন্য ইউপিআই ইউজার সীমা তুলে নিয়েছে ফলে হোয়াটসঅ্যাপ পে আবারও সুষ্ঠু পরিষেবা দিতে পারবে।
আরও পড়ুন: Canara Bank Recruitment 2025
ইউপিআই (UPI)-এর মাধ্যমে লেনদেন নিরাপদ ও সহজসাধ্য হওয়ায় এটি অত্যন্ত জনপ্রিয় মাধ্যম। ২০২৪ সালে ইউপিআই (UPI)-এর মাধ্যমে লেনদেন ৪৬ শতাংশ বেড়েছে। ২০২৩ সালে যেখানে লেনদেনের পরিমাণ ছিল ১১৮ বিলিয়ন, সেখানে ২০২৪ সালে এই লেনদেনের পরিমাণ গিয়েছে ১৭২ বিলিয়নে।
আরও পড়ুন: আপনার কাছে পুরনো ২ টাকার নোট আছে? তাহলে ২০ লক্ষ টাকা ঢুকতে পারে আপনার অ্যাকাউন্টে!
এনপিসিআই নতুন করে সময়সীমা বৃদ্ধির প্রসঙ্গে জানিয়েছে ফোনপে, গুগলপে-এর মতো অ্যাপগুলিকে নতুন নিয়মের উপযোগী করে নিজেদের ব্যবসায়িক মডেল তৈরি করার জন্য এই সময়সীমা দেওয়া হল। এছাড়া অনেক নতুন কোম্পানির বাজারে আসার সম্ভাবনা তৈরী হয়েছে। এর ফলে একদিকে যেমন প্রতিযোগিতা থাকবে, তেমন ব্যবহারকারীরা আরও ভালো পরিষেবা পেতে পারেন।
আরও পড়ুন: ভারতে লঞ্চ হলো OnePlus 13 এবং OnePlus 13R, জেনে নিন এদের দুর্দান্ত স্পেসিফিকেশন