বছরে ২৭ লক্ষ টাকা পর্যন্ত বেতনে ক্যানারা ব্যাংকে কর্মী নিয়োগ চলছে! কারা ও কীভাবে আবেদন করবেন? | Canara Bank Recruitment 2025

Canara Bank Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। Canara Bank-এর তরফ থেকে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে Specialist Officer (SO) হিসাবে কর্মী নিয়োগ করা হবে। যারা অনেকদিন ধরে ব্যাঙ্কে চাকরি করার স্বপ্ন দেখছেন, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। আসুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

Canara Bank কর্তৃক কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

যেসমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেই পদগুলির নাম নীচে উল্লেখ করা হল।

1. Application Developer

2. Cloud Administrator

3. Cloud Security Analyst

4. Data Analyst

5. Data Base Administrator

6. Data Engineer

7. Data Mining Expert

8. Data Scientist

9. Ethical Hacker & Penetration Tester

10. ETL Specialist

11. GRC Analyst IT Governance

12. Information Security Analyst

13. Network Administrator

14. Network Security Analyst

15. Officer (IT) API Management

16. Officer (IT) Database/PL SQL

17. Officer (IT) Digital Banking

18. Platform Administrator

19. Private Cloud & VMWare Administrator

20. SOC Analyst

21. Solution Architect

22. System Administrator

আরও পড়ুন: আপনার কাছে পুরনো ২ টাকার নোট আছে? তাহলে ২০ লক্ষ টাকা ঢুকতে পারে আপনার অ্যাকাউন্টে!

মোট শূন্যপদ (Total Vacancy)

সবগুলি পদ মিলিয়ে এখানে মোট ৬০টি শূন্যপদ রয়েছে।

বয়স সীমা (Age Limit)

এই পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন: ভারতে লঞ্চ হলো OnePlus 13 এবং OnePlus 13R, জেনে নিন এদের দুর্দান্ত স্পেসিফিকেশন

বেতন (Salary)

এই পদগুলিতে নিয়োগের পর নিযুক্ত কর্মীদের বাত্সরিক বেতন ১৮,০০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২৭,০০,০০০ টাকা পর্যন্ত হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

এই পদগুলির জন্য আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে আবেদন জানাতে হবে।

আরও পড়ুন: Jio vs Airtel Recharge Plans: এক মাসের জন্য জিও নাকি এয়ারটেল কার রিচার্জ প্ল্যান বেশি সস্তা ও সুবিধাযুক্ত? রইলো বিস্তারিত

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

নিয়োগ প্রক্রিয়া নিম্নলিখিত পর্যায়ে সংগঠিত হবে:

1. Online Test

2. Interview

আরও পড়ুন: Bangla Sashya Bima: ‘বাংলার শস্য বিমা’য় কৃষকদের ব্যাঙ্কে সরাসরি টাকা দেওয়া শুরু, বিরাট আপডেট দিলেন মমতা ব্যানার্জী

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

  • Application Developer পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ৬০ শতাংশ নম্বর সহ B.E/B.Tech ডিগ্রি অথবা আইটি (IT)-তে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  • Cloud Administrator পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ৬০ শতাংশ নম্বর সহ B.E/B.Tech ডিগ্রি অথবা আইটি (IT)-তে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  • Cloud Security Analyst পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ৬০ শতাংশ নম্বর সহ B.E/B.Tech (CS/IT) ডিগ্রি অথবা MCA ডিগ্রি থাকতে হবে।
  • Data Analyst পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ৬০ শতাংশ নম্বর সহ B.E/B.Tech (CS/IT) ডিগ্রি অথবা MCA ডিগ্রি থাকতে হবে।
  • Data Base Administrator পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ৬০ শতাংশ নম্বর সহ B.E/B.Tech (CS/IT) ডিগ্রি অথবা MCA ডিগ্রি থাকতে হবে।
  • Data Engineer পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ৬০ শতাংশ নম্বর সহ B.E/B.Tech ডিগ্রি অথবা আইটি (IT)-তে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  • Data Mining Expert পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ৬০ শতাংশ নম্বর সহ B.E/B.Tech ডিগ্রি অথবা আইটি (IT)-তে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  • Data Scientist পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে B.E/B.Tech ডিগ্রি অথবা সমমানের কোনো স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  • Ethical Hacker & Penetration Tester পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে B.E/B.Tech (CS/IT) ডিগ্রি অথবা MCA ডিগ্রি এবং Ethical Hacking সার্টিফিকেট থাকতে হবে।
  • ETL Specialist পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে B.E/B.Tech ডিগ্রি এবং এর সঙ্গে ETL টুলস সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
  • Information Security Analyst পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে B.E/B.Tech (CS/IT) ডিগ্রি অথবা MCA ডিগ্রি থাকতে হবে।
  • Network Administrator পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে B.E/B.Tech (CS/IT) ডিগ্রি অথবা MCA ডিগ্রি থাকতে হবে।
  • Officer (IT) API Management পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে B.E/B.Tech (CS/IT) ডিগ্রি এবং এর সঙ্গে API টুল সম্পর্কে দক্ষতা থাকতে হবে।
  • Officer (IT) Database/PL SQL পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে B.E/B.Tech ডিগ্রি এবং এর সঙ্গে PL/SQL সম্পর্কে দক্ষতা থাকতে হবে।
  • Officer (IT) Digital Banking পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে B.E/B.Tech ডিগ্রি থাকতে হবে।
  • Platform Administrator পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে B.E/B.Tech ডিগ্রি এবং এর সঙ্গে প্ল্যাটফর্ম অ্যাডমিনিস্ট্রেট প্রশাসন সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
  • Private Cloud & VMWare Administrator পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে B.E/B.Tech (CS/IT) ডিগ্রি অথবা MCA ডিগ্রি থাকতে হবে।
  • SOC Analyst পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে B.E/B.Tech (CS/IT) ডিগ্রি অথবা MCA ডিগ্রি থাকতে হবে।
  • Solution Architect পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে B.E/B.Tech (CS/IT) ডিগ্রি অথবা MCA ডিগ্রি থাকতে হবে।
  • System Administrator পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স–এ B.E/B.Tech ডিগ্রি থাকতে হবে।
  • এখানে আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। বিস্তারিতভাবে জানার জন্য আবেদনকারী প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন: WBSEDCL Recruitment 2024: সরাসরি চাকরির সুযোগ বিদ্যুৎ দপ্তরে! মাসিক বেতন ৫০,০০০ টাকা

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া ০৬.০১.২০২৫ তারিখ থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৪.০১.২০২৫ তারিখ পর্যন্ত।

আরও পড়ুন: UGC: NET বাধ্যতামূলক নয় অধ্যাপক হতে গেলে! কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কী কী বদল আনছে ইউজিসি

গুরুত্বপূর্ণ লিংক (Important Links)

Official NotificationClick Here
Official WebsiteClick Here
Apply OnlineClick Here

আরও পড়ুন: ২১টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করল UGC; রয়েছে কলকাতার প্রতিষ্ঠানও, দেখে নিন তালিকা

Leave a Comment