WBSEDCL Recruitment 2024: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। West Bengal State Electricity Distribution Company Limited (WBSEDCL)-এর তরফ থেকে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরি প্রার্থীরা বিদ্যুৎ দপ্তরে কাজ করার স্বপ্ন দেখেন, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। আসুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
West Bengal State Electricity Distribution Company Limited (WBSEDCL) কর্তৃক কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
যেসমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেই পদগুলির নাম নীচে উল্লেখ করা হল।
1. Special Officer (S&LP)
2. Security Officer
3. Assistant Security Officer
4. Security Supervisor
5. Security Officer (Land)
আরও পড়ুন: UGC: NET বাধ্যতামূলক নয় অধ্যাপক হতে গেলে! কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কী কী বদল আনছে ইউজিসি
মোট শূন্যপদ (Total Vacancy)
সবগুলি পদ মিলিয়ে এখানে মোট ১৫টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা নীচে উল্লেখ করা হল।
পদের নাম | শূন্যপদ |
Special Officer (S&LP) | ৭ টি |
Security Officer | ২ টি |
Assistant Security Officer | ১ টি |
Security Supervisor | ১ টি |
Security Officer (Land) | ৪ টি |
আরও পড়ুন: ২১টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করল UGC; রয়েছে কলকাতার প্রতিষ্ঠানও, দেখে নিন তালিকা
বয়স সীমা (Age Limit)
এই পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ০১.০১.২০২৫ তারিখের হিসাবে সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে হতে হবে। ৬২ বছরের বেশি বয়সীরা এখানে আবেদন করতে পারবেন না।
বেতন (Salary)
- Special Officer (S&LP) পদে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন ৪০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত হবে।
- Security Officer পদে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন ৫০,০০০ টাকা হবে।
- Assistant Security Officer পদে নিযুক্ত কর্মীর মাসিক বেতন ৩৩,০০০ টাকা হবে।
- Security Supervisor পদে নিযুক্ত কর্মীর মাসিক বেতন ২৯,০০০ টাকা হবে।
- Security Officer (Land) পদে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন ৪৮,০০০ টাকা হবে।
আরও পড়ুন: Samsung Galaxy S25 Series ফোনের দাম ফাঁস হয়ে গেলো লঞ্চের আগেই, দাম কত হবে? কী কী ফিচার থাকবে?
আবেদন প্রক্রিয়া (Application Process)
এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের আগে থেকে কোনো আবেদনপত্র জমা করতে হবে না। প্রার্থীদেরকে সরাসরি ইন্টারভিউয়ের দিন আবেদনপত্র সহ প্রয়োজনীয় ডকুমেন্টসগুলির অরিজিনাল হার্ড কপি এবং জেরক্স কপি একত্রিত করে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় উপস্থিত থাকতে হবে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের স্থান:
Seminar Hall-I, Vidyut Bhavan,
7th Floor, Block-‘D’, Sector-II, Bidhannagar, Kolkata-700091
ইন্টারভিউয়ের দিন ও সময়:
21.01.2025 (Tuesday)
10.00 A.M
আরও পড়ুন: ভারতে লঞ্চ হয়েছে OPPO Reno 13 Pro 5G, 50MP সেলফি ক্যামেরা এতে আর কী কী আছে?
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
এই পদগুলিতে শুধুমাত্র সেই সকল প্রার্থীরাই আবেদন করতে পারবেন যারা এর আগে কোনো সরকারি চাকরি করতেন কিন্তু বর্তমানে অবসরপ্রাপ্ত। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা সম্বন্ধে বিস্তারিতভাবে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নিতে অনুরোধ করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ লিংক (Important Links)
Official Notification | Click Here |
Official Website | Click Here |