Burdwan Medical College Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। আরও একবার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের অধীনে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। Burdwan Medical College-এর অধীনে এই নিয়োগ করা হবে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
Burdwan Medical College, Purba Bardhaman-এর অধীনে Department of Microbiology-তে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
Infection Control Nurse পদে কর্মী নিয়োগ করা হবে।
আরও পড়ুন: বিরাট সতর্কতা PhonePe এবং Google Pay ইউজারদের জন্য, আপনার যা জানা জরুরী
মোট শূন্যপদ (Total Vacancy)
এখানে মাত্র ১টি শূন্যপদ রয়েছে।
বয়স সীমা (Age Limit)
এখানে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। ৪০ বছরের বেশি বয়স হলে এখানে আবেদন করা যাবে না।
আরও পড়ুন: ২৫,০০০ টাকা পাবেন ফ্রী-তে HPCL-এ চাকরির ট্রেনিং করে, জানুন বিস্তারিত
বেতন (Salary)
এই পদে নিয়োগের পর নিযুক্ত ব্যক্তির মাসিক বেতন ২৫,০০০ টাকা হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
এখানে আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের দিন বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দিষ্ট ঠিকানায় নিজেদের সমস্ত জরুরি ডকুমেন্টস এবং আবেদনপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে।
আরও পড়ুন: Canara Bank Recruitment 2025
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
- এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
- আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের দিন অর্থাৎ আগামী ১০.০১.২০২৫ তারিখ সকাল ১০ টার মধ্যে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় উপস্থিত থাকতে হবে।
প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন যে সমস্ত জরুরী ডকুমেন্টস নিয়ে উপস্থিত থাকতে হবে সেগুলি নীচে উল্লেখ করা হল।
আরও পড়ুন: আপনার কাছে পুরনো ২ টাকার নোট আছে? তাহলে ২০ লক্ষ টাকা ঢুকতে পারে আপনার অ্যাকাউন্টে!
1) ID & address proof- Voter ID Card/ Aadhaar Card / Passport.
2) Age proof Admit card (Madhyamik or Equivalent)/Birth certificate.
3) Mark sheet and certificate of all examination passed.
4) Working experience certificate in nursing at Govt. /Private Hospital (At least 2 years of experience).
5) Registration certificate of West Bengal Nursing Council.
6) Certificate of Training in infection prevention and control.
7) Computer qualification certificate.
8) 2 copies of self signed colour passport size recent photographs.
9) No Objection Certificate (NOC) from the employer.
আরও পড়ুন: ভারতে লঞ্চ হলো OnePlus 13 এবং OnePlus 13R, জেনে নিন এদের দুর্দান্ত স্পেসিফিকেশন
ইন্টারভিউয়ের স্থান
Conference hall, Burdwan Medical College, Burdwan
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
এখানে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে B.Sc nursing করে থাকতে হবে। পাশাপাশি, যেকোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে নার্সিংয়ে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।