WB Teacher Recruitment 2025: এয়ার ফোর্স স্কুল ব্যারাকপুরে শিক্ষক নিয়োগ চলছে, জানুন আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। Air Force School Barrackpore-এ (Post Office: Bengal Enamel, District: North 24 Parganas, West Bengal -743122) বিভিন্ন বিষয়ের শিক্ষক পদে নিয়োগ করা হবে। এখানে উপযুক্ত এবং আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আসুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
পদের নাম এবং শূন্যপদ
1. ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, আইটি বিষয়ে Post Graduate Teacher (PGT) চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করা হবে। প্রতিটি বিষয়ের জন্য একটি করে শূন্যপদ রয়েছে।
2. Special Educator হিসাবে চুক্তিভিত্তিক Primary Teacher (PRT) নিয়োগ করা হবে। এখানে একটি মাত্র শূন্যপদ রয়েছে।
3. স্থায়ীভাবে Primary Teacher (PRT) নিয়োগ করা হবে। এখানে তিনটি মাত্র শূন্যপদ রয়েছে।
4. চুক্তির ভিত্তিতে Nursery Teacher (NTT) পদে নিয়োগ করা হবে। এখানে একটি মাত্র শূন্যপদ রয়েছে।
5. স্থায়ীভাবে Lab Attendent পদে নিয়োগ করা হবে। এখানে একটি মাত্র শূন্যপদ রয়েছে।
6. স্থায়ীভাবে Accounts Assistant পদে নিয়োগ করা হবে। এখানে একটি মাত্র শূন্যপদ রয়েছে।
7. চুক্তির ভিত্তিতে Helper পদে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে নিয়োগের ক্ষেত্রে এখানে একটি শূন্যপদ রয়েছে।
8. স্থায়ীভাবে Helper পদে নিয়োগ করা হবে। এখানে মোট তিনটি শূন্যপদ রয়েছে। যার দুইজন মহিলা এবং একজন পুরুষ নিয়োগ করা হবে।
প্রয়োজনীয় যোগ্যতা
প্রয়োজনীয় যোগ্যতা এবং অন্যান্য বিবরণ স্কুলের ওয়েবসাইট www.afsbkp.in থেকে বিস্তারিতভাবে জানা যাবে।
আবেদন প্রক্রিয়া
আবেদনকারী প্রার্থীদের নিজেদের আবেদনপত্র তাদের সিভি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি সেল্ফ অ্যাটেস্টেড করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
The Executive Director, Air Force School Barrackpore, P.O. Bengal Enamel, North 24 Parganas, Pin-743122.
আবেদনপত্র পাঠানোর সময় কোন পদের জন্য আপনি আবেদন করছেন সেটি খামের উপর স্পষ্টভাবে “APPLICATION FOR THE POST OF ………………..” এইভাবে লিখে দিতে হবে।
আবেদনের শেষ তারিখ
এখানে আবেদন করার শেষ তারিখ হল ১৬ জানুয়ারি, ২০২৫ দুপুর ২টা পর্যন্ত।
অসম্পূর্ণ আবেদন এবং প্রয়োজনীয় নথি ছাড়া পাঠানো আবেদন গ্রহণ করা হবে না।
এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য পাওয়ার জন্য air_force_school_bkp@yahoo.com-এই ইমেইল আইডিতে ইমেইল করতে পারেন।
গুরুত্বপূর্ণ লিংক
Official Website | Click Here |
Official Notification | Click Here |