মাত্র ৯১ টাকায় ৯০ দিন! Jio-কে টেক্কা দিতে ধামাকাদার প্ল্যান আনল BSNL

BSNL Recharge Plan: দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিকম সংস্থাগুলি হল জিও (Jio), এয়ারটেল (Airtel), ভোডাফোন-আইডিয়া (Vodafon-Idea)। এবার এই সমস্ত বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে রীতিমত টক্কর দিচ্ছে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)। এবার বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited) সংস্থাটি কম দামে বেশি ভ্যালিডিটি সম্পন্ন রিচার্জ প্ল্যান বাজারে নিয়ে এসেছে। বিএসএনএল সংস্থাটি ১০০ টাকারও কম দামে রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। আজকের এই প্রতিবেদনে বিএসএনএল (BSNL)-এর এই নতুন প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

বিএসএনএল (BSNL)-এর বড় চমক

বর্তমানে বেসরকারি টেলিকম সংস্থাগুলির রিচার্জ প্ল্যানগুলি বেশ ব্যয়বহুল। এই সময় সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)-এর কম দামের রিচার্জ প্ল্যানগুলি গ্রাহকদের অনেক বেশি আকৃষ্ট করছে। অনেক গ্রাহকই এখন তাদের সিম বিএসএনএল (BSNL)-এ পোর্ট করিয়ে নিচ্ছেন। এর ফলে বিএসএনএল (BSNL)-এর গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

তবে এবার বিএসএনএল সংস্থাটি নতুন প্ল্যান নিয়ে এসেছে। বিএসএনএল (BSNL)-এর ৯১ টাকার রিচার্জ প্ল্যানটি সকলের নজর কেড়েছে। এই রিচার্জ প্ল্যানটির দাম কম হলেও এই প্ল্যানের সুবিধা অনেক।

আরও পড়ুন: Samsung S25 লঞ্চের আগে হুড়মুড়িয়ে পড়ল Samsung S23 Ultra এর দাম! হাফ দামে বিক্রি হচ্ছে Amazon-এ

এই প্ল্যানটি রিচার্জ করলে টানা ৩ মাস গ্রাহকদের আর রিচার্জ নিয়ে ভাবতে হবে না। এই রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি ৯০ দিন।

যে সমস্ত গ্রাহকরা তাদের দ্বিতীয় অপশন হিসেবে বিএসএনএল (BSNL)-এর সিম ব্যবহার করেন এবং নিজেদের সিমটি অ্যাক্টিভ রাখতে চান, সেই সমস্ত গ্রাহকদের জন্য এই রিচার্জ প্ল্যানটি একদম আদর্শ। এই প্ল্যানটিতে গ্রাহকরা মেসেজ এবং ইনকামিং কল করার সুবিধা পাবেন।

আরও পড়ুন: Teacher Recruitment: এয়ার ফোর্স স্কুল ব্যারাকপুরে শিক্ষক নিয়োগ চলছে, জানুন আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

বিএসএনএল (BSNL)-এর ৯১ টাকার রিচার্জ প্ল্যান

বিএসএনএল (BSNL)-এর ৯১ টাকার রিচার্জ প্ল্যানটি শুধুমাত্র সিম সচল রাখার জন্যই। এই প্ল্যানে কোনো ডেটা বা টকটাইম নেই। বিশেষ বিষয় হল টকটাইম প্যাক এবং অ্যাড অন ডেটা প্যাকগুলি কম দামে পাওয়া যাবে।

আরও পড়ুন: সরাসরি বর্ধমান মেডিকেল কলেজে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

বিএসএনএল (BSNL)-এর এই প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকদের সিমটি অ্যাক্টিভ থাকবে।

আরও পড়ুন: বিরাট সতর্কতা PhonePe এবং Google Pay ইউজারদের জন্য, আপনার যা জানা জরুরী

Leave a Comment