মাধ্যমিক পাসেই ৫২ হাজারের বেশি শূন্যপদে ভারতীয় রেলে নিয়োগ চলছে, জানুন বিস্তারিত

RRB Group D Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কিছুদিন আগেই Railway Recruitment Board (RRB)-এর তরফ থেকে ৩২,৪৩৮টি শূন্যপদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তবে এবার সে বিজ্ঞপ্তি নিয়ে আরও একটি বড়ো আপডেট সামনে এসেছে। Railway Recruitment Board (RRB)-এর তরফ থেকে আবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে শূন্যপদ আরও বেড়েছে। আসুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

Railway Recruitment Board (RRB) কর্তৃক Group D বিভাগে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

Group D বিভাগে যেসমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি নীচে উল্লেখ করা হল।

আরও পড়ুন: Aadhaar Card: আধার কার্ডে যে বিষয়গুলি বিনামূল্যে আপডেট করা যাবে না, ফি কত দিতে হবে

1. Pointsman-B

2. Assistant (Track Machine)

3. Assistant (Bridge)

4. Track Maintainer Gr. IV

5. Assistant P-Way

6. Assistant (C&W)

7. Assistant TRD

8. Assistant (S&T)

9. Assistant Loco Shed (Diesel)

10. Assistant Loco Shed (Electrical)

11. Assistant Operations (Electrical)

12. Assistant TL & AC

13. Assistant TL & AC (Workshop)

14. Assistant (Workshop) (Mech)

আরও পড়ুন: Honda Car: ১ লাখ টাকারও বেশি ছাড় হোন্ডার এই গাড়িতে! রইলো গাড়ির দাম, ফিচার্স সহ বিস্তারিত

মোট শূন্যপদ (Total Vacancy)

Railway Recruitment Board (RRB)-এর তরফ থেকে প্রথমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল সবগুলি পদ মিলিয়ে মোট ৩২, ৪৩৮টি শূন্যপদ থাকবে। তবে সম্প্রতি Railway Recruitment Board (RRB)-এর তরফ থেকে বলা হয়েছে, শূন্যপদের সমীক্ষা করার পর আরও ২৫,৮০৪টি বাড়ানো হয়েছে। অর্থাৎ এবার মোট ৫৮,২৪২টি শূন্যপদে নিয়োগ করা হবে। যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেই সবগুলি পদের জন্যই ভিন্ন শূন্যপদ রয়েছে।

বয়স সীমা (Age Limit)

এখানে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৬ বছরের মধ্যে হতে হবে। আগে এখানে আবেদন করার সর্বোচ্চ বয়স ৩৩ বছর পর্যন্ত ছিল। তবে এবার সেটি বাড়িয়ে ৩৬ বছর পর্যন্ত করে দেওয়া হয়েছে। তবে এরপরেও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আরও পড়ুন: মহিলারা মাসে ২১০০ টাকা পাবেন ১০০০ টাকার বদলে! নতুন বছরেই দারুণ খবর দিলেন মুখ্যমন্ত্রী

আবেদন প্রক্রিয়া (Application Process)

এখানে আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। প্রার্থীরা RRB-এর যেই জোনে আবেদন করতে ইচ্ছুক সেই জোনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের আবেদন জানাতে হবে।

আবেদন ফি (Application Fee)

সাধারণ শ্রেণীর প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫০০ টাকা দিতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের এবং মহিলাদের আবেদন ফি বাবদ ২৫০ টাকা দিতে হবে।

আরও পড়ুন: RRB Teacher Job: ৭৫৩টি শূন্যপদে রেলওয়ে শিক্ষক নিয়োগ চলছে, কারা কীভাবে আবেদন করবেন?

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

নিয়োগ প্রক্রিয়া নিম্নলিখিত পর্যায়ে সংগঠিত হবে:

1. Computer-Based Test (CBT-1)

2. Physical Efficiency Test

3. Medical/Document Verification

আরও পড়ুন: Teacher Recruitment: এয়ার ফোর্স স্কুল ব্যারাকপুরে শিক্ষক নিয়োগ চলছে, জানুন আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

এখানে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম দশম শ্রেণী পাস করে থাকতে হবে। এছাড়াও কিছু কিছু পদের জন্য ITI পাস করে থাকতে হবে। অথবা NCVT দ্বারা প্রদত্ত National Apprenticeship Certificate (NAC) থাকতে হবে।

আরও পড়ুন: Honda Activa vs TVS Jupiter: টিভিএস জুপিটার নাকি হন্ডা অ্যাক্টিভা, কোন স্কুটারের মাইলেজ বেশি?

আবেদনের শেষ তারিখ (Last date of application)

আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৩ জানুয়ারি, ২০২৫ থেকে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২২ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত।

আরও পড়ুন: মাত্র ৯১ টাকায় ৯০ দিন! Jio-কে টেক্কা দিতে ধামাকাদার প্ল্যান আনল BSNL

Leave a Comment