বর্তমান সময়ে অনলাইন লেনদেন প্রচুর পরিমাণে বৃদ্ধি পেলেও এখনও অনেক মানুষ নগদ লেনদেনের উপর ভরসা রাখে। এর মধ্যে অনেকেই আবার ব্যাঙ্কে গিয়ে টাকা তোলার বদলে সময় বাঁচাতে ATM ব্যবহার করে থাকেন।
ডেবিট কার্ডের মাধ্যমে এটিএম (ATM) থেকে টাকা তোলা যায়। তবে টাকা তোলার পরিমাণ নির্দিষ্ট থাকে। ব্যাঙ্ক ও কার্ড বিশেষে এর পরিমাণ আলাদা আলাদা হয়।
প্রতিটি ব্যাঙ্ক তার গ্রাহকের লেনদেনের ধরন অনুযায়ী বিভিন্ন রকম কার্ড ইস্যু করে থাকে। এই কার্ডের উপর নির্ভর করে টাকা তোলার লিমিট। আজকের প্রতিবেদন বিভিন্ন ব্যাঙ্কের টাকা তোলার লিমিটের উপর আলোকপাত করা হল।
আরও পড়ুন: Traffic Challan: কী শাস্তি গাড়ির নম্বর প্লেট লুকিয়ে রাখলে? কত হাজার টাকা চালান দিতে হয়?
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা PNB (Punjab National Bank) তার গ্রাহকদের জন্য বিভিন্ন রকম ডেবিট কার্ড ইস্যু করে থাকে। এই ব্যাঙ্কের RuPay NCMC ক্লাসিক বা মাস্টারকার্ড ক্লাসিক ডেবিট কার্ড-এর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ২৫,০০০ টাকা তোলা যায়। আবার RuPay প্লাটিনাম, বিজনেস প্লাটিনাম NCMC কার্ড-এর মাধ্যমে দৈনিক ১,০০,০০০ টাকা তোলা যায়। ভিসা স্বাক্ষর, মাস্টারকার্ড বিজনেস ডেবিট কার্ড-এর মাধ্যমে দৈনিক ১,৫০,০০০ টাকা তোলা যায়।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা BOI (Bank of India) তার গ্রাহকদের জন্য বিভিন্ন রকম ডেবিট কার্ড ইস্যু করে থাকে। এই ব্যাঙ্কের গ্রাহক Rupay Kisan, Master Card টাইটানিয়াম ডেবিট কার্ড-এর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ১৫,০০০ টাকা তুলতে পারেন। RuPay প্লাটিনাম, ভিসা পেওয়েভ ডেবিট কার্ড-এর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ৫০,০০০ টাকা তুলতে পারেন। এছাড়া ভিসা বিজনেস এবং স্বাক্ষর ডেবিট কার্ড-এর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ১,০০,০০০ টাকা তুলতে পারা যায়।
ফেডারেল ব্যাঙ্ক (Federal Bank) তার গ্রাহকদের জন্য বিভিন্ন রকম ডেবিট কার্ড ইস্যু করে থাকে। এই ব্যাঙ্কের ফেডফার্স্ট কন্টাক্টলেস ডেবিট কার্ড-এর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ২,৫০০ টাকা তোলা যায়। RuPay ক্রাউন ডেবিট কার্ড-এর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ২৫,০০০ টাকা তোলা যায়। এছাড়া ভিসা সেলেস্তা কন্টাক্টলেস ডেবিট কার্ড-এর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ১,০০,০০০ টাকা তোলা যায়।
Axis Bank তার গ্রাহকদের জন্য বিভিন্ন রকম ডেবিট কার্ড ইস্যু করে থাকে। এই ব্যাঙ্কের RuPay প্ল্যাটিনাম বা PowerSalute ডেবিট কার্ড-এর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ৪০,০০০ টাকা তোলা যায়। লিবার্টি, অনলাইন পুরষ্কার, পুরষ্কার প্লাস-এর মতো কার্ডগুলির মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ৫০,০০০ টাকা তোলা যায়। প্রায়োরিটি, প্রেস্টিজ, ডিলাইট, ভ্যালু প্লাস ডেবিট কার্ড-এর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ১,০০,০০০ টাকা তোলা যায়। এছাড়া বারগান্ডি ডেবিট কার্ড-এর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ৩,০০,০০০ টাকা তোলা যায়।
ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank) তার গ্রাহকদের জন্য বিভিন্ন রকম ডেবিট কার্ড ইস্যু করে থাকে। সিনিয়র সিটিজেন, PMJDY অ্যাকাউন্ট-এর জন্য ইস্যু করা ডেবিট কার্ড-এর মাধ্যমে সর্বোচ্চ দৈনিক ২৫,০০০ টাকা তোলা যায়। RuPay প্লাটিনাম, মাস্টারকার্ড ওয়ার্ল্ড ডেবিট কার্ড-এর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ৫০,০০০ টাকা তোলা যায়। RuPay কিষাণ, মুদ্রা ডেবিট কার্ড-এর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ১০,০০০ টাকা তোলা যায়। RuPay ইন্টারন্যাশনাল প্লাটিনাম ডেবিট কার্ড-এর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ১,০০,০০০ টাকা তোলা যায়।
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক (Kotak Mahindra Bank) তার গ্রাহকদের জন্য বিভিন্ন রকম ডেবিট কার্ড ইস্যু করে থাকে। কোটাক জুনিয়র ডেবিট কার্ড-এর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ৫,০০০ টাকা তোলা যায়। RuPay ডেবিট কার্ড বা ক্লাসিক ওয়ান ডেবিট কার্ড-এর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ১০,০০০ টাকা তোলা যায়। প্রিভি লিগ ব্ল্যাক ডেবিট কার্ড-এর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ২,৫০,০০০ টাকা তোলা যায়।
আরও পড়ুন: মাধ্যমিক পাসেই ৫২ হাজারের বেশি শূন্যপদে ভারতীয় রেলে নিয়োগ চলছে, জানুন বিস্তারিত
ICICI (Industrial Credit and Investment Corporation of India) ব্যাঙ্ক তার গ্রাহকদের জন্য বিভিন্ন রকম ডেবিট কার্ড ইস্যু করে থাকে। ICICI কোরাল প্লাস ডেবিট কার্ড-এর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা তোলা যায়। এক্সপ্রেশন, প্ল্যাটিনাম, টাইটানিয়াম ডেবিট কার্ড-এর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ১,০০,০০০ টাকা তোলা যায়। স্মার্ট শপার সিলভার ডেবিট কার্ড-এর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ৫০,০০০ টাকা তোলা যায়। সাফিরো ডেবিট কার্ড এর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ২,৫০,০০০ টাকা তোলা যায়।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI (State Bank Of India) তার গ্রাহকদের জন্য বিভিন্ন রকম ডেবিট কার্ড ইস্যু করে থাকে। এসবিআই মায়েস্ট্রো বা ক্লাসিক ডেবিট কার্ড-এর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ৪০,০০০ টাকা তোলা যায়। টাচ, এসবিআই গোল্ড ডেবিট কার্ড-এর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ৪০,০০০ টাকা তোলা যায়। স্টেট ব্যাঙ্ক প্ল্যাটিনাম ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড-এর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ১,০০,০০০ টাকা তোলা যায়।
আরও পড়ুন: Aadhaar Card: আধার কার্ডে যে বিষয়গুলি বিনামূল্যে আপডেট করা যাবে না, ফি কত দিতে হবে
HDFC (HDFC Bank) ব্যাঙ্ক তার গ্রাহকদের জন্য বিভিন্ন রকম ডেবিট কার্ড ইস্যু করে থাকে। এই ব্যাঙ্কের ইস্যু করা আন্তর্জাতিক, মহিলাদের সুবিধা, এনআরও ডেবিট কার্ড-এর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ২৫,০০০ টাকা তোলা যায়। আন্তর্জাতিক বিজনেস, টাইটানিয়াম, গোল্ড ডেবিট কার্ড-এর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ৫০,০০০ টাকা তোলা যায়। টাইটানিয়াম রয়্যাল ডেবিট কার্ড-এর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ৭৫,০০০ টাকা তোলা যায়। প্ল্যাটিনাম, ইম্পেরিয়া প্ল্যাটিনাম চিপ ডেবিট কার্ড-এর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ১,০০,০০০ টাকা তোলা যায়। জেটপ্রিভিলেজ ওয়ার্ল্ড ডেবিট কার্ড-এর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ৩,০০,০০০ টাকা তোলা যায়।
আরও পড়ুন: Honda Car: ১ লাখ টাকারও বেশি ছাড় হোন্ডার এই গাড়িতে! রইলো গাড়ির দাম, ফিচার্স সহ বিস্তারিত
কানাড়া ব্যাঙ্ক (Canara Bank) তার গ্রাহকদের জন্য বিভিন্ন রকম ডেবিট কার্ড ইস্যু করে থাকে। ক্লাসিক RuPay, ভিসা বা স্ট্যান্ডার্ড মাস্টারকার্ড ডেবিট কার্ড-এর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ৭৫,০০০ টাকা তোলা যায়। প্লাটিনাম, মাস্টারকার্ড বিজনেস ডেবিট কার্ড-এর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ১,০০,০০০ টাকা তোলা যায়।
আরও পড়ুন: মহিলারা মাসে ২১০০ টাকা পাবেন ১০০০ টাকার বদলে! নতুন বছরেই দারুণ খবর দিলেন মুখ্যমন্ত্রী
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Union Bank of India) তার গ্রাহকদের জন্য বিভিন্ন রকম ডেবিট কার্ড ইস্যু করে থাকে। ক্লাসিক ভিসা, মাস্টারকার্ড, RuPay ডেবিট কার্ড-এর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ২৫,০০০ টাকা তোলা যায়। প্ল্যাটিনাম ভিসা বা মাস্টারকার্ড ডেবিট কার্ড-এর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ৭৫,০০০ টাকা তোলা যায়। বিজনেস প্ল্যাটিনাম RuPay ডেবিট কার্ড-এর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ১,০০,০০০ টাকা তোলা যায়।
আরও পড়ুন: RRB Teacher Job: ৭৫৩টি শূন্যপদে রেলওয়ে শিক্ষক নিয়োগ চলছে, কারা কীভাবে আবেদন করবেন?