লঞ্চের আগে লিক হলো Redmi 14C 5G ফোনের ভারতীয় দাম, জেনে নিন এর দাম সহ স্পেসিফিকেশন

Redmi 14C 5G: মোবাইল ফোনের জগতে Xiaomi একটি উল্লেখযোগ্য নাম। এই Xiaomi গত বছর অগাস্ট মাসে তাদের Redmi 14C 4G ফোনটি বাজারে এনেছিল। ঠিক এর চার মাস পর এই ফোনেরই 5G মডেল Redmi 14C 5G বাজার আনার কথা ঘোষণা করেছে কোম্পানিটি। চলতি মাসের ৬ তারিখ এই মোবাইল লঞ্চ হওয়ার কথা কিন্তু তার আগেই এই মোবাইলের দাম ও ফিচার অনলাইন মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছে।

Redmi 14C 5G ফোনটির দাম কত হতে পারে?

অনলাইন মাধ্যমে পাওয়া খবর অনুযায়ী ভারতে Redmi 14C 5G ফোনটির একাধিক ভ্যারিয়েন্ট আসবে। এর মধ্যে 4GB RAM ও 128GB স্টোরেজ বিশিষ্ট ফোনটির দাম থাকবে 13,999 টাকা হবে। কিন্তু সেল চলাকালীন ফোনটি দাম 10,999 টাকা থেকে 11,999 টাকার মধ্যেই পাওয়া যাবে।

Redmi 14C 5G ফোনটির ফিচার সমূহ একনজরে দেখে নিন

ডিসপ্লে

Redmi 14C 5G ফোনটির ডিসপ্লে 6.99-ইঞ্চি এবং HD+ হবে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

আরও পড়ুন: ২০২৫-এর জানুয়ারি থেকেই UPI-এর এই নিয়মে বদল, জানুন বিস্তারিত

প্রসেসর

Redmi 14C 5G ফোনটিতে  অক্টা-কোর প্রসেসর দেওয়া হবে। এছাড়াও জানা গিয়েছে এই ফোনটিতে Qualcomm Snapdragon 4 Gen 2 চিপসেট থাকতে পারে।

RAM এবং স্টোরেজ

Redmi 14C 5G ফোনটি ভারতে মোট 4টি ভ্যারিয়‍্যান্ট সহ আত্মপ্রকাশ করবে। ফোনটিতে 4GB, 6GB, 8GB ও 12GB RAM থাকবে। এর স্টোরেজ 64GB, 128GB, 256GB এবং 512GB হতে পারে।

আরও পড়ুন: CBI হানা দিতেই ED অফিসারের বাড়িতে উদ্ধার টাকার পাহাড়! পরিমাণ জানলে চমকে যাবেন

ক্যামেরা

Redmi 14C 5G ফোনটির রেয়ার ক্যামেরা 13 MP মেইন সেন্সর হবে ও 0.8MP সেকেন্ডারি লেন্স বিশিষ্ট হবে। ফোনটির ফ্রন্ট সেলফি ক্যামেরা হবে 5 MP’র।

আরও পড়ুন: WBPSC: রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ, কোন কোন বিষয়ে? রইলো বিস্তারিত

ব্যাটারি

Redmi 14C 5G ফোনটিতে 5160mAh-এর ব্যাটারি থাকবে যা 18W চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন: SBI Clerk Recruitment 2025: ১৪,১৯১টি শূন্যপদে SBI ক্লার্ক নিয়োগ চলছে, জানুন আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

Leave a Comment