Jio Recharge Plan 2025: রিলায়েন্স জিও (Reliance Jio) হল দেশের সবথেকে বড় বেসরকারি টেলিকম সংস্থা। জিও (Jio) সংস্থাটির কাছে অন্যান্য বেসরকারি টেলিকম সংস্থার তুলনায় সবথেকে কম দামের ডেটা ভাউচার রয়েছে। জিও সংস্থাটি সম্প্রতি ১৯ টাকা এবং ২৯ টাকার ডেটা ভাউচারে বদল এনেছে। ১৯ টাকা এবং ২৯ টাকার ডেটা ভাউচারের ভ্যালিডিটি কমিয়ে দেওয়া হয়েছে।
নতুন বছর অর্থাৎ ২০২৫ সালে জিও সংস্থাটি বেশ কিছু ডেটা ভাউচার প্ল্যান নিয়ে এসেছে। জিও (Jio)-এর ডেটা প্ল্যানগুলির দাম রয়েছে ১১ টাকা, ১৯ টাকা, ২৯ টাকা এবং ৪৯ টাকা। দেশের সমস্ত সার্কেলে এই ডেটা ভাউচারগুলি গ্রাহকরা পেয়ে যাবেন। শর্ট-টার্ম ডেটা ব্যবহারের জন্য এই ডেটা ভাউচারগুলি রিচার্জ করা যাবে। ২০২৫ সালে জিও (Jio)-এর সবথেকে সস্তা ডেটা ভাউচার কোনগুলি তা আজকের এই প্রতিবেদনে এক নজরে দেখে নেওয়া যাক।
জিও (Jio)-এর ১১ টাকার ডেটা প্ল্যান
জিও (Jio)-এর সবথেকে সস্তা ডেটা ভাউচার হল ১১ টাকার। গ্রাহকরা, এই ডেটা প্ল্যানটিতে ১ ঘন্টার ভ্যালিডিটি পাবেন। এই ১ ঘন্টার জন্য গ্রাহকরা মোট ১০ জিবি ডেটা পেয়ে যাবেন। তবে ক্ষেত্রে জেনে রাখা প্রয়োজন যে, শুধুমাত্র অ্যাক্টিভ রিচার্জের সাথেই এই ডেটা প্ল্যানটি কাজ করবে।
আরও পড়ুন: ৫০০০ টাকার নোট বাজারে আসতে চলেছে! নতুন বছরে ‘বিরাট’ ঘোষণা করলো RBI
জিও (Jio)-এর ১৯ টাকার ডেটা প্ল্যান
জিও (Jio)-এর ১৯ টাকার ডেটা প্ল্যানটিতে গ্রাহকরা ১ দিনের ভ্যালিডিটি পাবেন। এই ডেটা প্ল্যানটিতে গ্রাহকরা ১ জিবি ডেটা পেয়ে যাবে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৪ সালে এই ডেটা প্ল্যানটির ভ্যালিডিটি গ্রাহকদের বেস রিচার্জের মতোই হত।
আরও পড়ুন: লঞ্চের আগে লিক হলো Redmi 14C 5G ফোনের ভারতীয় দাম, জেনে নিন এর দাম সহ স্পেসিফিকেশন
জিও (Jio)-এর ২৯ টাকার ডেটা প্ল্যান
জিও (Jio)-এর ২৯ টাকার ডেটা প্ল্যানটিতে গ্রাহকরা ২ দিনের ভ্যালিডিটি পাবেন। এই ডেটা প্ল্যানটিতে গ্রাহকরা মোট ২ জিবি ডেটা পেয়ে যাবেন। আগে অর্থাৎ ২০২৪ সালে এই ডেটা প্ল্যানটির ভ্যালিডিটি বেস রিচার্জের মতোই হত।
আরও পড়ুন: ২০২৫-এর জানুয়ারি থেকেই UPI-এর এই নিয়মে বদল, জানুন বিস্তারিত
জিও (Jio)-এর ৪৯ টাকার ডেটা প্ল্যান
জিও (Jio)-এর ৪৯ টাকার ডেটা প্ল্যানটির ভ্যালিডিটি হল ১ দিন। এই ডেটা প্ল্যানটিতে গ্রাহকরা আনলিমিটেড ডেটা সহ ২৫ জিবি ডেটা পেয়ে যাবেন।
আরও পড়ুন: CBI হানা দিতেই ED অফিসারের বাড়িতে উদ্ধার টাকার পাহাড়! পরিমাণ জানলে চমকে যাবেন