School Teachers Rule 2025 : ২০২৫ থেকে কড়া নিয়ম শিক্ষকদের জন্য, কী নিয়ম? জেনে নিন

School Teachers Rule 2025: মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) সম্প্রতি ২০২৫ শিক্ষাবর্ষের জন্য অ্যাকাডেমিক ক্যালেন্ডার এবং টিচার্স ডায়েরি প্রকাশ করল। এই ডায়েরিতে শিক্ষকদের হাজিরার সময় থেকে শুরু করে, প্রার্থনার সময়, ক্লাসের সময় ইত্যাদি বিভিন্ন নিয়মের উল্লেখ করা হয়েছে। এগুলি ছাড়াও সারা বছরে কতদিন ছুটি থাকবে, কতদিন পরীক্ষা হবে, পরীক্ষার জন্য কতটা সময় বরাদ্দ থাকবে, সারা বছরে মোট কত দিন ক্লাস হবে ইত্যাদি বিষয়গুলি নিয়ে কয়েক দফার নির্দেশও দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)-এর দেওয়া নির্দেশিকা অনুযায়ী, সমস্ত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের এখন থেকে সকাল ১০টা ৩৫ মিনিটের মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে। এরপরেই সকাল ১০টা ৪০ মিনিটে প্রার্থনা শুরু করতে হবে।

৮টি করে ক্লাস হবে প্রতিদিন। টিফিন টাইমের আগে ৪টি ক্লাস হবে। টিফিন টাইমের পরে ৪টি ক্লাস হবে। টিফিন টাইমের আগে যে ৪টি ক্লাস হবে সেই ক্লাসগুলি ৪০ মিনিট করে হবে। টিফিন টাইমের পরে যে ৪টি ক্লাস হবে সেই ক্লাসগুলি ৩৫ মিনিট করে হবে।

স্কুলের সময় শুরু হবে সকাল ১০টা ৪০ মিনিট থেকে। স্কুল চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। এছাড়াও ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদেরকে এক বছরে অন্ততপক্ষে হাজার ঘন্টা ক্লাস করাতে হবে।

প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক এবং সকল অশিক্ষক কর্মীদের সকাল ১০টা ৩৫ মিনিটের মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে। কোনো শিক্ষক বা অশিক্ষক কর্মী যদি সকাল ১০টা ৪০ মিনিটের পর বিদ্যালয়ে পৌঁছান, সেক্ষেত্রে তাঁকে ‘লেট মার্ক’ দেওয়া হবে। কোনো শিক্ষক বা অশিক্ষক কর্মী যদি সকাল ১১টা ১৫ মিনিটের পর বিদ্যালয়ে পৌঁছান, সেক্ষেত্রে তাঁকে অনুপস্থিত হিসেবে ধরা হবে। বিকেল সাড়ে ৪টের আগে কোনো শিক্ষক এবং অশিক্ষক কর্মী কেউই বিদ্যালয়ে থেকে বেরোতে পারবেন না।

প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একটি রেজিস্টার রাখতে হবে। সেই রেজিস্টারটিতে প্রত্যেক শিক্ষক এবং অশিক্ষক কর্মীর বিদ্যালয়ে প্রবেশ এবং প্রস্থানের সময়, সই সমেত নথিভুক্ত থাকবে। এছাড়াও প্রত্যেক পড়ুয়া নতুন ক্লাসে উত্তীর্ণ হওয়ার পরে যেন সরকারি বই বিদ্যালয় পুনরায় ফেরত দেয়, সেই বিষয়েও প্রধান শিক্ষককে খেয়াল রাখতে হবে।

বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে যেমন প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবসের মতো জাতীয় অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের অংশগ্রহণ করতে হবে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও প্রতিটি শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের অংশগ্রহণ করা বাধ্যতামূলক।

উপরে উল্লিখিত বিষয়গুলি ছাড়াও নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে যে, বিদ্যালয়ে পড়ুয়ারা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এছাড়াও শিক্ষকদেরকেও অনুরোধ করা হয়েছে যে, ক্লাস চলাকালীন শিক্ষকরা যাতে মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকেন।

Leave a Comment