সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ব্যাঙ্কিং পরিষেবাকে আরও সুরক্ষিত ও কার্যকর করার জন্যে বেশ কিছু নতুন নিয়ম চালু করতে চলেছে নতুন বছরের প্রথম দিন থেকেই। এই নতুন নিয়ম কার্যকর হলে দেশের প্রায় কোটি কোটি গ্রাহকের তিন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। কোন ধরনের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে সেই ব্যাপারে গ্রাহকদের করণীয় কী এসব নিয়েই আজকের প্রতিবেদনে আলোচনা করা হল।
অ্যাকাউন্টগুলি বন্ধ করার কারণ কী?
ব্যাঙ্কিং ব্যবস্থায় বিভিন্ন সাইবার অপরাধ ও জালিয়াতি রুখতে গ্রাহকদের নিরাপদ পরিষেবা দেওয়া ও তাদের সঞ্চিত অর্থকে সুরক্ষিত রাখতে RBI (Reserve Bank of India) এই পদক্ষেপ নিয়েছে।
কোন তিন ধরনের অ্যাকাউন্ট বন্ধ করা হবে
নিষ্ক্রিয় অ্যাকাউন্ট
RBI (Reserve Bank of India)-এর মতে যেসব অ্যাকাউন্টের মাধ্যমে বিগত দুই বছরেরও বেশি সময় ধরে কোনরূপ লেনদেন করা হয়নি, সেগুলিকে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট হিসাবে ধরা হবে। সাইবার অপরাধীরা এই ধরনের অ্যাকাউন্টগুলিকে তাদের লক্ষ্য বানায়।
আরও পড়ুন: UPI থেকে LPG-র দাম, এই বড় বদল হচ্ছে ১ জানুয়ারি ২০২৫ থেকে
নিষ্ক্রিয় (Dormant) অ্যাকাউন্ট
গ্রাহকদের সেইসব অ্যাকাউন্ট বন্ধ করা হবে যে অ্যাকাউন্টগুলি থেকে বিগত ১২ মাস বা তার বেশি সময় ধরে কোনধরনের লেনদেন করা হয়নি।
জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট
অনেক গ্রাহকই এই ধরনের অ্যাকাউন্ট খুলে থাকেন। কিন্তু সেইসব অ্যাকাউন্টে নূন্যতম যে ব্যালেন্স থাকার কথা সেগুলো রাখেননা কিংবা কোনো ধরনের লেনদেন করেন না সেই ধরনের অ্যাকাউন্ট বন্ধ করা হবে।
আরও পড়ুন: School Teachers Rule 2025 : ২০২৫ থেকে কড়া নিয়ম শিক্ষকদের জন্য, কী নিয়ম? জেনে নিন
কীভাবে আপনার অ্যাকাউন্ট সংরক্ষণ করবেন?
এই তিন ধরনের অ্যাকাউন্ট যদি আপনার হয়ে থাকে এবং আপনি যদি অ্যাকাউন্ট বন্ধ হওয়ার সমস্যা রুখতে চান তবে নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহন করুন।
KYC আপডেট করুন
আপনি যদি নিয়মিত আপনার KYC আপডেট করে থাকেন তবে আপনার অ্যাকাউন্ট সক্রিয় থাকবে।
ন্যূনতম ব্যালেন্স বজায় রাখুন
আপনার অ্যাকাউন্টে যে ন্যূনতম ব্যালেন্স রাখার কথা সেটি রাখুন এবং নিয়মিত অ্যাকাউন্টে লেনদেন বজায় রাখুন।
আরও পড়ুন: Ration Card: আর লাইনে দাঁড়াতে হবে না রেশন কার্ড নিয়ে, বড় বদল আসছে নতুন বছরেই
ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করুন
যদি আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় কিংবা কোনোরকম সমস্যার সম্মুখীন হন তবে অবিলম্বে ব্যাঙ্কের নিকটবর্তী শাখায় যোগাযোগ করুন।
অনলাইন মাধ্যম ব্যবহার করুন
আপনার ব্যাঙ্কে যাওয়া যদি সম্ভবপর না হয় তবে সমস্ত ব্যাঙ্কিং প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে পারেন।
আরও পড়ুন: ২০০ টাকার কমে Unlimited 5G ডেটা দিচ্ছে Jio, সাথে প্রতিদিন 2 GB ইন্টারনেট এবং কলিংও