২০২৫ সাল প্রায়ই চলে এলো। কিন্তু দুই বছর হয়ে গেলেও ২০২৩ সালের টেট পরীক্ষার ফলাফল (WB Primary TET 2023 Result) এখনো বের হয়নি। পাশাপাশি আগের বছরের টেট পরীক্ষাগুলো নিয়ে আদালতে একাধিক মামলা চলছে। এর মধ্যে পর্ষদ সভাপতি গৌতম পাল (Goutam Pal) টেট পরীক্ষার বিষয়ে একটি বড় খবর জানালেন।
সভাপতির মতে ২০১৭ এবং ২০২২ সালের টেট পরীক্ষার আইনি জট এখনো পর্যন্ত শেষ হয়নি। আর যতদিন না পর্যন্ত এর সুরাহা হচ্ছে ততদিন ২০২৩ সালের পরীক্ষার ফলাফল (Primary TET 2023 Result) প্রকাশের কোন সম্ভাবনা নেই।
এই বিষয়ে তিনি আরও বলেছেন, “বেশ কিছু আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিছু পরীক্ষার্থী টেটের (Primary TET) ভুল প্রশ্ন নিয়ে আদালতে চ্যালেঞ্জ-ও জানিয়েছিলেন। কিন্তু এই প্রশ্নগুলির বেশিরভাগই ২০১৭ এবং ২০২২ সালের টেটের। তাই আগের টেট পরীক্ষার আইনি জটিলতা না কাটিয়ে ২০২৩ সালের টেটের ফলাফল প্রকাশ করা যাবে না।”
আরও পড়ুন: RBI-এর নির্দেশে বন্ধ যে ৩ ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনারটাও কী আছে?
২০১৭ সালের টেট পরীক্ষায় মোট ২৩ টি প্রশ্ন ভুল ছিল।এর পরে ২০২২ সালে যে টেট পরীক্ষা হয় তাতেও মোট ২৪ টি প্রশ্ন ভুলের অভিযোগ রয়েছে। এই অভিযোগ সামনে আসার পর কলকাতা হাইকোর্ট এই বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব দেয় শিক্ষা পর্ষদের উপর।
হাইকোর্টের নির্দেশ পেয়ে ইতিমধ্যেই প্রশ্ন ভুলের অভিযোগ খতিয়ে দেখার জন্য একাধিক বিশ্ববিদ্যালয় থেকে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ শিক্ষকদের নিয়ে কমিটি গঠন করে। অভিযোগগুলি সঠিক কিনা তা খতিয়ে দেখার পর বিস্তারিতভাবে রিপোর্ট প্রকাশ করা হবে বলে কমিটির তরফ থেকে জানানো হয়।
আরও পড়ুন: UPI থেকে LPG-র দাম, এই বড় বদল হচ্ছে ১ জানুয়ারি ২০২৫ থেকে
এই আইনি জটিলতা শেষ করে তবে ২০২৩ সালের টেট পরীক্ষার ফলাফল (Primary TET 2023 Result) ঘোষণা করা হবে। তবে ২০২৩ সালের টেট পরীক্ষার প্রশ্নপত্র নিয়েও আদালতে মামলা রয়েছে। ওই বছর প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। যার মধ্যে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ছিল ১.৫ লক্ষ।
ওই বছর পর্ষদ সভাপতি গৌতম পাল বছরে দুইবার পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছিলেন যার ফলে প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০২৩ এর ডিসেম্বরে পরীক্ষা নেয়। এই পরীক্ষায় মোট ৩ লক্ষ ৯৫৪ জন প্রার্থী রেজিস্ট্রেশন করেছিল তার মধ্যে পরীক্ষায় বসে ছিল মাত্র ২ লাখ ৭২ হাজার জন।
আরও পড়ুন: School Teachers Rule 2025 : ২০২৫ থেকে কড়া নিয়ম শিক্ষকদের জন্য, কী নিয়ম? জেনে নিন
এই পরীক্ষার পর কেটেছে দীর্ঘদিন তবে এত দিনের মধ্যেও প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)-এর ফলাফল প্রকাশ করেনি। এর মধ্যে আবার একাধিক আইনি জটিলতার কারণে ২০২৪ সালের টেট পরীক্ষাও বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: Ration Card: আর লাইনে দাঁড়াতে হবে না রেশন কার্ড নিয়ে, বড় বদল আসছে নতুন বছরেই
বর্তমানে হাজার হাজার চাকরি প্রার্থী ২০২৩ সালের টেট পরীক্ষার ফলাফল প্রকাশের দিকে তাকিয়ে আছে। তবে আগের পরীক্ষাগুলির আইনি জটিলতা না কাটানো পর্যন্ত এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে না বলে জানিয়েছে শিক্ষা পর্ষদ।
আরও পড়ুন: ২০০ টাকার কমে Unlimited 5G ডেটা দিচ্ছে Jio, সাথে প্রতিদিন 2 GB ইন্টারনেট এবং কলিংও