CBI হানা দিতেই ED অফিসারের বাড়িতে উদ্ধার টাকার পাহাড়! পরিমাণ জানলে চমকে যাবেন

বিভিন্ন রকমের দুর্নীতির ক্ষেত্রে Enforcement Directorate (ED) সক্রিয় ভূমিকা নিয়ে থাকে। পশ্চিমবঙ্গের রেশন দুর্নীতি হোক কিংবা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা সমস্ত ক্ষেত্রেই ইডি (ED) তৎপর হয়ে কাজ করেছে। রাজ্যের তাবড় তাবড় নেতা-মন্ত্রীরা ইডি (ED)-এর তদন্তকারী অফিসারদের হাতে গ্রেফতার হয়েছেন।

রাজ্যের ‌তাবড় তাবড় নেতা-মন্ত্রীদের বাড়িতে তল্লাশি চালিয়ে ইডি অফিসারেরা কোটি কোটি টাকার বান্ডিল উদ্ধার করেছে। তবে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (Central Bureau of Investigation) এক ইডি অফিসারের বাড়ি থেকেই একটি বিশাল নোটের বস্তা উদ্ধার করল।

ইডি অফিসারের বাড়িতে সিবিআই (CBI)-এর তল্লাশি

এক ইডি অফিসারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে সেই অফিসার ঘুষের টাকা নিজের বাড়ি এবং দপ্তরে রেখেছিলেন। তবে সেই অভিযুক্ত ইডি অফিসারের বাড়ি থেকে টাকা উদ্ধার করা হলেও সেই অফিসারকে গ্রেফতার করা যায়নি।

আরও পড়ুন: WBPSC: রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ, কোন কোন বিষয়ে? রইলো বিস্তারিত

তবে তার ভাইকে গ্রেফতার করা হয়েছে। সিবিআই (CBI) এই মুহূর্তে সেই অভিযুক্ত ইডি অফিসারের সন্ধানে নেমেছেন।

অভিযুক্ত অফিসার হিমাচল প্রদেশের সিমলার বাসিন্দা। তিনি Enforcement Directorate (ED)-এর সহকারী ডিরেক্টর পদে রয়েছেন।

সম্প্রতি সিবিআই (CBI)-এর চন্ডিগড় দপ্তরে দুর্নীতি প্রতিরোধ আইনে একটি এফআইআর (FIR) দায়ের করা হয়েছিল। এরপরেই সিবিআই তদন্ত শুরু করে।

আরও পড়ুন: SBI Clerk Recruitment 2025: ১৪,১৯১টি শূন্যপদে SBI ক্লার্ক নিয়োগ চলছে, জানুন আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

সিবিআই আধিকারিকরা এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, অভিযুক্ত ইডি অফিসার এবং তার ভাই আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে তিন বছর আগের একটি মামলায় অভিযুক্ত। সেই মামলার তদন্তের জন্যই সিবিআই ওই অভিযুক্তের বাড়িতে হানা দেয়।

সূত্র মারফত জানা গিয়েছে, অভিযুক্ত ইডি অফিসারের বাড়ি থেকে প্রথম দফায় তল্লাশি করে সিবিআই ৫৪ লক্ষ টাকা উদ্ধার করেছে। যেই টাকাটি অভিযুক্ত ইডি অফিসার ঘুষ হিসেবে নিয়েছিলেন। এছাড়াও তার বাড়ি থেকে একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন: Teacher Recruitment 2025: ৪৭,৬০০ টাকা বেতনে পিজিটি শিক্ষক নিয়োগ চলছে, রইলো যোগ্যতা, আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

সেই অভিযুক্ত ইডি অফিসারের বাড়িতে দ্বিতীয় দফায় তল্লাশি চালিয়ে সিবিআই আরও ৫৬ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করেছে। অর্থাৎ সেই অভিযুক্ত ইডি অফিসারের বাড়ি থেকে সব মিলিয়ে মোট ১ কোটি ১০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ নথিও এর সাথে উদ্ধার করা হয়েছে। সিমলা এবং চন্ডিগড়ের সিবিআই আধিকারিকরা যৌথভাবে এই তল্লাশি চালিয়েছেন।

আরও পড়ুন: একদিনে ATM থেকে ‘কত’ টাকা তুলতে পারবেন? টপ ব্যাঙ্কগুলির ‘সর্বোচ্চ’ লিমিট কত? তালিকা দেখে নিন

Leave a Comment