সারা বছর টেলিকম মার্কেটে ঝড় তুলে, বছর শেষেও আবার দুর্দান্ত অফার নিয়ে এল বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited)। বিএসএনএল (BSNL)-এর নয়া অফার অন্যান্য টেলিকম সংস্থার রাতের ঘুম উড়িয়ে দেবে এটা বলাই বাহুল্য কারণ নতুন অফারে বিএসএনএল (BSNL) একদম বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছে। হ্যা ঠিকই শুনেছেন! এই অফারটাই দিয়েছে বিএসএনএল (BSNL)। আজকের প্রতিবেদনে সেই অফার সম্পর্কে বিস্তারিত রইল।
বিএসএনএল (BSNL)-এর বড়ো অফার
আপনি যদি বিএসএনএল (BSNL) ফাইবার ব্রডব্যান্ডের গ্রাহক হয়ে থাকেন এবং আপনার প্ল্যানের খরচ যদি মাসে ৫০০ টাকার কম হয় তবে এই দুর্দান্ত অফার রয়েছে আপনার জন্য। এই নতুন অফারে আপনি পেয়ে যাবেন এক মাসের জন্য ইন্টারনেট পরিষেবা একেবারে বিনামূল্যে।
পরিষেবাটি আপনি তিনমাস পাবেন
বিএসএনএল (BSNL)-এর নয়া অফারে গ্রাহক যদি তিনমাসের জন্য বিএসএনএল (BSNL)-এর ফাইবার বেসিক নিও বা ফাইবার বেসিক প্ল্যান নেয় তাহলে গ্রাহকের পরের মাসের অর্থাৎ চতুর্থ মাসের ইন্টারনেট পরিষেবা একেবারে বিনামূল্যে হয়ে যাবে। নতুন এই অফারটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সাল পর্যন্ত বৈধ থাকবে।
আরও পড়ুন: ২০০ টাকার কমে Unlimited 5G ডেটা দিচ্ছে Jio, সাথে প্রতিদিন 2 GB ইন্টারনেট এবং কলিংও
BSNL Fiber Basic Neo প্ল্যান কী?
বিএসএনএল (BSNL)-এর ব্রডব্যান্ড রিচার্জ প্ল্যানগুলির মধ্যে খুবই জনপ্রিয় ও সাশ্রয়ী প্ল্যান হল ফাইবার বেসিক নিও প্ল্যানটি। এই প্ল্যানটি গ্রাহক পেয়ে যাবেন মাত্র ৪৪৯ টাকায়। বৈধ ৩০ দিন। এই প্ল্যানের মাধ্যমে গ্রাহক পেয়ে যাবেন 30Mbps অবধি দ্রুত ইন্টারনেট স্পিড। এছাড়া গ্রাহক প্রতিদিন 100 GB ডেটা হিসেবে মোট 3300 GB ডেটা পেয়ে যাবেন।
তিন মাসের জন্য গ্রাহক যদি এই প্ল্যানটি রিচার্জ করে সেক্ষেত্রে সে আরও ৫০ টাকা ছাড় পাবেন। এছাড়াও থাকবে আনলিমিটেড কলেরও সুবিধা।
আরও পড়ুন: GK Quiz: বলুন তো, ATM পিন কেন ৪ সংখ্যার হয়? ৯৯ শতাংশ মানুষই সঠিক উত্তর জানে না
BSNL Fiber Basic প্ল্যান কী?
বিএসএনএল (BSNL)-এর আরও একটি ব্রডব্যান্ড রিচার্জ প্ল্যান হল ফাইবার বেসিক প্ল্যান। এই প্ল্যানটি গ্রাহক পেয়ে যাবেন মাত্র ৪৯৯ টাকায়। এই প্ল্যানটির বৈধতা ৩০ দিন। এই প্ল্যানের মাধ্যমে গ্রাহক পেয়ে যাবেন 50 Mbps অবধি দ্রুত ইন্টারনেট স্পিড। এছাড়াও এই প্ল্যানটিতে গ্রাহক 3300 GB ডেটা পেয়ে যাবেন।
তিন মাসের জন্য গ্রাহক যদি এই প্ল্যানটি রিচার্জ করে সেক্ষেত্রে সে আরও ১০০ টাকার ছাড় পাবেন। এছাড়াও থাকবে আনলিমিটেড কলেরও সুবিধা।
আরও পড়ুন: Jio-র ২০২৫ সালের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান কোনটি? প্রচুর ডেটা সহ আর কী রয়েছে? জানুন বিস্তারিত