Junk Jewellery: মাত্র ৪০ টাকায় পেয়ে যাবেন দারুণ গয়না! কোথায় কীভাবে পাবেন? জানুন বিস্তারিত

সময়ের সাথে সাথে দ্রুত বদলে যাচ্ছে মানুষের চাহিদা,পছন্দ ও অপছন্দগুলো। সাজ পোশাকেও আসছে বদল। মানুষের রুচিবোধের ওপর ভিত্তি করে এই বদলগুলো আসছে। আগেকার মানুষ ভারী সোনা, রূপোর গহনা ব্যাপক ভাবে পছন্দ করত।

কিন্তু বর্তমানে সোনা রূপোর মূল্যবৃদ্ধি ও নানা কারণে মানুষের পছন্দ সামান্য পরিবর্তিত হয়েছে। এখন মানুষ হ্যান্ডমেড জুয়েলারি কিংবা জাঙ্ক জুয়েলারি ভীষণ ভাবে পছন্দ করছে। পোশাকেও এসেছে কিছু বদল। শাড়ি হোক কিংবা মেয়েদের ব্লাউজ সেখানে বিভিন্ন ছবি কিংবা কলকা ডিজাইন কাস্টমাইজ করে মানুষেরা ব্যবহার করছেন।

এরকমই সাধারণ মানুষের পছন্দের মত বিভিন্ন ধরনের গয়না,কাস্টমাইজ পোশাক বানিয়ে স্বনির্ভর হওয়ার পাশাপাশি নিজের পরিচয় তৈরি করেছেন এক কলেজ ছাত্রী। তাঁর কথাই তুলে ধরবো আজকের প্রতিবেদনে।

আরও পড়ুন: Malda Tab Scam: ১০ হাজার টাকা এলো ট্যাব কেনার জন্য, অথচ পড়ুয়াদের অ্যাকাউন্টে ‘০’!

কলেজে পড়ার পাশাপাশি নিজে কিছু করে দেখানোর ইচ্ছা থেকেই এই হাতে বানানো বিভিন্ন ধরনের জিনিস তৈরির কাজ শুরু করেছেন তিনি। বর্তমানে তাঁর তৈরি বিভিন্ন জাঙ্ক জুয়েলারি এবং কাস্টমাইজ ব্লাউজ বিক্রি হচ্ছে অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই।

যার কথা আমরা আলোচনা করছি তিনি হলেন পশ্চিম মেদিনীপুরের বেলদার দেউলির বাসিন্দা প্রিয়া ঘোষাল। প্রিয়া বর্তমানে কলেজ পড়ুয়া। পড়াশোনার অবসরে তিনি বাড়িতেই তৈরি করছেন নানা ধরনের অক্সিডাইজ জুয়েলারি। বর্তমান দিনে এই ধরনের গয়নার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে মানুষজন এই ধরণের অক্সিডাইজ জাঙ্ক জুয়েলারি কিংবা হ্যান্ডমেড জুয়েলারি বেশি করে ব্যবহার করছে পোশাকের সাথে ম্যাচ করে।

আরও পড়ুন: অনগ্রসর ছাত্র, ছাত্রীরা পাবে ৪৮০০ টাকা! রাজ্য সরকারের স্কলারশিপে আবেদন পদ্ধতি জেনে নিন

প্রিয়ার বাড়িতে তৈরি এই অক্সিডাইজ জাঙ্ক জুয়েলারি কিংবা হ্যান্ডমেড জুয়েলারি দামও কিন্তু রয়েছে একদম সাধ্যের মধ্যে। বিভিন্ন রকম গহনা রয়েছে যেগুলোর মূল্য রয়েছে মাত্র ৪০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে।

এছাড়াও কাস্টমাইজ ব্লাউজে প্রিয়া ফুটিয়ে তুলছে নানা শিল্পকলা, যেগুলোর চাহিদা এখন আকাশছোঁয়া। তাই এক্ষেত্রে কিছুটা হলেও আর্থিক ভাবে লাভের মুখ দেখছে প্রিয়া। এর পাশাপাশি অন্যদেরও এই কাজে আসার জন্য উৎসাহিত করে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছে সে।

1 thought on “Junk Jewellery: মাত্র ৪০ টাকায় পেয়ে যাবেন দারুণ গয়না! কোথায় কীভাবে পাবেন? জানুন বিস্তারিত”

Leave a Comment