SBI FD: ৭.৭৫ শতাংশ রিটার্ন নিশ্চিত স্টেট ব্যাঙ্কের এই স্কিমে বিনিয়োগ করলে, আরও কী কী সুবিধা পাবেন?

SBI Amrit Vrishti Fixed Deposit Scheme: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) হল ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। আপনি যদি স্টেট ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করতে চান, তার জন্য স্টেট ব্যাঙ্কে নানা রকমের ফিক্সড ডিপোজিট স্কিম (Fixed Deposit Scheme) রয়েছে। স্টেট ব্যাঙ্কের সবথেকে জনপ্রিয় ফিক্সড ডিপোজিট স্কিম হল অমৃত বৃষ্টি ফিক্সড ডিপোজিট স্কিম (SBI Amrit Vrishti Scheme)। এই স্কিমটি সীমিত সময়ের মেয়াদভিত্তিক স্কিম। আসুন জেনে নেওয়া যাক এই স্কিমে কারা আবেদন করতে পারবেন এবং এই স্কিমে কত পরিমাণ সুদ পাওয়া যাবে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) এই নতুন স্কিমটি এই বছর অর্থাৎ ২০২৪ সালের ১৬ জুলাই নিয়ে এসেছিল। এই স্কিমে ফিক্সড ডিপোজিট আগামী ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত করানো যাবে।

স্টেট ব্যাঙ্কের সাধারণ ফিক্সড ডিপোজিট স্কিম

স্টেট ব্যাঙ্কের টার্ম ডিপোজিটের অধীনে সাধারণ ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে গ্রাহকরা সুদের হার পান ৩.৫০ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ। মেয়াদের ভিত্তিতে সুদের হারের পরিমাণও আলাদা হয়। সাধারণ ফিক্সড ডিপোজিট স্কিমে প্রবীণ নাগরিকরা অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট সুদ পেয়ে থাকেন। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে বার্ষিক সুদের হারের পরিমাণ হয়ে থাকে ৭.৫০ শতাংশ।

আরও পড়ুন: এবার Jio গ্রাহকরা সারা বছর আনলিমিটেড ৫জি ডেটা পাবেন! কারা ও কীভাবে? জানুন বিস্তারিত

অমৃত বৃষ্টি ফিক্সড ডিপোজিট স্কিম

স্টেট ব্যাঙ্কের অমৃত বৃষ্টি ফিক্সড ডিপোজিট স্কিমের অধীনে সাধারণ গ্রাহকরা সুদের হার ৭.২৫ শতাংশ পেয়ে থাকেন। এই স্কিমে প্রবীণ নাগরিকরা অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট সুদ পাবেন। অর্থাৎ প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হারের পরিমাণ হল ৭.৭৫ শতাংশ। এই পরিমাণ সুদ পাওয়ার জন্য গ্রাহকদের ৪৪৪ দিনের জন্য ফিক্সড ডিপোজিট করাতে হবে।

আরও পড়ুন: ১ জানুয়ারি থেকেই নতুন টাইম টেবিল পূর্ব রেলে, দেখে নিন লিস্ট

১ লাখ টাকা জমা রাখলে কত পরিমাণ রিটার্ন পাওয়া যাবে

স্টেট ব্যাঙ্কের অমৃত বৃষ্টি স্কিমে ৪৪৪ দিনের মেয়াদে ১ লাখ টাকা জমা রাখলে মেয়াদপূর্তির সময় সাধারণ গ্রাহকরা রিটার্ন হিসাবে ১.০৯ লাখ টাকা পাবেন। সুদ বাবদ পাওয়া যাবে ৯১৩৩.৩৪ টাকা। একইভাবে প্রবীণ নাগরিকরা রিটার্ন হিসাবে পাবেন ১ লাখ ৯ হাজার ৭৮৭ টাকা। এক্ষেত্রে সুদের পরিমাণ হবে ৯ হাজার ৭৮৭ টাকা।

আরও পড়ুন: Railway Jobs: নতুন বছরেই ৩২ হাজারেরও বেশি শূন্যপদে রেলে নিয়োগ! জানুন বিস্তারিত

অমৃত বৃষ্টি ফিক্সড ডিপোজিট স্কিমের বৈশিষ্ট্য

অমৃত বৃষ্টি ফিক্সড ডিপোজিট স্কিমে ১ হাজার টাকা থেকেই বিনিয়োগ করা যাবে। এই স্কিমের অধীনে ডোমেস্টিক এবং এনআরআই গ্রাহকরা সর্বোচ্চ ৩ কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট করতে পারবেন। এই স্কিমের অধীনে বিনিয়োগকারীরা মাসিক এবং বার্ষিক হিসেবে টাকা রাখতে পারবেন।

আরও পড়ুন: Smartphone: ৭,০০০ টাকার কমেই কিনতে পারবেন এই নতুন স্মার্টফোন, জেনে নিন এর ফিচার সহ বিস্তারিত

Leave a Comment