বিএসএনএল (BSNL) এবং টাটা (TATA) ভারতীয় মোবাইল বাজার দখল করার জন্য অনেক আগেই হাত মিলিয়েছে। এই দুই সংস্থা ইতিমধ্যেই তাদের গ্রাহকদের জন্য আকর্ষণীয় প্রিপেইড এবং পোস্টপেইড রিচার্জ প্ল্যান বাজারে এনেছে।
এবার তারা একটি 5G রেডি স্মার্টফোন (Smartphone) বাজারে আনতে চলেছে। যার দাম থাকবে মাত্র 12,999 টাকা।
এই নতুন ফোনটির দাম কম হলেও ফিচার কিন্তু বেশ ভালোই আছে। এই নতুন ফোনটিতে থাকছে উচ্চ শক্তিশালী 6000 mAh ব্যাটারি। এর সাথে থাকছে 108 MP ক্যামেরা।
আরও পড়ুন: এই ৬ টি শব্দ ভুলেও লিখে google সার্চ করবেন না, তাহলেই সর্বনাশ!
এছাড়াও পাওয়া যাবে এক বছরের বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা। আসুন এই ফোনটির ফিচার সম্বন্ধে জেনে নেওয়া যাক।
ডিসপ্লে
বিএসএনএল (BSNL)-এর এই নতুন ফোনটির 5G রেডি স্মার্টফোনে 6.72 ইঞ্চির AMOLED ডিসপ্লে আছে। যার রিফ্রেশ রেট 120 Hz।
এই ফোনটিতে ব্রাইটনেস পাওয়া যায় 1000 নিটস পর্যন্ত। এই কারণে রোদেও স্পষ্টভাবে ডিসপ্লে দেখতে পাওয়া যাবে।
আরও পড়ুন: ১ জানুয়ারি থেকেই নতুন টাইম টেবিল পূর্ব রেলে, দেখে নিন লিস্ট
প্রসেসর
এই নতুন ফোনটিতে Dimensity 200 চিপসেট থাকছে। যার ক্লক স্পিড 2.8 GHz।
অপারেটিং সিস্টেম
এই নতুন ফোনটির অপারেটিং সিস্টেম BharatOS।
আরও পড়ুন: এবার Jio গ্রাহকরা সারা বছর আনলিমিটেড ৫জি ডেটা পাবেন! কারা ও কীভাবে? জানুন বিস্তারিত
ক্যামেরা
এই নতুন ফোনটি ফটোগ্রাফির জন্য দুর্দান্ত। এই ফোনটির প্রধান ক্যামেরা 108 MP এর। এই ক্যামেরা ছবি তোলার জন্য দুর্দান্ত। এছাড়াও 4K ভিডিও রেকর্ডিং এর জন্যও খুব ভালো।
আরও পড়ুন: Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট দিল নবান্ন, কী কী সুবিধা পাবেন?
ব্যাটারি
এই নতুন ফোনটির ব্যাটারি 6000 mAh সম্পন্ন। এটিতে 44 W ফাস্ট চার্জিং সুবিধা আছে। যেটি দ্রুত চার্জ করতে সহায়তা করে।
আরও পড়ুন: Job News: ৮১,১০০ টাকা পর্যন্ত বেতনে ITBP-তে চাকরির সুযোগ, কারা কীভাবে আবেদন করবেন? রইলো বিস্তারিত
স্টোরেজ
এই নতুন ফোনটিতে 8 GB RAM এবং 128 GB স্টোরেজ রয়েছে। এই নতুন ফোনটির প্রিমিয়াম ভার্সনে 12 GB RAM এবং 256 GB স্টোরেজ রয়েছে।
আরও পড়ুন: SBI FD: ৭.৭৫ শতাংশ রিটার্ন নিশ্চিত স্টেট ব্যাঙ্কের এই স্কিমে বিনিয়োগ করলে, আরও কী কী সুবিধা পাবেন?
এটি একটি অসাধারণ খবর।
🕉🙏🙏🕉
শুভ সন্ধ্যায় শুভকামনা 🙏🙏
From HARINAVI WITH LOVE 💘