ITBP Recruitment: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। Indo Tibetan Border Police (ITBP)-এর পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। Sub-Inspector, Head Constable and Constable পদে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে Indo Tibetan Border Police (ITBP) একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
Indo Tibetan Border Police (ITBP) কর্তৃক কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম (Name of the Post)
Sub-Inspector (Telecommunication), Head Constable (Telecom), and Constable (Telecom) পদে কর্মী নিয়োগ করা হবে।
আরও পড়ুন: BSNL আনছে সস্তার 5G স্মার্টফোন, থাকছে 108 MP ক্যামেরা, 6000 mAh ব্যাটারি
মোট শূন্যপদ (Total Vacancy)
- সবগুলি পদ মিলিয়ে এখানে মোট ৫২৬টি শূন্যপদ রয়েছে।
- Sub-Inspector পদের জন্য ৯২টি শূন্যপদ রয়েছে।
- Head Constable পদের জন্য ৩৮৩টি শূন্যপদ রয়েছে।
- Constable পদের জন্য ৫১টি শূন্যপদ রয়েছে।
বয়স সীমা (Age Limit)
- Sub-Inspector পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ন্যূনতম ২০ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে।
- Head Constable পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে।
- Constable পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৩ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন: এই ৬ টি শব্দ ভুলেও লিখে google সার্চ করবেন না, তাহলেই সর্বনাশ!
বেতন (Salary)
- Sub-Inspector পদে নিযুক্তদের মাসিক বেতন ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত হবে।
- Head Constable পদে নিযুক্তদের মাসিক বেতন ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত হবে।
- Constable পদে নিযুক্তদের মাসিক বেতন ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত হবে।
আরও পড়ুন: অনিয়ম হয়েছে সহকারি অধ্যাপক পদে নিয়োগে! আদালতে দ্বারস্থ চাকরি প্রার্থী, কী নির্দেশ দেওয়া হলো?
আবেদন প্রক্রিয়া (Application Process)
এখানে আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। Indo Tibetan Border Police (ITBP)-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের আবেদন জানাতে হবে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
নিয়োগ প্রক্রিয়া নিম্নলিখিত পর্যায়ে সংগঠিত হবে:
(i) Physical Efficiency Test and Physical Standards Test
(ii) Written Examination
(iii) Verification of Original documentation
(iv) Detailed Medical Examination & Review Medical Examination
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
- Sub-Inspector পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে B.Sc/B.Tech/BCA বিষয় নিয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে।
- Head Constable পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। পাশাপাশি, PCM/ITI/ Diplpma in Engineering করে থাকতে হবে।
- Constable পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ (Last date of application)
এখানে আবেদন প্রক্রিয়া ১৫ নভেম্বর, ২০২৪ থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৪ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত।
গুরুত্বপূর্ণ লিংক (Important Links)
Official Website | Click Here |