Google Search: বর্তমান ডিজিটাল যুগে Google হলো আমাদের সব সময়ের সঙ্গী। যেকোনো ধরনের প্রশ্নের সমাধানে আমরা সাহায্যের জন্য গুগলেই সার্চ করে থাকি। আবার অনেক সময় মনের আগ্রহবশত বিভিন্ন ধরনের প্রশ্ন লিখে সার্চ করি।তবে অনেকে হয়তো জানেন না এমন কয়েকটি প্রশ্ন রয়েছে যেগুলি লিখে গুগলে সার্চ করলে আপনি জটিল সমস্যার মধ্যে পড়তে পারেন। ভুলেও সেই প্রশ্নগুলির গুগলে সার্চ করা যাবে না। আজ আমরা এই প্রতিবেদনে আপনাদের সেই বিষয়ে সাবধান করব। চলুন সেগুলি জেনে নেওয়া যাক।
যদি আপনি গুগলে “Are Bengal Cats legal in Australia?”- এটি লিখে সার্চ তাহলে অজান্তেই আপনি জটিল সাইবার আক্রমণের শিকার হতে পারেন। সম্প্রতি নিউ ইয়র্ক পোস্টে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনে বিশ্বখ্যাত সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সোপহস মানুষকে এই বিষয়ে সতর্ক করেছে।
সোপহস প্রতিষ্ঠানের তরফ থেকে জানানো হয়েছে, যারা এটি লিখে গুগলে সার্চ করেছেন তারা বিপজ্জনক “ফ্রড লিঙ্ক”-এর কবলে পড়েছেন। আর এই লিঙ্কগুলো হলো এমন লিংক যেখানে ক্লিক করলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাবার সম্ভাবনা থাকে।
আরও পড়ুন: ১ জানুয়ারি থেকেই নতুন টাইম টেবিল পূর্ব রেলে, দেখে নিন লিস্ট
জালিয়াতকারীরা তাদের ক্ষতিকারক ওয়েবসাইটগুলিকে সার্চ বারের একদম উপরের দিকে নিয়ে আসে। যাতে করে মানুষ সার্চ করলেই উপরের লিংকে ক্লিক করে। এই পদ্ধতিটি “SEO Poisoning” নামে পরিচিত।
এসব লিংকগুলিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা, সেসব ক্ষতিকর ওয়েবসাইটে চলে যান এবং এর ফলে তাদের ব্যক্তিগত তথ্যের পাশাপাশি ব্যাঙ্ক ডিটেইলস এবং লগইন ক্রেডেনশিয়ালস চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
আরও পড়ুন: Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট দিল নবান্ন, কী কী সুবিধা পাবেন?
সোপহস আরো জানিয়েছে, এটি বিশেষত অস্ট্রেলিয়া মানুষদের জন্য আরও বেশি বিপদজনক। এর কারণ হলো “Australia” শব্দটি সার্চ করলেই এই আক্রমণ আরো বেশি কার্যকর হয়।
আরও পড়ুন: অনিয়ম হয়েছে সহকারি অধ্যাপক পদে নিয়োগে! আদালতে দ্বারস্থ চাকরি প্রার্থী, কী নির্দেশ দেওয়া হলো?
সতর্কবার্তায় আরো জানানো হয় যে, এইসব লিংকে ক্লিক করলে Gootloader নামের একটি ম্যালওয়্যার ডাউনলোড হয়ে যাবার সম্ভাবনা থাকে। এই ম্যালওয়্যার একাধিক ভাবে কাজ করে সিস্টেমে তালা লাগিয়ে দেয় অথবা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করে।
এর ক্ষতিকারক দিকগুলি আরও রয়েছে, যেমন Gootloader সিস্টেমে প্রবেশ করে আরও একাধিক ম্যালওয়্যার প্রবেশের পথ খুলে দেয়। এতে করে ব্যবহারকারী অনেক বড় ধরনের আর্থিক ক্ষতির মধ্যে পড়তে পারে।
আরও পড়ুন: Job News: ৮১,১০০ টাকা পর্যন্ত বেতনে ITBP-তে চাকরির সুযোগ, কারা কীভাবে আবেদন করবেন? রইলো বিস্তারিত
“Are Bengal Cats legal in Australia?” এই প্রশ্নটিকে সাধারণ মনে হলেও জালিয়াতকারীরা সাধারণ মানুষকে ফাঁদে ফেলার উদ্দেশ্যেই এমন ধরনের প্রশ্নকে নিজেদের লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করে থাকে। আর সাধারণ মানুষ এই ধরনের প্রশ্ন সার্চ করার সময় খুব বেশি সতর্ক হোন না এতে করে জালিয়াতকারীরা খুব সহজেই নিজেদের লক্ষ্য পূরণ করতে পারে।
আরও পড়ুন: এবার Jio গ্রাহকরা সারা বছর আনলিমিটেড ৫জি ডেটা পাবেন! কারা ও কীভাবে? জানুন বিস্তারিত
বিশেষজ্ঞদের মতে এই ধরনের সার্চ করা থেকে সাধারণ মানুষকে বিরত থাকতে হবে এবং সার্চ করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলতে হবে। প্রতিবার যে কোন লিংকে ক্লিক করার আগে সেই লিংকের সত্যতা যাচাই করে তবেই তাতে ক্লিক করতে হবে।
আরও পড়ুন: SBI FD: ৭.৭৫ শতাংশ রিটার্ন নিশ্চিত স্টেট ব্যাঙ্কের এই স্কিমে বিনিয়োগ করলে, আরও কী কী সুবিধা পাবেন?